❤️❤️ব্র‍্যাক ইউনিভার্সিটি তে সকল চান্সপ্রাপ্তদের BRAC University Admission Help গ্রুপের পক্ষ থেকে জানাই অভিনন্দন❤️❤️❤️

চান্সপ্রাপ্ত যাদের এডমিশন প্রসেস নিয়ে কনফিউশন, তারা এটি পুরো পড়ে দেখো। নতুনদের প্রশ্নোত্তরের উপর ভিত্তি করে একটা ওভারঅল ব্যাখ্যা দিলাম এই পোস্ট এ। তারপরেও কোন প্রশ্ন থাকলে কেবল কমেন্ট এ প্রশ্ন করতে পারবা, এতে রিপ্লাই পাবা সময়মত। 

যারা  ENG091 & MAT091/MAT092  একসাথে  পেয়েছ : 

তোমরা রেগুলার  সেমিস্টার  এর student, প্রি ইউনি নয়।  Since these are non credit ( Zero credit) course,  এগুলির গ্রেড count হবেনা।  পড়ার চাপ অত্যন্ত কম ( মানে চাপ নেই বললে চলে) হলেও ওই ১ম সেমিস্টারে সব নন ক্রেডিট  হওয়ায় only single non credit/ENG 101/102 পাওয়া Student দের চেয়ে only 6 ক্রেডিট  পরিমাণ পিছিয়ে পড়বা। Course  দুটিতে ৭০% নম্বর পেয়ে পাস করলেই হয়।

In general, যারা ১ম সেমিস্টারের জন্য এই দুটো নন ক্রেডিট course একত্রে পেয়েছো, তাদের ১ম সেমিস্টারে আর কোন ক্রেডিট course দেয়া হবে না. But, if the department thinks, they may give credit courses। ১ম সেমিস্টারে পাওয়া এসব কোর্স পাশ করলে পরের সেমিস্টার থেকে কারিকুলাম অনুযায়ী ক্রেডিট কোর্স দেয়া হবে। 

MAT091/MAT092 are non credit. এটি তখন দেয় যখন অন্যদের চেয়েও কম নম্বর পেয়ে গণিত অংশে খারাপ করো।  

MAT091 দেয়া হয় তখন যখন তোমরা  বেসিক ম্যাথ অংশে ( C part)  অন্যদের চেয়ে কম নম্বর পাও। যখন তোমরা এটি পাবা, তখন বিবিএ,  ইকোনমিকস,  মাইক্রোবায়োলজি,  বায়োটেকনোলজি, pharmacy বিভাগে admission হলে এটি ১ম সেমিস্টারে  করতেই হয়। বিসিএস, ব্যাংকজবে আসে এমন কিছু টাইপের আলজেবরা, জ্যামিতি, পরিসংখ্যান টাইপ ম্যাথ এই কোরসে পড়ায়। (Like, After MAT091, you have to take MAT101 in the 2nd semester and then STA101 in the next semester)

MAT092 তখন দেয়া হয় যখন তোমরা উচ্চতর গণিত,  পদার্থবিজ্ঞান অংশে অন্যদের চেয়েও কম নম্বর পাও। যখন এটি পাবা তখন,   ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যথা CSE, EEE, ECE, Applied Physics,ম্যাথমেটিকস, ফিজিক্স  এ admission নিলে ১ম সেমিস্টারে এটি করতে হবে। উচ্চমাধ্যমিক এর উচ্চতর গণিত এর ক্যালকুলাস,  ফাংশন, জ্যামিতির মত চ্যাপ্টার গুলো এই কোরসে পড়ায়। (After MAT092, you have to take MAT110 in the 2nd semester, then other mandatory MAT courses in the next semesters).

★শুধু ENG091 ( only one non credit course, one of the most easiest course) : 

ভাইভা এবং লিখিত পরীক্ষার উপর ভিত্তি করে যদি দেখা যায় যাদের Englishয়ের Skills খুব বেশি ভালো নয়, মানে English এর দক্ষতা Medium, ক্রিটিকাল থিংকিং অ্যাবিলিটি  মধ্যম মানের, বিশ্লেষণ দক্ষতা মধ্যম মানের, critical reasoning এ  ভালোই আবার অন্যদের তুলনায় কম নম্বর এসেছে লিখিত ও ইন্টারভিউ পরীক্ষাতে, তবে তাদের Eng-091 নামক Non-Credit, Fundamental in English (Writing & Speaking) কোর্সটি দেয়া হতে পারে! 

এই course এর সাথে আরো দু তিনটি course যোগ হবে, ENG091 নন ক্রেডিট,  বাকিগুলো ক্রেডিট course।  ক্রেডিট  course গুলোর গ্রেড marksheet এ Add হবে, CGPA calculation  এ count হবে।  পড়ার চাপ  থাকবে অল্প।  এটি শেষ হলে ENG101,  ENG102 এই দুটো ক্রেডিট  course করতে হয় পরপর সেমিস্টার গুলোতে (You have to do ENG091 in first semester, then ENG101 in the 2nd semester, then ENG102 in 3rd Semester)

কোন ননক্রেডিট course এর গ্রেড পয়েন্ট তোমাদের  সিজিপিএ তে কোন প্রভাব ফেলবে না, শুধু ৭০% নম্বর পেয়ে পাশ করতে হয়। 

❤প্রথমেই ENG101 ♥: 

ভাইভা এবং লিখিত পরীক্ষার উপর ভিত্তি করে যদি দেখা যায় যাদের English এর Skills ভালো, ক্রিটিকাল থিংকিং অ্যাবিলিটি ভালোই, বিশ্লেষণ দক্ষতা বেশ ভালোই,  ক্রিটিকাল  রিজনিং ভালো ,  লিখিত এবং ইন্টারভিউ পরীক্ষা তে অন্যদের চেয়েও ভালো নম্বর পেয়ে চান্সপ্রাপ্ত তবে তাদের Eng-101 নামক Credit, Fundamental in English (Writing & Speaking) কোর্সটি দেয়া হতে পারে।

এই course টি ক্রেডিট course যার গ্রেড marksheet  এ যোগ হবে, সিজিপিএর উপর প্রভাব ফেলবে, এটি সহ আরো দু তিনটি departmental / General  course থাকবে যার সব গুলো ক্রেডিট course। সব ক্রেডিট course হওয়ায়  ENG091 প্রাপ্ত  student দের থেকে ৩ ক্রেডিট পরিমাণ  এগিয়ে থাকবা, পড়ার চাপ যদিও একটু বেশী হবে। ENG101 পাওয়া মানে অনেক অনেক সুবিধা, তোমার ১৯৮০০ টাকা বাচলো, ENG091 পাওয়া student  দের চেয়ে এগিয়ে থাকবা ক্রেডিটের দিক দিয়ে, আর তাতে দ্রুত গ্রাজুয়েশন সম্পন্নকরণে সুবিধা হবে। যাদের Written  VIVA Interview  excellent  level r ( more than  80% marks in all sections including  viva) তারাই এ course  টি পেয়ে থাকে। এটি শেষ হলে  ENG102 ক্রেডিট course করতে হয় TARC এ গিয়ে।

শুরুতেই  ENG102 😮: 

ভাইভা এবং লিখিত পরীক্ষার উপর ভিত্তি করে যদি দেখা যায় যাদের English এর Skills অনেক অনেক বেশি ভালো, বিশ্লেষণ দক্ষতা,  ক্রিটিকাল থিংকিং অ্যাবিলিটি, reasoning  অনেক অনেক ভালো,  আবার লিখিত ও ইন্টারভিউ পরীক্ষার নম্বর অন্যদের চেয়েও ভালো,  Englishয়ের দক্ষতা Extra-Ordinary, তবে তাদেরকে Eng-102 নামক Credit, Fundamental in English (Writing & Speaking) কোর্সটি দেয়া হতে পারে!

এই course টি ক্রেডিট course যার গ্রেড marksheet  এ যোগ হবে, সিজিপিএর উপর প্রভাব ফেলবে, এটি সহ আরো দুইটি বা তিনটি departmental / General  course থাকবে যার সব গুলো ক্রেডিট course। সব ক্রেডিট course হওয়ায়  ENG091 প্রাপ্ত  student দের থেকে ৩ ক্রেডিট পরিমাণ  এগিয়ে থাকবা, পড়ার চাপ যদিও ENG101 পাওয়াদের চেয়ে বেশী হবে। ENG102 পাওয়ার সুবিধা হল তোমার 19800 টাকা বাচলো, ENG091 পাওয়া student  দের চেয়ে এগিয়ে থাকবা ক্রেডিটের দিক দিয়ে। যাদের Written  VIVA Interview super excellent  level r ( more than 90% marks in all sections including  viva) তারা ENG102 পায়। এক্ষেত্রেও ১৯৮০০ টাকা বাচলো সাথে একটু দ্রুত গ্রাজুয়েশন সম্পন্নকরণে সুবিধা হবে কারণ ENG091 পাওয়া শিক্ষার্থীদের চেয়েও ক্রেডিট এর দিক দিয়ে  এগিয়ে থাকবা । 

 তবে ENG102 শুরুতে পেলে পড়াশোনার চাপ থাকবে , অনেক high level এর English course, ৩ ধরনের ইন্টার্ভিউ নেয়ার জন্য বিভিন্ন জায়গায় পাঠাবে, প্রচুর  কাজ দিবে, term paper আর project নিয়ে  চাপ থাকবে। এটি শেষ হলে TARC এ গিয়ে FRN101 / CHN101 / ENG103 এর যেকোনো একটা course করতে হয় যা অবশ্য অনেক কাজে দেয় ভবিষ্যতে । 

😥😥😥Pre university / PRE- UNI: 

অনেক কস্টকর,অতিমাত্রার খাটুনির একটা course বলা যায় একে but may be helpful and it is too much expensive ।

ভাইভা এবং লিখিত পরীক্ষার উপর ভিত্তি করে যদি দেখা যায় যারা ইংরেজি অংশের Written এ ভাল দিলেও Interview তে ভালো করতে পারনি  বা ইংরেজির লিখিত অংশে অন্যদের চেয়েও  কম নম্বর পেয়েও কোনমতে ইন্টারভিউ এর জন্য কল পেয়েছো কিন্তু  ইন্টারভিউ পরে ভাল করেছ, যাদের Englishয়ের দক্ষতা Medium Level, English বলতে গিয়ে আটকায় কিছুটা , কিছু বেসিক ব্যাপারে ভুল করলে (যেটা ভালো স্টুডেন্টরাও করতে পারে)  তবে তাদেরকে PRE-UNIVERSITY নামক ১৩ সপ্তাহের Duration, English Language (Writing, Speaking, Listening, Reading, Critical Thinking & Enhancement) কোর্সটি দেয়া হতে পারে,  যার ফল হয় পরের সেমিস্টার থেকে ক্লাস করা এবং + ৫৭৫০০ টাকা extra expense । 

প্রথমত, প্রি ইউনিতে অনেক কে বাদ করে দেয় যদি তার performance  ভালো না হয়,  dull student হয়, ৩ টা ক্লাসে অনুপস্থিত থাকে, ৬ টা ক্লাসে late করে attend  করে। আবার home task,  Assignment,  Presentation,  listening speakings  practice না করলেই বাদ। Very Poor Speaking & Writing Skills, কুইজ মিডে ৭০% এর নিচে নম্বর পাওয়া, ক্লাসে মনোযোগ না দিলে, সকালের ক্লাসে ঘুমিয়ে পড়ার মত মারাত্মক বদঅভ্যাস, mannerless problem, অসদুপায় অবলম্বনের চেস্টা বা তা করার জন্যো প্রি ইউনি থেকে বাদ দেবে। এতে  ওই ৫৭৫০০ টাকা ফেরত ও দেবেনা, আবার এই একবার বাদ পড়লে প্রি ইউনি আর কোন সুযোগই দেবেনা।

Secondly,  প্রি ইউনির সমগ্র রেজাল্ট গ্রাজুয়েশন এর সময় প্রাপ্ত মার্কশিটে  উল্লেখ থাকবে না, কোনপ্রকার ফাঁকিবাজি করলে barred  করে বের করে দেবে। খুবই Strict  পলিসিতে চলে এই বিভাগ। 

তৃতীয়ত, প্রি ইউনিতে পড়ার সময় তোমার কোন ডিপার্টমেন্টে রেজিস্টার  থাকবেনা, আবার তুমি University র 1st সেমিস্টার এর student  ও নও যার জন্য তোমাকে ক্লাব, ফোরাম এর membership  দেয়না। So, তখন প্রি ইউনির সময় এই university  তে তোমার পরিচয় একটাই, তুমি BRAC Institute of Language এর অধীনে প্রি ইউনির স্টুডেন্ট যেটা তোমার গর্বিত হবার মত পরিচয়। 

⚠️⚠️⚠️প্রি-ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে নিজের প্রোফাইল বা টাইমলাইনে Studies at Department of CSE/EEE/BBA/Law/English  etc at BRAC University দেয়া থেকে বিরত থাকো! ✓✓✓ কারণ, You are not a student of BRACU yet. You are just a student of BIL.  কারণ , Pre-University থেকে অনেকেই বাদ পড়ে যায়। একবার ভাবো, তুমি PRE-UNI তে ভর্তি হয়ে BRACU তে পড়ো Status দিলা এবং পরবর্তী তে প্রি-ইউনি থেকে বাদ পরে গেলা। বাদ পরার পর তখন তো কাছের মানুষের কাছে তোমরাই  লজ্জা পাবা অনেক, অন্যরাও পারলে খোচা দিতে আসবে। এমন না যে প্রি করলেই ইউনিভার্সিটি এক্সট্রা এক্সট্রা বেনিফিট দেয়, কারণ শিক্ষাপ্রতিষ্ঠানের চোখে সবাই সমান।

What can you do now? বড়জোর তোমাদের টাইমলাইনে দিতে পারো, "Student at BRAC Institute of Language."

♦♦⚡⚡⚡প্রি ইউনির পর ফাইনাল রেজাল্ট এর পর তুমি যখন BRAC University তে পড়ার জন্য selected,  তখন রেজিস্টেশন এর পর তুমি এই university  র specific department এর 1st semester  এর student ( you'll get ENG091 in the first semester ), then তুমি ক্লাব, ফোরামের membership  পাবা। তখন নিজের প্রোফাইলে টাইমলাইনে নিজের ডিপার্টমেন্টের নাম সহ ব্র‍্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসেবে পরিচয় দিতে পারবা যা প্রি ইউনি তে পড়ার সময় দিতে পারবা না।

Fourthly, প্রি ইউনিতে Practical English ,  IELTS type অনেক কিছু শিখাবে, অনেক পজিটিভ কিছু শিখবা, জানবা, অনেক friends হবে but তোমার থেকে অনেক বেশি ফি নিবে। 

Also,after completing the PRE UNI stage,you must have to do one non credit course which is ENG091, then you have to do ENG101 in the next semester then ENG102 in the next semester 😢😢😢

❤️❤️❤️তবে এক্ষেত্রে বাচার উপায় হলো, পরের স্লটে পরীক্ষা আর ইন্টারভিউ দিয়ে খুব ভালো ফলাফল করলে প্রি ইউনি থেকে বেচে যাবা। আমার ব্যক্তিগত সাজেশন যে, পরের স্লটগুলোতে প্রস্তুতি নিয়ে এক্সাম দেয়া in order to save 57,500 taka। যদি পরের স্লটগুলোতে প্রি ইউনি বা  বাদ পড়ে যাও, তখন উপায় না পেয়ে প্রি ইউনি করতে পারো। ভালো প্রস্তুতির জন্য ফরকাস্ট এডমিশন কেয়ার সেরা চয়েজ হবে তোমাদের জন্য। হয়ত সামান্য কিছু টাকা খরচ হবে কিন্ত তার বিনিময়ে দ্রুত সেমিস্টার শুরু+ ৫৭৫০০ টাকা অতিরিক্ত সাশ্রয়+ অতিরিক্ত চাপ থেকে রেহাই মিলবে হবে যা তোমাদেরই কিন্ত বেনিফিট। 💯💯💯

প্রি ইউনির পেমেন্ট  সম্পর্কে নোটিশ,  রেজাল্ট পিডিএফে বিস্তারিত দেয়া রয়েছে। 


Also,after completing the PRE UNI stage,you must have to do one non credit course which is ENG091 . So, you will have to pay TK 57500 for PRE UNI also need to pay TK. 19800 for the non-credit course ENG091 for doing PRE UNI. After ENG091, you will have to pay ENG101 and then ENG102.


প্রি ইউনির পেমেন্ট  সম্পর্কে নোটিশ,  রেজাল্ট পিডিএফে বিস্তারিত দেয়া রয়েছে।

তবে পরের স্লটে পরীক্ষা আর ইন্টারভিউ দিয়ে খুব ভালো ফলাফল করলে প্রি ইউনি থেকে বেচে যাবা।


১ম ধাপঃ (Document Verification)

পেমেন্ট সম্পন্ন হয়ে গেলে স্টুডেন্ট এর এসএসসি এবং এইচএসসির transcript certificate এর ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেস হবে। এসব ডকুমেন্ট এর ফটোকপি অবশ্যই যেন সাথে থাকে। এইচএসসির transcript, certificate কলেজে না এলে অনলাইন এর mark sheet এর ফটোকপি সাথে রাখবা।

এডমিশন নোটিশ মোতাবেক ইউনিভার্সিটির ৬নং ভবনে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। কোন false information, false document, থাকলে, কিংবা বেসিক ক্রাইটেরিয়া ফলো না করলে ----- এডমিশন বাতিল, and fees will not be refunded. অতএব, এ ধাপে কোন ভুল যেন না হয়।

পরের ধাপঃ(Admission Payment)

Law & Pharmacy ডিপার্টমেন্ট এ এডমিশন এর জন্য, আগে নোটিশ অনুযায়ী সেই ডিপার্টমেন্ট এ যোগাযোগ করে confirmation নিশ্চিত করে তারপর ডকুমেন্ট জমা এবং পেমেন্ট দিবা। ( এই দুই ডিপার্টমেন্ট এর আসনসংখ্যা সবচেয়ে কম, এবং কাউন্সিল এর সরাসরি তদারকি তে এডমিশন চলছে, যার জন্য একটা স্টুডেন্ট বেশিও চাইলে নিতে পারবে না কোনভাবেই) . Don't be late as DELAY DEFEATS EQUITY.

দুই ধাপে পেমেন্ট দিতে হয়।

১) ১ম ধাপে এডমিশন রিলেটেড ফি+ দুই কোর্স এর টিউশন ফি + লাইব্রেরি এবং অন্যান্য ফি দিতে হয়। ১ম ধাপ এর পেমেন্ট দেয়া মানে এডমিশন কনফার্ম (admission fees are usually non refundable)। ১ম ধাপের পেমেন্ট সম্পন্ন হবার মাধ্যমে তোমার সেই ডিপার্টমেন্ট এর আসন, studentship নিশ্চিত।

২)পরের ধাপে, যদি দুইটির বেশি কোর্স এড হয়, তখন এডভাইজিং রেজিস্ট্রেশন ডে তে বাকি কোর্স এর টিউশন ফি দিতে হয়।

Now I am explaining here in details---

প্রথমে admission ফি সহ total fees দিয়ে পেমেন্ট করে নিতে হবে সুবিধা মত এলাকার ব্যাংকে বা ইউনিভার্সিটির ২ নং ভবনে  এর accounts/ through specific online payment system এ। যে ব্যাংকের কপি bracu USIS portal ( usis.bracu.ac.bd ) তে available  থাকে, সেই ব্যাংক গুলো তে ফি জমা দেয়া যাবে। এরপর পে করা সীলযুক্ত পে স্লিপ টি সংরক্ষণ করতে হবে, এক্ষেত্রে  ব্যাংক কিন্ত ব্যাংক কপি রেখে দেবে, University তে গিয়ে পে করলে  তারা ব্যাংক কপি ও ইউনিভার্সিটি কপি রেখে দিয়ে শুধু student copy তোমাকে দেবে যা সংরক্ষণ করবা অবশ্যই । আর শুধু ব্যাংকে দিলে ব্যাংক তো ব্যাংক কপি রাখবে। পেইড সীল যুক্ত কপি নিজের সাথে রাখো

পরে যখন BRACU app এ course add হবে, class  exam schedule, Student ID number চলে আসবে, তখনই ধরে নাও admission confirmed. So, go to BRACU apps,  login with your  email password (which you used during  in the admission apply in BRACU),  take SS of your student ID number এবং আইডি নম্বর দেখে studentship পেয়েছো কিনা তা বুঝতে পারবা।

রানিং সেমিস্টারের স্টুডেন্টদের পেমেন্ট এর পর maximum ক্ষেত্রে এসএমএস বা ইমেইল আসেনা যার জন্য BRACU app দিয়ে সবসময় চেক দিতে হয় পেমেন্ট এর ব্যাপারে। ( ফ্রেশারদের জন্য জাস্ট পে স্লিপ সংরক্ষণ করতে হবে)

যাদের ১ম সেমিস্টারে দুটোর বেশি কোর্স আসবে মানে ৩ টি কোর্স  বা তার বেশি কোর্স আসবে তাদেরকে অবশ্যই এই  Advising Registration Day এর পর পেমেন্ট স্লিপটি USIS ( usis. bracu. ac. bd)  থেকে পেমেন্ট অপশন থেকে সংগ্রহ করে ব্যাংকে পেমেন্ট করতে হবে। এই ক্ষেত্রে পেমেন্ট এর date over হয়ে গেলে দিন প্রতি ১০০ টাকা করে জরিমানা করা হবে লেট ফি হিসেবে, বিশেষ সমস্যার জন্য লেট ফি জরিমানা  মওকুফ করতে  পারবে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, তবে তাতে আবেদন কর‍তে হবে।  দুটো কোর্সএর পর  বাকি যত কোর্স এসেছে সেগুলোর পেমেন্ট তখন কর‍্তে হয় advising registration day র পরে।

কিন্তু শুধু দুটো কোর্স এলে আর advising registration day র পর পেমেন্ট করতে বলবেনা ইউনিভার্সিটি থেকে।

যেদিন পেমেন্ট  করবা ওইদিন ই usis. bracu. ac. bd র Dashboard থেকে এডমিশন  পেমেন্ট স্লিপ বের করে প্রিন্ট করে signature date লিখে সুবিধামত স্থানীয় ব্যাংকে পেমেন্ট করে দিয়ে স্লিপ সংরক্ষণ এ রাখবা।  আর অনলাইন পেমেন্ট এভেইলেবল হলে তা অনলাইনে করতে পারো।

শুধু ENG091/ENG101/ENG102 পেলে এর সাথে ২/৩টা ডিপার্টমেন্টের course পড়বে। এতে আগে admission+ total  fees দিয়ে admit  হবার পর advising time এর পর 3rd course ( উদাহরণ : ENG091/101/102 বা LAW102 BUS101/MAT101/CSE110/PHY111/MAT110 etc) এর course fee র টাকা পেমেন্ট করতে হবে। যদি সৌভাগ্যক্রমে  ৪ নম্বর course add হয় এক্ষেত্রে অইটার course fee ও দিতে হবে।

মানে ২ টা course এর বেশি add হলে যত গুলো course add হলো ততগুলোর টাকা দিতে হবে during the first semester.

এরপরের ২য় সেমিস্টার থেকে জাস্ট পে স্লিপ ব্যাংকে নিয়ে বা অনলাইন এ পে করে পেইড সীল যুক্ত পে স্লিপ সংরক্ষণ করে নিও। পেমেন্ট এর তারিখ শেষ হবার পর পে করলে দিনপ্রতি ১০০ টাকা হারে লেট ফি যোগ হয় ( উপযুক্ত কারণ দেখিয়ে আবেদন করলে লেট ফি মওকুফযোগ্য )

★★★   অবশ্যই প্রতি সেমিস্টারের সীলযুক্ত পে-স্লিপ ডকুমেন্ট, TARC documents,  এবং গ্রেডশীট সংরক্ষণ করে রাখো যেন ভবিষ্যতে গ্রাজুয়েশন শেষে ক্লিয়ারেন্স পাওয়ার সময় যেন ঝামেলা পোহাতে না হয়।


Regarding current semester drop:

You must have to confirm your admission with the initial payment. Then, you may drop the semester by contacting with the admission office/ advisor/ registrar office. Otherwise, you will be failed in all courses and you'll fall in probation which is very risky.

চলতি সেমিস্টারে এডমিশন টেস্ট দিয়ে উত্তীর্ণ হয়ে পরের সেমিস্টারে অফার লেটারে এডমিশন সিস্টেম নেই। তুমি ভর্তি না হলে সেই আসন কিন্ত আরেকজন এর হবে, নয়ত ফাঁকা যাবে. So, delay is not acceptable here. Also, delay defeats equity.

যারা এখন সেমিস্টার ড্রপ করে আগামী সেমিস্টার থেকে ক্লাস করতে চাও, তারা এডমিশন এর পুরো পেমেন্ট এর টাকা পরিশোধ করে এডমিশন নিশ্চিত করে, তারপর এডভাইজর বা এডমিশন অফিস, রেজিস্ট্রার অফিসে যোগাযোগ করে উপযুক্ত কারণ দেখিয়ে সেমিস্টার ড্রপ করতে পারবা।

সেমিস্টার শুরুর আগে ড্রপ করায় তাতে তোমাদের দুটি কোর্সের টাকা এডজাস্ট হয়ে যাবে, এবং যে সেমিস্টারে ক্লাস করবা সেই সেমিস্টারে দুটি কোর্সের টিউশন ফি ব্যতীত বাকি কোর্স এর টিউশন ফি দিতে হবে। উদাহরণ ঃ এমন অবস্থা তে চারটি কোর্স ধরিয়ে দিলে তাতে করে দুটো কোর্স এর টাকা দিতে হবে না, বাকি দুটো কোর্সের টাকা দিতে হবে। আবার, তিনটি কোর্স ধরিয়ে দিলে তাতে দুটো কোর্সের টাকা দিতে হবে না, কেবল একটা কোর্সের টাকা দিতে হবে।

চলতি সেমিস্টার ড্রপ দিলে তখন advising registration day এর ধাপের পেমেন্ট দেয়া লাগে না, when you have paid admission related payments for confirmation ( অবশ্যই next সেমিস্টারের জন্য এডভাইজিং করে, FYAT Mentor, advisor দের সাথে কথা বলে কোর্স বুকিং ঠিকঠাক করে, তারপর পরের ধাপের পেমেন্ট ক্লিয়ার করবা)।

যারা পাবলিক ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নিচ্ছো, আবার সেমিস্টার একত্রে চালাবা-----, এটা প্রায় অসম্ভব কারণ সেমিস্টারের প্রেশার থাকবে। এতে ক্রেডিট কোর্সের চাপ আর এডমিশনের পড়ার চাপের জন্য দেখা যাবে যে একুল ওকুল সব হারাবা। একদিকে পাবলিকে চান্স না পেলে আরেকদিকে সেমিস্টারের সিজিপিএ খারাপ আসলে খুব হতাশায় নিমজ্জিত হবা। এজন্য দুই নৌকায় পা না দেয়ায় বুদ্ধিমানের কাজ । তবে ডাবল নন ক্রেডিট স্টুডেন্ট হলে তাও প্রেশার নেয়া সম্ভব, কিন্ত বাকিক্ষেত্রে হয় না।

এজন্য সেমিস্টার ড্রপ সেইফ অপশন।




*স্টুডেন্ট আইডি card সংগ্রহ করতে ডিপার্টমেন্টের DCO office এ যোগাযোগ করো। অবশ্যই পেমেন্ট স্লিপ ও রেজিস্ট্রেশন ডকুমেন্ট সাথে রাখবা।

এইতো গেল গুরুত্বপূর্ণ ধাপ সমূহ। এরপরেওযেখানেই Confusion এ পড়বা Just call your FYAT advisor/mentor ... উনারা 24Hours তোমাকে Help করে যাবে । আর আমরা BRAC University Admission Help family তো আছি সাধ্যমতো সাহায্য করতে।

★স্কলারশিপ এর জন্য ইনফরমেশন ডেস্ক এ যোগাযোগ করো। ইমেইল  ঠিকানা info@bracu.ac.bd । স্কলারশিপ পলিসি এখানে দেয়া রয়েছে, দেখে নিও https://sites.google.com/.../brac.../expense-and-scholarship

for financial aid, email to finaid@bracu.ac.bd

এছাড়া ওয়েবসাইট থেকে বিভিন্ন বিভাগ, ডেস্কের ফোন নম্বর সার্চ করলে পাবা। যেমন রেজিস্টার অফিসে যোগাযোগ এর নম্বর ইমেইল পেতে, বিভিন্ন ফ্যাকাল্টির ইমেইল এড্রেস পাবার জন্য গুগল, ইয়াহু, বিং, আস্ক সহ বিভিন্ন সার্চ ইঞ্জিন ওয়েবসাইট এ নাম/বিভাগের নাম/সেক্টর এর নান দিয়ে শেষে BRAC লিখলে চলে আসে। যেমন রেজিস্টার অফিসের ইমেইল ফোন নম্বর পেতে গুগল সার্চ এ Registrar BRACU লিখলে চলে আসে।

তেমনি কোন ফ্যাকাল্টির ইমেইল পেতে ফ্যাকাল্টির নাম/intital BRACU লিখলে চলে আসে। যেমনঃ ব্র‍্যাক ইউনিভার্সিটির জনপ্রিয় শিক্ষক Mostafa Hossain স্যারের যোগাযোগ করার মেইল খুজতে চাইলে গুগলে MDM BRACU বা Mostafa Hossain sir BRACU লিখলে চলে আসে। তেমনি জনপ্রিয় অপর শিক্ষক খন্দকার শামসুদ্দিন মাহমুদ স্যারের ইমেইল বা রুম নম্বর জানতে KSM Sir BRACU লিখলে শামসুদ্দীন স্যারের প্রোফাইল ওয়েবসাইট এ পাব।



If you face any complexity regarding university matters, click on this link to get important contact numbers and Emails to resolve your issues. Link: https://www.bracu.ac.bd/contact



গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ :

BRACU App দিয়ে তোমার সেমিস্টারের একাডেমিক ফলাফল, upcoming সেমিস্টারের জন্য  course রেজিষ্ট্রেশন ( প্রি এডভাইজিং বলা হয়),  ক্লাস রুটিন, পরিক্ষার রুটিন,  নোটিশ,  Student ID number, payment status ও অন্যান্য তথ্য দিয়ে থাকে। শুধু Android  এর জন্য পাওয়া যাচ্ছে BRACU app,  এই অ্যাপটি ডাউনলোড করে নিও।

পরবর্তী সেমিস্টারের কোর্স বরাদ্দের জন্য সবার USIS (usis. bracu. ac. bd) এর প্রি রেজিষ্ট্রেশন ( Pre Advising) বাধ্যতামূলক যা শিক্ষার্থীর Advising Panel এ গিয়ে করতে হয়। এজন্য নিজের USIS ইমেইল আইডি এবং password কোনভাবেই যেন হারিয়ে না যায় বা অন্য কারো নিকট যেন এসব leaked না হয়ে যায়। এই USIS login ID password ব্যাতিত পেমেন্ট এর কাজ,  কোর্স রেজিষ্ট্রেশন ( Advising) , ক্লাস শিডিউল দেখা, পরীক্ষার রুটিন দেখা সম্ভব হয় না। গুরুত্ব এর সহিত ইহা সংরক্ষণ করে রাখো। যারা এবার ভর্তি হয়েছো, তাদের প্রি এডভাইজিং করা লাগবে না, your courses will be added automatically.

BRACU app এবং USIS এ লগইন করতে admission test এর apply এর সময়ে ব্যবহৃত ইমেইল পাসওয়ার্ড ব্যবহার করো। If you forget your password, go to forget password then give information and then you'll be able to access your BRACU App and USIS.

প্রি এডভাইজিং সহ যাবতীয় কাজে যখন USIS লাগে, তখন এটি বেশ দ্রুত, সকল এক্সেস পুরোপুরি পেতে, ঠিকমতো, সাবলীলভাবে  ব্যবহার করার জন্য কম্পিউটার বা স্মার্টফোনে  Google Chrome/ Microsoft Edge/ Brave  ব্রাউজার must use করতে হবে, try to avoid other browsers such as Opera, Mozilla firefox,UC browser or other unsupported browsers to avoid data missing, data loss or accessing problems। নেট স্লো, ব্রাউজার হ্যাং হলে প্রি এডভাইজিং মিস হবার সম্ভাবনা থাকে বা পছন্দমত সেকশন, টাইমিং হাতছাড়া হয়ে যায় যার জন্য প্রি এডভাইজিং এর সময় ভালমত ইন্টারনেট যেন পাওয়া যায়।

শিক্ষার্থীদের  course feedback, academic communication, academic task, online exam, online class, academic email communication, ব্র‍্যাক ইউনিভার্সিটির নিজেদের তৈরি buX online learning platform  এর জন্য G- Suite এ রেজিষ্ট্রেশন সবার জন্য বাধ্যতামূলক যার জন্য gsuite-help@g.bracu.ac.bd তে ইমেইল করে কিংবা আইটি ডিপার্টমেন্ট এ গিয়ে আবেদন করো। আবেদনের জন্য ইমেইল এ স্টুডেন্ট আইডি card এর ছবি বা current semester  এর admission  পেমেন্ট ক্লিয়ারেন্স স্লিপ পেইড সীল সহ এর attachment সহ formal way  তে ইমেইল এ এপ্লিকেশন করো ( JSC SSC HSC তে যেভাবে fornal application লিখা শিখিয়েছে).  You must give a subject ( Subject can be " Request for G-suite Access ") and write formal application in the body part. ( এসএসসি এইচএসসি তে যেভাবে formal application লেখা শিখিয়েছে সেভাবে দিবা) Do not use the term Hello Sir/ maam, Hi sir/ maam. Use Dear Sir /miss, Assalamualaikum sir/maam,  sir/miss. You must need to give your full name given in BRAC University,  your department name, your semester, student ID / Applicant ID.

G suite এর ইমেইল দিয়ে Coursera, Udemy, EdX, Unacademy তে অবশ্যই রেজিষ্ট্রেশন করে নিও যা দিয়ে একাডেমিক পড়াশোনা তে আরো effective হবে এই মাধ্যমগুলো  ব্যবহার করে। এই তিন অনলাইন লার্নিং সাইট এ course শেষে একটা সার্টিফিকেট দেবে যা পরে প্রফেশনাল ক্যারিয়ারে বেশ কাজে দেবে। ব্র‍্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের এই প্লাটফর্ম তিনটি তে ফ্রিতে এক্সেস দিচ্ছে বেশ কিছু online course এ যা বিভিন্ন বিদেশি ইউনিভার্সিটি, organization রা provide করে।

G suite ID পাবার পরই তোমাদের এন্ড্রয়েড ফোনের সেটিংস এর গুগল অ্যাকাউন্ট অপশন থেকে সাইন ইন করে নাও আর ডিফল্ট একাউন্ট হিসেবে সেট করে নাও, জিমেইল ও গুগল ড্রাইভ এর সাইন ইন অপশন থেকে করতে পারবা। দরকারে আগের জিমেইল রিমুভ দিয়ে নতুন Gsuite এর ইমেইল পাসওয়ার্ড দিয়ে গুগল সেবা তে সাইন ইন করো। এন্ড্রয়েড ফোনে ডিফল্ট একাউন্ট হিসেবে সেট করে রাখলেই ইউনিভার্সিটির notice, announcement,  খুব দ্রুত পাবা। আর সাথে আরেকটা সুবিধা হল মেমোরি কার্ড ব্যবহার দরকার হচ্ছে না কোন এন্ড্রয়েড ফোনে কারণ গুগল ড্রাইভে ১ টেরাবাইট জায়গা দিচ্ছে BRAC University Gsuite service. এর জন্য শুধুই এই ইউনিভার্সিটির student G-suite Google account. অ্যাপল  উইন্ডোজ, ব্যবহারকারীদের গুগল ক্রোম/ Microsoft Edge browser দিয়ে ব্যবহার করতে হচ্ছে এক্ষেত্রে।

✓For any announcements,notice, departmental informations and academic calendar, visit the main website www. bracu. ac. bd

 bux. bracu. ac. bd তে গিয়ে অবশ্যই রেজিষ্ট্রেশন করে নাও আর ব্র‍্যাক ইউনিভার্সিটির learning platform দিয়ে একাডেমিক পড়াশোনা চালাতে হবে। রেজিস্ট্রেশন করতে অবশ্যই Gsuite email ID ব্যবহার করতে হবে এবং ইউজার নেম অংশে student ID.name এই ফরমেটে দিতে হবে। আবার USIS এ দেয়া পুরো নাম ব্যবহার করতে হবে এতে। Remarks এ নিজের পরিচয়,  আইডি নং দিতে হয়। অনলাইন পরীক্ষা, অনলাইন টিউটোরিয়াল এখানেই হবে। আবার লেকচার এর পিডিএফ শীট, Pre Recorded Lectures,  স্লাইড এখানেই দিবে।

If you face any issues regarding Bux or Gsuite or Usis or BRACU app, IT Systems Office এর যোগাযোগ এর ইমেইল ঠিকানা ও ফোন নম্বর এ যোগাযোগ করো


If you face any issues regarding Bux or TSR or LMS or Gsuite or Usis or BRACU app, IT Systems Office এর যোগাযোগ এর ইমেইল ঠিকানা ও ফোন নম্বর এ যোগাযোগ করো

IT Systems Office


Mr. Mowdud Ahmed

Manager Tel: Mobile: 01922655566

Email: mowdud@bracu.ac.bd


Mr. Sahidul Islam

Manager Tel: Mobile: 01675594244

Email: sagor@bracu.ac.bd


Mr. Tanvir Ahmed Chowdhury

Director Email: tanvir.chowdhury@bracu.ac.bd


Mr. Mohammad Aminul Islam

Assistant Director Tel: +880-2-222264051- 4 Ext. 4012; 09617444012; Cell: 01711421501

Email: aminul@bracu.ac.bd

Email: aminul.islam2020@gmail.com


Mr. Mohammad Rezaul Islam

Senior Manager Tel: 09617445111 Ext. 5111

Email: rezaul@bracu.ac.bd


Mr. Md. Sadat Mursalin Chowdhury

Senior Manager Tel: 09617445142 Ext. 5142

Email: mursalin@bracu.ac.bd


Mr. Md. Asaduzzaman All Faruq

Manager Tel: Cell: 01197232788

Email: aftomal@bracu.ac.bd


Mr. Mohammad Moniruzzaman

Deputy Web Manager Tel: 09617445248 Ext. 5248

Email: monir@bracu.ac.bd


Mr. Md. Shariful Alam

Deputy Manager Tel: 09617445105 Ext. 5105

Email: msharifulalam@bracu.ac.bd


Mr. Md. Saddam Hossain

Deputy Manager Tel: 09617445105 Ext. 5105


---শিক্ষার্থীদের ক্লাসনোট লেকচার শীট ইত্যাদি ব্র‍্যাকের নিজস্ব learning management system  (LMS)  দিয়ে করে থাকে।  After admission, collect your LMS username and Password from IT department.

----দ্রুতগতিসম্পন্ন ১০০ এমবিপিএসের ইন্টারনেট ব্যবহার করা যাবে ডিপার্টমেন্টের কম্পিউটার ল্যাব গুলোতে যার জন্য Login ID, password লাগবে (Your student ID number is the login ID)।

For this computer lab facilities, most of the time, we do not need to carry laptop with us. You can do any basic tasks through these devices.

 এছাড়া emergency প্রিন্ট দিতে পারবা ডিপার্টমেন্টের কম্পিউটার ল্যাবে যদি এই login ID, password থাকে। শুধু বাসা থেকে প্রচুর A4 paper আনা লাগবে। ইউনিভার্সিটি জীবনে ব্যাগে সবসময় A4 কাগজ লাগে যার জন্য প্রচুর A4 কাগজ রেখো।   

ল্যাবের কম্পিউটার গুলো একটু Old, slower,  বেশিরভাগই উইন্ডোজ ১০ এ চালিত, বাকিগুলো উবুন্টু, লিনাক্স OS এ চালিত।

Power On এ Things to remember.

A. UPS পায়ের নিচে থাকবে। খুজে বের করে অন কর আগে ।

B. মাঝে মাঝে PC On করলে তুমি Bios screen এ আটকা পড়বে। Simply Esc button এ চাপো। তারপর Discard and continue. It will boot up

Fresher দের কম্পিউটার Login Password দিতে একটু late হয় [1/2 Days]।

এক্ষেত্রে সাময়িকভাবে তোমাদের default Username : তোমাদের ব্যাচের নাম

Password: তোমাদের ব্যাচের নাম, পরে তা আইডি নম্বর অনুযায়ী চেঞ্জ হয়ে যায়।


এরপরেও সমস্যা হলে ডিপার্টমেন্ট আইটি এক্সপার্ট একজন থাকবেনই এসব ব্যাপারে সাহায্য করতে।

WiFi Zone in BRACU(For internet access): 

এখনো অনেকে জানেননা যে ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য পুরো ক্যাম্পাসজুড়ে ফ্রি পাবলিক ওয়াইফাই কিভাবে এক্সেস করতে হবে।

ব্যবহারঃ  যারা পাবজি, ফ্রি ফায়ার ইত্যাদি লাইভ গেম প্লেয়ার, তারা currently ভালো পিং ল্যাটেন্সি পেলেও পরে ইউজার অনেক বাড়লে তা আর থাকবেনা। তবে নেটফ্লিক্স,ইউটিউব, ইন্সটাগ্রাম, ফেবু ওয়াচ, Bux দেখতে সমস্যা হবে না।

ইউনিভার্সিটির ভবনের ভেতর টুজি নেটওয়ার্ক ঠিকমতো পাওয়া যায়না, যার জন্য ব্র‍্যাক ইউনিভার্সিটি স্টুডেন্ট পাবলিক ওয়াইফাই অন্যতম ভরসা। 


ব্যবহারের অভিজ্ঞতাঃ স্পিড প্রায় ৫ এমবিপিএস, যা দিয়ে জুম বা মিট এ অনলাইন ক্লাস, ফেসবুক, ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ১০৮০পি৬০ রেজ্যুলিউশনে ইউটিউব(Including Bux videos), লো রেজ্যুলেশনে লাইভ টিভি চালানো গিয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। 

ওয়াইফাই এর ডুয়েল ব্যান্ড প্রযুক্তি তথা ওয়াইফাই ৫ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা আসলেই ভালো দিক। 

 আমার ডিভাইসে লিংক স্পিড ১৯২ এমবিপিএস পেয়েছি UB2 এর ক্যাফেটেরিয়া, 3rd floor, 5th floor এ। এর রেঞ্জ upto 7th floor পেয়েছি। রেঞ্জ নিয়ে মোটামুটি সন্তুষ্ট হলেও UB3 , UB4, UB6, UB7, UB8 UB5 এ না থাকায় পুরোপুরি সুবিধা মিলছে না, যার জন্য ডিপার্টমেন্ট এর কম্পিউটার ল্যাবে গিয়ে ইন্টারনেট ব্যবহার করা লাগছিল ( সেগুলো তে ১০০ এমবি/সে এর লাইন করা অবশ্য )

কানেক্ট পদ্ধতিঃ BRACU Students ওয়াইফাই তে গিয়ে তারপর চলে আসা লগইন পেজে Get password এ গিয়ে জিস্যূট মেইল দিলে যে পাসওয়ার্ড মেইল এর ইনবক্সে আসবে, তা মনে রেখে পরে জিস্যুট ইমেইল পাসওয়ার্ড দিয়ে লগইন হবে। এরপর প্রতিদিন এসে সেই মনে রাখা প্রাপ্ত পাসওয়ার্ড আর জিস্যুট মেইল সিয়ে লগইন করলেই হবে।


Precaution:

যেহেতু এটি পাবলিক ওয়াইফাই নেটওয়ার্ক, তাতে নিরাপত্তার ইস্যু থাকার সম্ভাবনা প্রবল। যেহেতু প্রায় সবাই কানেক্ট হচ্ছে, তাই ডিভাইস হ্যাকিং করা, ইন্টারনেট ব্রাউজিং লগ অন্যদের দ্ধারা ট্র‍্যাকিং হওয়ার চান্স থাকে। এজন্য কিছু ট্রাস্টেড ভিপিএন সাজেস্ট করেছি, যেকোনো একটা ব্যবহারের পরামর্শ রইল।

বাইরে ফ্রি ওয়াইফাই ব্যবহার করতে গেলে ট্রাস্টেড ভিপিএন ইউজ করো নিরাপত্তার জন্য। No log policy based & ফ্রি তে ট্রাস্টেড ভিপিএন হিসেবে  1.1.1.1 + WARP(best), Atlas VPN, Windscribe, Tunnelbear VPN, Avira VPN, Kaspersky VPN, Proton VPN, Panda VPN ইউজ করতে পার। এদের সব গুলো যদিও পুরো ফ্রি নয়, কিছু লিমিটেশন আছে ( মানে নির্দিষ্ট পরিমাণ ডেটা / সময় যাবত ইউজ করা যাবে) এবং ফ্রি ভিপিএন গুলো স্লো স্পীডে কাজ করে। ) For better premium VPN with better security, better speed, you may use Express VPN,Nord VPN, Cyberghost, Tunnelbear, Windscribe, Private internet access, IP Vanish, Skyshurf VPN or any other trusted VPN.


*** পাবলিক ওয়াইফাই ব্যবহারের বিশেষ সতর্কতাঃ Don't do any banking transactions (such as Bkash, Nagad, Paypal, credit or debit cards) or Facebook Gmail login by using these public WiFi. Try to use mobile data for this task in order to prevent account hacking related issues. 


স্মার্টফোনের জন্য বড় উপকারিতা ঃ ওয়াইফাই দিয়ে নেট ইউজের ফলে মোবাইল ডেটার তুলনায় কম ব্যাটারি খরচ হবে। তাই চার্জ বাঁচানোর জন্য সেটিংস এ নেটওয়ার্ক টুজি অনলি দিয়ে, তারপর ওয়াইফাই ইউজ করলে তাতে স্মার্টফোনের চার্জ অনেক বাঁচবে। 







★★★   অবশ্যই প্রতি সেমিস্টারের পেমেন্ট ডকুমেন্ট, TARC documents,  এবং গ্রেডশীট সংরক্ষণ করে রাখো যেন ভবিষ্যতে গ্রাজুয়েশন শেষে ক্লিয়ারেন্স পাওয়ার সময় যেন ঝামেলা পোহাতে না হয়।

*স্টুডেন্ট আইডি card সংগ্রহ করতে ডিপার্টমেন্টের DCO office এ যোগাযোগ করো। অবশ্যই পেমেন্ট স্লিপ ও রেজিস্ট্রেশন ডকুমেন্ট সাথে রাখবা।

এইতো গেল গুরুত্বপূর্ণ ধাপ সমূহ। এরপরেওযেখানেই Confusion এ পড়বা Just call your FYAT advisor/mentor ... উনারা 24Hours তোমাকে Help করে যাবে । আর আমরা BRAC University Admission Help group তো আছি সাধ্যমতো সাহায্য করতে।

★স্কলারশিপ এর জন্য ইনফরমেশন ডেস্ক এ যোগাযোগ করো। ইমেইল  ঠিকানা info@bracu.ac.bd

for financial aid, email to finaid@bracu.ac.bd

এছাড়া ওয়েবসাইট থেকে বিভিন্ন বিভাগ, ডেস্কের ফোন নম্বর সার্চ করলে পাবা। যেমন রেজিস্টার অফিসে যোগাযোগ এর নম্বর ইমেইল পেতে, বিভিন্ন ফ্যাকাল্টির ইমেইল এড্রেস পাবার জন্য গুগল, ইয়াহু, বিং, আস্ক সহ বিভিন্ন সার্চ ইঞ্জিন ওয়েবসাইট এ নাম/বিভাগের নাম/সেক্টর এর নান দিয়ে শেষে BRAC লিখলে চলে আসে। যেমন রেজিস্টার অফিসের ইমেইল ফোন নম্বর পেতে গুগল সার্চ এ Registrar BRACU লিখলে চলে আসে।

তেমনি কোন ফ্যাকাল্টির ইমেইল পেতে 'ফ্যাকাল্টির নাম/intital BRACU' লিখলে চলে আসে। যেমনঃ সিএসই বিভাগের জনপ্রিয় শিক্ষক মোঃ সাইফুল ইসলাম স্যারের ইমেইল ঠিকানা পেতে সার্চ ইঞ্জিনে গিয়ে Saiful Islsm BRACU কিংবা MSI BRACU লিখে সার্চ করলে পেয়ে যাবা।

----------

Exclusive tips:


ইউনিভার্সিটি লাইফে অনেক অ্যাসাইনমেন্ট,  পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন,  এক্সেল ফাইল বানানো, পিডিএফ বানানো লাগে যার জন্য একটা মোটামুটি ভাল মানের স্মার্টফোন বা কম্পিউটার লাগে যা এখন কমদামের মধ্যে পাওয়া যায় ।

আজকাল মোটামুটি দশ হাজার টাকার আশপাশে স্মার্টফোন পাওয়া যায় যা দিয়ে মাইক্রোসফট Office 365 অ্যাপ দিয়ে সব টাইপিং এর কাজ করা যায়। এছাড়া ক্যামেরা দিয়ে স্ক্যান করে হাতে লিখিত অ্যাসাইনমেন্ট  ডকুমেন্ট ক্লিয়ারভাবে স্ক্যান করার জন্য Cam Scanner/ Microsoft Lens/ Adobe Scanner etc  দিয়ে কাজ করা যায়। 

আবার টাইপ করা ডকুমেন্ট এর বানান, শব্দের নির্বাচন,  বাক্যগত  সমস্যা সমাধানে, লেখার সিকুয়েন্স মানোন্নয়নে  Grammarly app দিয়ে কাজ করা লাগে যা কম্পিউটার বা স্মার্টফোন দিয়ে করা যায়।  Grammerly ছাড়া Chegg, Coursehero, Quilibot, Bartebly, Scribed, Quizzlet এসব বাধ্যতামূলক না হলেও অনেক উপকারী। এগুলোর প্রিমিয়াম এক্সেস এর জন্য লিংকে গিয়ে চেক করো।

(শুধু plagiarism checker Turnitin আর certain research based access like Manupatra(Legal Reports for Law students) এগুলো ব্র‍্যাক ইউনিভার্সিটির লাইব্রেরি সেবায় ফ্রিতে ইউজ করা যায়, try it through BRACU library)

এছাড়া বেশ কিছু ফ্রি পিডিএফ টেক্সটবুক, ফ্রি টুলস যথা Algebra math solver, Algebraic equation solver, graph maker and solver, Paraphrase tools, Citation reference maker, free Plagiarism checker(limited facilities) এসব এই লিংক এ মিলবে। Visit here-=> https://sites.google.com/view/bracuresource/। আমি সমস্ত জিনিস যা পাওয়া অনেক অনেক টাফ, অনেকে দেয়না তাই আমি ফ্রিতে সাজিয়ে দিলাম এই লিংকে।  এরপরেও ফ্রিতে তোমার কোর্স এর রিডিং ম্যাটারিয়ালস লাগলে গুগ্লল, ইয়াহু, বিং, ডাকডাকগো, আস্ক, Brave, ইয়ান্ডেস্ক search এ খুজে পাবা।

ডকুমেন্ট লিখা, এক্সেল এ ম্যাথ, গ্রাফ করা, formal প্রেজেন্টেশন এর জন্য স্লাইড বানাতে Microsoft word,  Microsoft Excel, Microsoft PowerPoint,  Microsoft  One Note,  One drive app লাগে both কম্পিউটার বা স্মার্টফোন এ। তেমনি গুগল এর  গুগল ডক, গুগল slides, গুগল শীটস কিংবা WPS office, office suit, OpenOffice এর যেকোনো একটা নিয়ে কাজ চালাতে পারো যদি মাইক্রোসফট অফিস প্রিমিয়াম না ক্রয় করতে পারো৷ তবে সবার সেরা  সেরা Microsoft Office 365 ( স্মার্টফোন কিংবা কম্পিউটার সবটাতে যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে Microsoft office এর ব্যাপক ব্যবহার এখনো)

বিশেষ কারনে অনলাইন ক্লাসের জন্য Google Meet, Zoom, Discord etc মত অ্যাপে লাইভ ক্লাস করা লাগবে ( In maximum case, we need to use Meet), আবার club মিটিং এর মত কাজেও এসব গ্রুপ কনফারেন্সিং অ্যাপ লাগে। তেমনি কোর্স ভিত্তিক নোটিশ ডেডলাইন এর জন্য গুগল ক্লাসরুম, স্ল্যাক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম অ্যাপ, ফেসবুক গ্রুপ সিস্টেম ফলো করা হয় যা শিক্ষার্থীদের স্মার্টফোন এ থাকা উচিত।

If you are from CSE, EEE or architecture department,you may need to use related software which will be given by your instructor or TA/ Student Tutor,or FYAT mentor.

BracU mobile app থাকা লাগে স্টুডেন্ট ইনফরমেশন এর ডিজিটাল কপি হিসেবে and also to get class schedule, exam schedule, semester grade sheet।



যারা ল্যাপটপ ডেস্কটপ যাই নিবা না কেন, কমদামে পুরাতন কম কনফিগারেশন এর কম্পিউটার নিতে পারো, কিন্ত হ্যাঁ ভুলেও কোন ক্র‍্যাক সফটওয়্যার ইউজ করে যেও না। পারলে টাকা দিয়ে ক্রয় করো তাও না। ক্র‍্যাক সফটওয়্যার এর কারণ এ তুমি খুব খারাপ হ্যাকিং এর শিকার হতে পারো। এজন্য, নিজের সাইবার সিকিউরিটি খুব শক্তিশালী করতে গেলে নিচের সিস্টেম ফলো করবা।

১) তুমি কোন ফ্রিতে চোরাই ক্র‍্যাক করা সফটওয়্যার  ডাউনলোড থেকে বিরত থাকবা। দুনিয়াতে বাইরের কেউই এত সহজে ফ্রিতে দেয় না, কিছু এক্সেপশন বাদে বেশিরভাগই দেয়ার বদলে কিছু চায়। তুমি ফ্রিতে ক্র‍্যাক করা প্রিমিয়াম সফটওয়্যার ইউজ করলে তারাও মূল্য হিসেবে তোমার সিস্টেম হ্যাক করে, র‍্যানসমওয়্যার দিয়ে তোমার থেকে হয় টাকা দাবি করবে, নয়ত তোমার তথ্য অন্যপক্ষের নিকট বিক্রি করবে।

২) Use activated Operating system or, Use Linux based OS ( like Ubuntu, Android etc. ):

 নিজের উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর সিকিউরিটি ও অন্যান্য আপডেট ঠিকমত পেতে অপারেটিং সিস্টেম পে করে একটিভ করে ইউজ করো৷ এতে নরমাল ইউজে এন্টিভাইরাস ছাড়া অনেক ভালো চালানো যাবে। এমনিই খুব আহামরি ইউজার না হলে সাধারণ ইউজে এন্টিভাইরাস লাগে না। আর এন্ড্রয়েড অ্যাপল স্মার্টফোন এ তো এন্টিভাইরাস ডাউলোড বা বাইরে থেকে ক্রয় করা লাগে না নরমাল ইউজারদের, যেহেতু সিস্টেম এ ডিফল্ট হিসেবে সিকিউরিটির টুলস সব দেয়া থাকে। তবে ভুলেও নিজের ব্যাক্তিগত স্মার্টফোন এ রুট বা জেইলব্রেক করতে যেওনা, এতে মারাত্মক ভাবে হ্যাকিং এর শিকার হতে পারো। 

৩) ফ্রি এন্টিভাইরাস, র‍্যাম বুস্টার, স্পিড বুস্টার, ওয়ালপেপার থিম এর অযাচিত অ্যপ্লিকেশন ইত্যাদি ব্যবহার থেকে বিরত থেকো। এগুলো ডেটা চুরি, হ্যাকিং থেকে শুরু করে নানান সমস্যার কারণ। এমনক SHAREit,UC browser,Bigolive, Super VPN, unauthentic VPN, adult 18+ application এর মত অন্যান্য বাজে অ্যাপ্লিকেশন ইউজ থেকে বিরত থাকো। Also, DO NOT USE IMO ( use Telegram, BIP, WhatsApp messenger application for better secured calling with best experience). ইমো ইউজারদের প্রায়ই সাইবার হামলার শিকার হতে হয়।

৪) এন্ড্রয়েড ইউজার হলে প্লেস্টোর এর বাইরে থেকে ডাউনলোড থেকে বিরত থাকো, তেমনি উইন্ডোজ ইউজার হলে আপ্রাণ চেষ্টা করো উইন্ডোজ স্টোর থেকে অ্যাপ্লিকেশন ইন্সটল করার।

৫) টরেন্ট বা অযাচিত সাইট থেকে কোন কন্টেন্ট ডাউনলোড দিওনা, বেশিরভাগ ক্ষেত্রে এতে ভাইরাস, র‍্যানসমওয়্যার ঢুকে পড়ে। অথেনটিক এফটিপি থেকে পারলে স্ট্রিম করে মুভি, সিরিজ দেখো। দরকারে শেয়ার করে প্রিমিয়াম একাউন্ট করতে পারো৷

৬) ওয়েব ব্রাউজার হিসেবে কম্পিউটার এ গুগল ক্রোম, মাইক্রোসফট এজ, Brave Browser খুবই খুবই সিকিউরড (enable Do Not Track request and block 3rd Party Cookies from settings )। অন্যগুলোতে একটু সমস্যা, বিশেষ করে সিকিউরিটি নিয়ে ,যার জন্য ফায়ারফক্স মজিলা, কম্পিউটার এর অপেরা আমি নিজেও ইউজ করা বাদ দিয়েছি। 

তবে এডমুক্ত ইউটিউব উপভোগ করতে কম্পিউটার এর ক্রোম বা এজে advertisement blocker type ভালো একটা এক্সটেনশন ইউজ করো এজ বা ক্রোম এ। আমি Adguard use করি। স্মার্টফোন এর জন্য অপেরা ব্রাউজার বা ব্রেভ ব্রাউজারে ইউটিউব এর advertisement blocker অনেক কাজের, ট্রাই করতে পারো স্মার্টফোন এ। Also, Opera browser and Brave Browser supports background Youtube audio playing feature.

৭) বাইরে ফ্রি ওয়াইফাই ব্যবহার করতে গেলে ট্রাস্টেড ভিপিএন ইউজ করো Cyber নিরাপত্তার জন্য। No log policy based & ফ্রি তে ট্রাস্টেড ভিপিএন হিসেবে  1.1.1.1 + WARP(best), Atlas VPN, Windscribe, Tunnelbear VPN, Avira VPN, Kaspersky VPN, Proton VPN, Panda VPN ইউজ করতে পার। এদের সব গুলো যদিও পুরো ফ্রি নয়, কিছু লিমিটেশন আছে ( মানে নির্দিষ্ট পরিমাণ ডেটা / সময় যাবত ইউজ করা যাবে) এবং ফ্রি ভিপিএন গুলো স্লো স্পীডে কাজ করে। ) For better premium VPN with better security, better speed, you may use Express VPN,Nord VPN, Cyberghost, Tunnelbear, Windscribe, Private internet access, IP Vanish, Skyshurf VPN or any other trusted VPN.




 The question arises about when you will get TARC.

ENG091/101/102 course ( which is given in the initial semester ) পাস করে নূন্যতম সিজিপিএ 2 রাখলে পরের 2nd/3rd সেমিস্টারে TARC এ পাঠাবে ( TARC is a type of hall life,  a residential semester for 90 days where you can get a lot of friends, you will learn manners, you will learn to be self depending, 4 courses will tought there: ENG101/102/103/FRENCH / Chinese  language  + Bangla + Ethics Culture and Philosophy  + Emergence of Bangladesh )। 

To know more about TARC, check this youtube video link and subscribe and check description box https://youtu.be/FwAvHvU931A




Attendance is mandatory in University life. There is 5 marks in attendance. প্রতিটি ক্লাস মিস এর জন্য ০.৫ করে নম্বর কাটা যায়। BIL ব্যাতীত  course এ ৮ টা ক্লাস এ অনুপস্থিতির জন্য ফাইনালে বসতে দেয়া হবে না যার জন্য ফেইল আসবে। এতে রিটেক করতে হয়, যেটা রিটেক করবা, সেটার course ফির টাকা সম্পূর্ণ দিতে হয়।  BIL course যথা ENG091/ENG101/ENG102 তে এ ৩ দিনের বেশি অনুপস্থিতির জন্য ফাইনালে বসতে দেয়া হয় না যার জন্য ফেল চলে আসে। BRAC University  এর attendance policy অনেক বেশি strict যার জন্য কোন ছাড় দিতে চায় না।

আবার ১০ মিনিট এর ১ সেকেন্ড অতিরিক্ত  দেরি করলে attendance দেয় না যার জন্য অনেকেরই রেজাল্ট খারাপ হয়ে যায় এই দেরিতে উপস্থিতির জন্য। দ্রুত ক্লাসে উপস্থিত হতে হবে। এক্ষেত্রে  রাস্তার যানজট সমস্যার কারণ সহ নানান দেখালেও তাতেও রেহাই নেই। অনেকেই  স্কুল কলেজে মাঝে মাঝেই ক্লাস বাংক দিয়ে ঘুরসো,  শেষ দিকে এসে just present টা দিসো এমনটা ইউনিভার্সিটি লাইফে কোনভাবেই করতে পারবা না। You have to be a regular person in University life. নিয়মিত না হতে পারলে ইউনিভার্সিটিতে পড়াশোনার দরকার নেই।

সকাল ৮ টার ক্লাস University life  এ অনেক কাজে দেয় সবদিক বিবেচনায়। তাই সকালে উঠতে না পারলে কোন ইউনিভার্সিটিতে পড়ার দরকার নেই৷  সকাল ৮ টা থেকে ৫ টা একটিভ থাকার অভ্যাস গড়ে ফেলো, নয়তো কখনো রেজাল্ট ভালো করতে পারবা না,  বরং ফেল করে কূল হারাবা।

 Class lectures ঠিকমতো না নিলে, ক্লাসে মনোযোগ না দিলে আর ক্লাসে ঘুমানোর অভ্যাস থাকলে তাতে ফেল করার মত অবস্থা হবে। ইউনিভার্সিটির পড়া পড়ানোর জন্য কোন কোচিং সেন্টার নেই যে ইউনিভার্সিটির specific course এর পড়া গিলিয়ে দেবে, মডেল টেস্ট নিবে এমন কোচিং ব্যাচ নেই।  তাই নিয়মিত ক্লাস অনুসরণ করতেই হবে। পড়া বুঝতে সমস্যা হলে ফ্যাকাল্টি দের consultation hour, tutorial sessions আছেই সারাদিন , BRAC University এর Teaching Assistant,  Student Tutor রা পড়ায় অনেক হেল্প করবেন সবসময় । আবার সিনিয়ররা অনেক হেল্পফুল একাডেমিক ব্যাপারে, অনেক রিসোর্স তোমাকে সিনিয়র রাই খুজে দিবেন৷ আর ক্লাসমেট দের সাথে গ্রুপ স্টাডি করতে পারবা চাইলে, এক্ষেত্রে ভাল study circle বানাও যাতে পড়াশোনা খুব  optimized way  তে হয়। ইউনিভার্সিটিতে অনেক গ্রুপ টাস্ক, অনেক অনেক প্রেজেন্টেশন,  আর এসাইনমেন্ট,  term papers থাকে যার জন্য নিয়মিত ক্লাস করা ছাড়া এসব কাজ সম্পন্ন করা যায় না। সিনিয়ররা, মেন্টর, teaching assistant,  student tutor দের সাহায্য নিবা,  দরকার হয় ফ্যাকাল্টির নিকট গিয়ে পরিস্কার ভাবে বুঝে নিবা।


Exam and others assessment  in University life: 

ইউনিভার্সিটি লাইফে প্রচুর পরীক্ষা,  এসাইনমেন্ট থাকবে। ৩ টি ক্লাস টেস্ট,  একটি মিড একটা ফাইনাল থাকবে, সাথে বেশ কিছু প্রেজেন্টেশন, ল্যাব এবং  term paper, assignment, research paper এর মধ্যে একটা কাজ থাকবে। এগুলো অবশ্যই ফাইনালে যোগ হয় যা ফলাফলের উপর প্রভাব পড়ে। Class শুরু থেকেই পড়াশোনা শুরু করতেই হবে কেননা ক্লাস শুরুর ১০-১৫ দিনের মাথায় তুমি Quiz 1/ ক্লাস টেস্ট ১ এর সাথে পরিচিত হবা। ফাইনাল result য়ের সাথে কুইজের রেজাল্ট count হয়।  তাই quiz, mid খারাপ তোহ final এ রেজাল্ট খারাপ হবে, এমনকি ফেল ও আসতে পারে।

আর মিড term শুরু হয় ক্লাস শুরুর ৪৫ দিন পর। মিডের ১ সপ্তাহ পর  প্রেজেন্টেশন,  এসাইনমেন্ট,  lab report,  term papers,  research paper এর কাজ করতে হয়, অনেক খাটুনি আছে এতে। এরপর ৩ মাসের ক্লাস শেষ হলে ফাইনাল হয়, তাতে ফুল সিলেবাসে পরীক্ষা হয়। শুরুতে ফাকিবাজি করলে এতে গ্রেড খারাপ তো আসেই, অনেকেই ফেলই করে।

ব্র‍্যাক ইউনিভার্সিটিতে গ্রেডিং সিস্টেম এ ৫০ নম্বর এ পাস, ০.৭ গ্রেড দেয়। এভাবে সিজিপিএ ৪ এর স্কেল এ ৬০% এ ২ পয়েন্ট,  ৭০℅-৭৪℅ এ ২.৭ পয়েন্ট,  ৮০%-৮৪% এ ৩.৩ পয়েন্ট, ৮৫%-৮৯% এ ৩.৭ পয়েন্ট  এবং ৯০℅ এ ৪ পয়েন্ট এ গ্রেডিং দিয়ে ফল প্রকাশ করা হয়।


Regarding Retake-

★গ্রেড কাট অফ পলিসিঃ

*২০১৯ সালে সামার সেমিস্টার হতে এই পলিসি চালু হয় তখনকার honorable ভাইস চ্যান্সেলর ভিনসেন্ট চ্যাং Sir এর সময়ে। মূলত অন্যান্য বেসরকারি ইউনিভার্সিটিগুলোর মত Course রিটেক রিপিট এর ট্রেন্ড ঠেকাতে, শিক্ষার্থীদের পড়াশোনায় মনযোগী করতে এই আধুনিক সিদ্ধান্ত নেয়া হয়।

ব্র‍্যাক ইউনিভার্সিটি তে কোন course এ retake/repeat করলে তাতে highest grade ৩.৩ দেয়া হবে যেখানে সিজিপিএ স্কেল ৪, কোন ভাবেই ৩.৭ আর ৪ পাওয়া সম্ভব নয় রিটেক রিপিট করলে(Effective from Summer 2019)। 

*যেভাবে মেডিকেল-dental admission পরীক্ষাতে সেকেন্ড টাইমে যেভাবে ৫ নম্বর কাটে সেভাবেই গ্রেডিং এর সময় রিটেক রিপিট করে ৮৫+ ৯০+ এমনকি ১০০ পেলেও তাতে  highest ৩.৩ গ্রেড পয়েন্ট দিবে । অন্য বেসরকারি ইউনিভার্সিটি গুলো তে এই সিস্টেম না থাকলে একমাত্র ব্র‍্যাক ইউনিভার্সিটিতে রয়েছে রিটেক রিপিট নিয়ে কড়া পলিসি  যার জন্য খুব ভালোমত পড়াশোনা না করলে ভাল রেজাল্ট নিয়ে বের হতে পারবা না, যেখানে খারাপ রেজাল্ট এর জন্য চাকরির apply ইই করতে পারবা  না যেখানে তুমি যত নামি-দামি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট হও না কেন। তাই ৩.৭ আর ৪ পাওয়ার জন্য প্রথমবার চেস্টা করে পড়তে হবে।।

Without any problem, Don't drop/fail any course. এটা করলে তুমি তোমার ব্যাচমেট দের থেকে অনেক পিছিয়ে যাবা


Make-up Exam Policy:

খুব খারাপ সিচুয়েশনের জন্য কোন পরীক্ষা মিস গেলে অবশ্যই তোমার ফ্যাকাল্টিকে জানিয়ে পরে দ্রুত সেই পরীক্ষা ( মেকাপ এক্সাম) নেয়ার আবেদন করো। ফাইনাল মিস গেলে তা মেকআপের জন্য ফ্যাকাল্টি / ডিন/ চেয়ারপার্সন এর নিকট আবেদন করে course fee  এর ১/৩ ভাগ ফি দিয়ে পরের সেমিস্টারে  ফাইনাল দেয়ার সুযোগ পাবা। এতে প্রথমে তোমার course এ 'I' grade আসবে কিন্ত পরে ফাইনাল শেষ হলে 'I' গ্রেড থেকে গ্রেড পরিবর্তন হবে যা রিটেকের মধ্যে পড়বে না, কিন্ত পরের মেকাপ ফাইনাল না দিলে F grade চলে আসবে।


Probation policy : 

সিজিপিএ ২ এর নিচে পেলে তখন সেই student প্রবেশন এর মধ্যে পড়ে। If a student on probation fails to raise CGPA to 2.00 in two consecutive semesters s/he will be dismissed from the University. Students whose grade point average is below 1.7 in their first semester may be asked to withdraw from the university. Students will be allowed to continue with a CGPA of 2.00 up to sixth semester, (in case of Pharmacy students up to fourth semester). However, at the end of the sixth semester/fourth semester for Pharmacy, students must have a CGPA of 2.00 in order to continue his/her studies in the undergraduate program.

প্রথমদিকের সেমিস্টার গুলোতে যারা ফাকিবাজি করে তারাই probation এ পড়ে। প্রবেশনে যারা পড়ে তাদের নতুন কিছু ক্লাসমেটরাও ক্ষেত্রবিশেষ খোঁচাও দেয়, জুনিয়র,  ক্লাসমেট, ব্যাচমেটদের কাছে গুরুত্ব থাকেনা তখন because s/he is a dull student যদিওবা সে যতই  ক্লাব করুক না কেনো আর যতই high status সম্পন্ন ব্যাক্তির সন্তান হোক না কেন।

আর অতীতে প্রথম সেমিস্টারে যারা প্রবেশনে যারা পড়েছিলেন বা ফেল করেছিলেন এনাদের বেশিরভাগই সিজিপিএ ৩.২৫+ তুলতে পারেননি। আর তোমাদের গ্রেডিং কাট অফ পলিসি সচল থাকায় এখন তো প্রবেশনে পড়লে সিজিপিএ ৩.২৫ তোলাটা প্রায় অসম্ভব হয়ে পড়বে।




Course ড্রপ বা অন্যকোন কারণে কোন টাকা রিফান্ড চলে আসলে তা পরের সেমিস্টারে এডজাস্ট করে দেয়ার জন্য ৬ নং ভবনে গিয়ে accounts-finance section এ অনুরোধ করলেই হবে/ send an email to them। এতে করে পরের সেমিস্টারে রিফান্ড এর টাকা দিয়েই পেমেন্ট এর কাজ চালানো যাবে।

If you have any issues regarding payment fees, contact to the accounts-finance office. The email address of the accounts office is queries-accounts@bracu.ac.bd

Or, you may contact with the accounts and finance related officers in the 6th Building of Brac University. 

The contact details of Accounts and Finance are given here, check this link: https://www.bracu.ac.bd/about/leadership-and-management/staff


সেমিস্টারের পেমেন্ট specific time এর পর পেমেন্ট করলে দিন প্রতি দেরির জন্য ১০০ টাকা হারে লেট ফি দিতে হয়। তবে এই ফি মওকুফের জন্য ৬ নং ভবনে রেজিস্টার অফিসে যোগাযোগ করো or Email to registrar office ( Email : registrar@bracu.ac.bd)




Study Materials :

ক্লাস শুরু হবার আগে নয়তো দুদিন পরে হলেও তোমাদের পাঠ্যবই পড়তে হবে, কারণ মূলবই না পড়লে কোনদিনই মোটামুটি স্তরের নম্বর ও পাবা না।

ক্লাস শুরুর পর ইউনিভার্সিটিতে গিয়ে লাইব্রেরির মেম্বারশিপ এর জন্য আবেদন করে মেম্বারশিপ নিশ্চিত করে ফেলো যেন এসাইনমেন্ট, টার্ম পেপার এর রিসার্চ,  তথ্য সংগ্রহে, কিছু course এর টেক্সট বুক ফ্রিতে পেতে কোন ঝামেলা না হয়।  এর জন্য অবশ্যই এক কপি ছবি ও আইডি কার্ডের ফটোকপি নিতে হবে। যেহেতু  প্রতি সেমিস্টারে সবাই লাইব্রেরি ফি দিচ্ছো, এই সুবিধা তোমাদের নিতে হবে। বইয়ের স্টক সীমিত থাকে যার জন্য আগে আসলে আগে পাওয়া যায়।

Course এর বই তোমরা ইউনিভার্সিটির ২নং বিল্ডিং এর পাশে J&J Books থেকে কিনে নিতে পারবা, কিন্ত বাকি সকল course এর বই কিন্তু তোমাদের নীলক্ষেত, নিউমার্কেট কিংবা বাংলাবাজার এ গিয়ে কিনতেই হবে। তবে তোমরা অনলাইনে বই কিনতে পারবা খুব সহজে এবং সুলভ মূল্যে। Online এ বই কিনার ওয়েবসাইট Rokomari. com,  Boibazar. com, bookshopbd. com, daraz etc ।  Cash On Delivery সুবিধা এই ৪ টি ওয়েবসাইট গুলো তে রয়েছে, কিছু বই এর জন্য অনলাইনে অগ্রিম পেমেন্ট করতে হয় যেগুলো বিদেশি লেখকের লেখা। For law books, you can order in Amicus Online book shop where every DLR books and textbooks are available. It is not necessary to buy any bare act for laws since these are freely available in the internet. Also check this site, to get many study related materials and online tools which will make easier.


ভুলেও ইউনিভার্সিটি লাইফে নোট, শীট, স্লাইড এর উপর ডিপেন্ড করবা না, এতে পাস করা নিয়ে টানাটানি লাগবে এবং রেগুলার ফেল করে কুল হারাবা।




If you need to resolve any issues, including department transfer, advising, pre-advising, student ID related, please feel free to contact with the DCO of your department. 

Department Coordination Officer


Mr. Theophil Nokrek

Senior Department Coordination Officer I, Department of School of Law Tel: 09617445071 Ext. 5071

Email: tnokrek@bracu.ac.bd


Ms. Asma Ahmed

Asst. Department Coordination Officer, Pharmacy department, Tel: 09617445052 Ext. 5052

Email: asma_ahmed@bracu.ac.bd


Mr. Saiduzzaman Shikder

Sr. Department Coordination Officer, Architecture Tel: 09617445014 Ext. 5014

Email: saiduzzaman@bracu.ac.bd


Ms. Mosammat Rokeya Begum

Senior Department Coordination Officer I, BIL Tel: +880-2-222264051- 4 Ext. 4105 Rankstel: 09617445016 Ext. 5016

Email: rokeya@bracu.ac.bd


Ms. Rukhsana Hasin Parag

Assistant Department Coordination Officer, Brac Institute of Language(BIL), Tel: +880-2-222264051- 4 Ext. 4104, Rankstel: 09617445016 Ext. 5016

Email: rukhsana.hasin@bracu.ac.bd


Mr. Mostak Ahmed

Sr. Department Coordination Officer, MNS, Tel: +880-2-222264051- 4 Ext. 4079; 09617445021 Ext. 5021

Email: mostak@bracu.ac.bd


Ms. Shamim Akhter Chowdhury

Department Coordination Officer II, MNS Tel: 09617444163 Ext. 4163

Email: sacluna@bracu.ac.bd


Mr. G. M. Zilani

Department Coordination Officer, CSE Tel: 09617445065; Ext.: 5065

Email: gm.zilani@bracu.ac.bd


Mr. Mohammad Anis Sharif

Department Coordination Officer, CSE Tel: 09617445172

Email: anis.sharif@bracu.ac.bd


Md Shahin Shaikh

Sr. Department Coordination Officer, Department of BRAC Business School(BBS) Tel: +880-2-222264051- 4 Ext. 4047; 09617445011 Ext. 5011

Email: shahin@bracu.ac.bd


Mr Satyajit Kumar Modak

Sr. Department Coordination Officer, MBA Tel: +880-2-222264051- 4 Ext. 4040; 09617445012 Ext. 5012

Email: satyajit@bracu.ac.bd


Ms Allfe Shahnoor Chowdhury

Sr. Department Coordination Officer, Department of English and Humanities Tel: +880-2-222264051- 4 Ext. 4074; 09617445018 Ext. 5018

Email: shahnoor@bracu.ac.bd


Ms. Afruza Begum

Sr. Department Coordination Officer, EEE Tel: 09617445024 Ext. 5024

Email: a.froza@bracu.ac.bd


Mohammad Hafizul Hossain

Department Coordination Officer, C3ER Tel: 09617444092 Ext. 4092

Email: hafizul@bracu.ac.bd


Mr. Chandan Roy

Department Coordination Officer II, ESS Tel: 09617445068 Ext. 5068

Email: chroy@bracu.ac.bd





কতগুলো পরামর্শ দিলাম as a senior হিসেবে।

Try to write correct abbreviation of your department in everywhere: ডিপার্টমেন্টের নাম, short-form সঠিক ভাবে ফেসবুক সহ সবখাবে দাও। ফেসবুক প্রোফাইলে ডিপার্টমেন্টের অফিসিয়াল নেম সহ কমা দিয়ে নিজের ইউনিভার্সিটির নাম সঠিকভাবে দাও। যেমন,  তুমি আইন বিভাগের হলে প্রোফাইলে School of Law, BRAC University দিবা।

Be Polite and Respect Seniors :

গত কয়েকটা semester এ সবথেকে বেশী Report আসছে এই জিনিসটা নিয়ে। Respect বলতে বড়সড় করে সালামের কথা বলছি না । ধর, লাইব্রেরি তে ফ্রেন্ড নিয়ে বসছো, Only একটা sit এ senior পড়ছে । তুমি আরামসে ফ্রেন্ড দের সাথে gossip করে যাচ্ছো।

-আগে পরিচিত হওনি, প্রথম দেখাতেই তুমি বলে ফেললে। অথবা সিনিয়রকে Hlw ড্যুড,  কিরে বেডা এরকম কিছু বললা। এরকম আরো অনেক কিছু আছে যা তোমার পারিবারিক শিক্ষা নিয়ে প্রশ্ন তোলে।

ব্র‍্যাক ইউনিভার্সিটি তে Pharmacy department ব্যতীত অন্যসব ডিপার্টমেন্টে ওপেন ক্রেডিট সিস্টেম ফলো করা হয়৷ ওপেন ক্রেডিট সিস্টেমের ফলে সিনিয়র জুনিয়র সবাই একসাথে ক্লাস করার সুযোগ পাই। সিনিয়র রাও অনেক সময় রিটেক, repeat , বা COD ( course outside department) course করার জন্য বেসিক course গুলো তে ক্লাস করেন। কিন্ত অনেক জুনিয়র রা আছেই যে হুটহাট করে না জেনে যাকে তাকে ক্লাসে তুই বলে, একজন সিনিয়রকেও তুই করে বলে বসে। আবার এমন ও বেয়াদব থাকে যে সিনিয়রদের order করে । ইহা তো মারাত্মক বেয়াদবির পর্যায়ে পড়ে। এখানে র‍্যাগিং strictly prohibited ঠিক আছে, তাই বলে সিনিয়রদের সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করা অনুচিত। আর সবার জানার কথা যে বুলিং এর বিরুদ্ধে ব্র‍্যাক ইউনিভার্সিটি খুবই strict। তোমাদের অনেক ইনফরমেশন,  গাইডলাইন,  এডভাইজিং এর সময়কার হেল্প এই সিনিয়ররাই কিন্ত করেন, অনেক সমস্যার সমাধান সিনিয়ররাই দিচ্ছেন। শুধু ক্লাবের  বা ডিপার্টমেন্ট এর সিনিয়ররাই তোমার সিনিয়র নয়, এর বাহিরের সিনিয়ররাও তোমাদের সিনিয়র৷ তাই তাদের সাথে কখনও বেয়াদবি করোনা। মনে রাখবা তোমার বিহেভিয়ার প্রমাণ করবে তোমার ফ্যামিলি Status কতটুকু। বেয়াদব দের ইউনিভার্সিটিতে সবাই avoid  করে চলে, এমনকি ক্লাসমেট,  ফ্রেন্ড রাও। 

Don't show any types of over smartness in everywhere

ইউনিভার্সিটি লাইফ টা কিন্ত নেটওয়ার্কিং এর উপর দিয়ে চলে। প্রচুর ফ্রেন্ড বানাও, ইউনিভার্সিটি লাইফ টা ইজি করতে পারবাঅনেক সিনিয়র দের সাথে যোগাযোগ রাখো, ভালো গাইডলাইন,  অনেক ইনফরমেশন পাবা ইউনিভার্সিটি লাইফে। কতগুলো ব্যাপার যা ব্যাচমেট রা জানাবে না কিংবা জানেও না তোমাকে কিন্ত তোমার সিনিয়ররা ঠিকই জানাবে যেমন: ফ্যাকাল্টির পলিসি, কোর্স এডভাইজিং নিয়ে হেল্প করা যেটা একাডেমিক লাইফে গুরুত্বপূর্ণ, বই পুস্তক,  Previous Semester Questions, Special Notes  এগুলো সিনিয়ররাই দিবেন। আবার জুনিয়ররাও কখনো কখনো তোমার কাজে আসবে, যার জন্য ব্যাচ বন্ডিং এর পাশাপাশি সিনিয়র জুনিয়র বন্ডিংটাও একইসাথে প্রয়োজন

BRACU তে যারা আসে সবাই খুব ভালো ফ্যামিলি থেকেই আসে৷ তাই তোমার বাবা কি করে, তোমার কয়টা গাড়ি আছে এগুলো বলে অন্যদের সাথে ফাপর কিংবা ভাব নিয়ে নিজেকে অন্যদের সামনে ইতর, ছোটলোক প্রমাণ করবা না।

অনেকের মধ্যে বেশ কিছু বাজে অভ্যাস রয়েছে যা ইউনিভার্সিটি লাইফে করা উচিৎ নয়---

যাকে তাকে নিয়ে বদনাম করে নিজের ইম্প্রেশন খারাপ কর না। ইউনিভার্সিটিতে এসব বদনামকারীর নামও দ্রুত ফাস হয়ে যায়। আর গুজব ছড়ায় যে, তাকে একসময় সবাই avoid করে যার জন্য সে অনেকটা একা হয়ে যায়।

যেমন হুট করে ক্লাসে যাকে তাকে তুই তুই বলে সম্মোধন করা যার জন্য University life এ নিজের impression টা নস্ট হয়। তাই তুমি কিংবা সিনিয়র হলে আপনি বলে সম্বোধন করো।

গার্লফ্রেন্ডকে/ বয়ফ্রেন্ডকে নিয়ে যেখানে সেখানে ঘুরো না

পড়ার লেখার চেয়ে বন্ধু বান্দবকে প্রাধান্য দেয়া যাবেনা।

সিট, স্লাইড নয়, নয় বই কিনে পড়ো, নইলে ভাল গ্রেড আসবেনা, সবসময় ফেল করার রিস্ক থাকবে, নলেজ বাড়বেও না।

নিজের যা আছে তার চেয়ে বেশি দেখাতে যাবা না।

নিজেকে সবার সেরা মনে করে অন্যকে ছোট করা যাবে না। এমনটাই করতে গিয়ে উল্টো সবার নিকট অহংকারী,  ইতর ইত্যাদি উপাধি পেতে হবে।

ক্যাম্পাসে শিক্ষকদের সাথে দেখা হলে এড়িয়ে যাবা না, এড়িয়ে যাওয়াটা চরম অভদ্রতার মধ্যে পড়ে।

লাইব্রেরিতে পড়তে গিয়ে পড়ার চেয়ে বেশি আড্ডা দিবা না।

যখন সিনিয়র হবা, জুনিয়রদের কাজের হুকুম না দিয়ে ভালোবাসো, দেখবেন এমনিতেই সে তোমার প্রয়োজনে কাজে আসবে

এক শিক্ষকের বদনাম আরেক শিক্ষকের কাছে বলবা না

দোকানে, টং এ খাওয়া শেষে বিল দিতে না পারলে বলে আসো পরে দিবা কিন্তু না বলে আসবা না। টং এর মামাদের সাথে কোন বাজে ব্যবহার করতে যাবা না।

আবার ইউনিভার্সিটির কোন স্টাফদের সাথে বাজে ব্যবহার কর না, স্টাফরা কোন বাজে ব্যবহার করলে তা কমপ্লেন করবা কিন্ত কোন ঝামেলা তে জড়াতে যেও না।

ধর্ম কর্ম একেবারে ছেড়ে দেয়া উচিত নয়। কারণ, দিন শেষে মনের শান্তির জন্য হলে সৃষ্টিকর্তাকে ডাকা উচিত

পরীক্ষার চিন্তায় পড়াশুনা কমিয়ে দিবা না,  পরীক্ষার আগের রাতের জন্য পড়া জমিয়ে রাখবেন না

একটা কিছু হবেই, এ ভেবে ক্যারিয়ার নিয়ে চিন্তা করা বাদ দিবা না। প্রথম থেকে ক্যারিয়ার ভিত্তিক পড়াশুনা করতে হবে।

Don't be overconfident

শিক্ষকদের তোষামোদি করে ভালোবাসা নয়, মেধা দিয়ে ভালোবাসা অর্জন করতে শিখো। নইলে পরে লাভের চেয়ে লোকসান দেখতে হবে

ক্যাম্পাসে কাউকে দমিয়ে রাখার চেষ্টা করবা না। ডমিনেট করার মানসিকতা পরিহার করো।

অনেকেই আছে যে মেয়েদের কে ইম্প্রেস করার চেস্টা করে, কিন্ত মেয়েরা উল্টো বিরক্ত হয়ে যায়। তারা দয়া করে এসবের দিকে গিয়ে নিজের ইমেজ নস্ট করবা না। আবার রাত বিরাতে ফেসবুকে তার ইউনিভার্সিটির কাউকে ভালো লাগলে ক্রমাগত ভিডিও কল দেয়, আবার সেক্সুয়াল হ্যারাসমেন্ট ও করতে যায়, আবার রিলেশনে না গেলে নানান ভয়ভীতি দেখায়। কমপ্লেন গেলে ইউনিভার্সিটি authority strict policy অনুসরণ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। এক্ষেত্রে কয়েক সেমিস্টার পর্যন্ত বহিস্কার সহ স্থায়ী বহিস্কার করবে।

No bullying,  No Harassment

If s/he says No, Don't force. No means no.

ইউনিভার্সিটির কারো বিপক্ষে কোন অভিযোগ থাকলে তা প্রক্টরদের জানাও, নিজেরা পারতপক্ষে অতিরিক্ত কিছু করতে গিয়ে ঝামেলার জড়ায়ো না।

কথা হজম করতে শিখ। এইটা অনেক বড় গুণ।  জীবনে জিততে সহায়তা করবে।

কখনও তর্কে জিততে যাবা না। এটা সময়ের অপচয়। 

তোমার প্রতিপক্ষকে জিতিয়ে দাও।  প্রতিপক্ষ যদি খুশী হয় সে জিতে গেছে তাতে সমস্যা নেই।

মনে রেখো, কখনও কখনও জিততে হলে হারতে হবে। আর আজকের এই হারই বড় জয় এনে দিবে।

হারতে শিখো। সব জায়গায় জিততে নেই। এটা বোকামি।

কথায় কাজ হবে না। তাই কাজ শুরু কর নিরবে।  কাজই কথা বলবে। 

তোমাকে যারা বিশ্বাস করে না, তাদের চিন্তা বাদ । নিজেকে বিশ্বাস করো। নিজের প্রতি বিশ্বাস তোমাকেই সবার মাঝে বিশ্বাসী করে তুলবে।

তুমি অনেক কিছু পারো, অনেক ক্ষমতাবান, মেধাবী  । কি দরকার বলে বেড়ানোর। কাজ করো। যার প্রয়োজন সে তোমাকে এমনেতেই খুজে বের করবে।

নিজের প্রয়োজনেই তর্ক এড়িয়ে চলো। আর নিরবে কাজ করো। তোমার কাজই কথা বলবে।


Society,  Club, Forum activities  নিয়ে কিছু কথাঃ 

ব্র‍্যাক ইউনিভার্সিটি তে অনেক ধরনের ক্লাব ফোরাম সোসাইটি ই রয়েছে। এর মধ্যে ডিপার্টমেন্ট ভিত্তিক ক্লাব গুলো অনেকের কাছে effective লাগতে পারে যেহেতু তার ডিপার্টমেন্ট এর সাথে  related ।  যেমন সিএসই বিভাগের জন্য BUCC- BRAC University Computer Club,

BBA Department এর জন্য BIZ BEE Club, Marketing Association, Entrepreneurship development forum,International Association of Business Communicators

 মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজিদের ( MNS)  জন্য BUNSC- BRAC University Natural Science club, Earth and Environment Forum

ফার্মাসি বিভাগের জন্য BUPS- BRAC University Pharmacy Society

এছাড়াও রয়েছে BBA ও Economics দের জন্য Business and Economics Forum,  ( অন্য ডিপার্টমেন্ট ও আসতে পারবে),

for English department and others department  BUCLC- BRAC University Communication and Language Club,

for EEE Electrical & Electronic Club, Robotics Club ( for any Engineering students) ,

for economics BRAC University Economics Club etc.

অন্যান্য আরো ইন্টারেস্টিং ক্লাব একটিভিটির মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্র‍্যাক ইউনিভার্সিটি ফিল্ম ক্লাব ( BUFC) যে ক্লাব সবারই পছন্দের তালিকায় থাকে, এরপর রয়েছে মনন ক্লাব। অনেকেরই  এছাড়া রয়েছে interested based clubs like Art- Photography society, BRAC University Chess Club, Cultural Club,  Heritage forum,  cycling club, indoor games club, , Drama and Theater Forum- BUDTF,  BRAC University Cricket Club, Football club, BUAC- Adventure Club ( tour adventure), ডিবেট ক্লাব, BULDF- BRAC University Leadership and Development Forum.

ক্লাবিং করতে গিয়ে নিজেদের অনেক উন্নতি করতে পারবা, স্কিলে উন্নয়নের সুযোগ পাবা। তবে ক্লাব নিয়ে সারাক্ষণ পড়ে থাকতে গিয়ে নিজের ব্যক্তিগত পড়াশোনা,  ব্যক্তিগত জীবন etc নিয়ে যেন কোন সমস্যা না হয় সেই দিকটা নিজেরাই খেয়াল করো। সবার আগে নিজের জীবন,  পড়াশোনার দিক প্রাধান্য দিও তারপর ক্লাবে কিছুটা সাধ্যমতো effort দিলেই হয়। সবকিছুরই ভালমন্দ আছে। ক্লাব ভালো না লাগলে ছেড়েও দিতে পারবা,  তাতে অসুবিধা নেই।


TARC: 

I have given about TARC in this site ( access link--> https://sites.google.com/view/bracuresource/tarc-life)


For Scholarship and Expense related details:



যাদের এবার চান্স হয়নি, তারা খুবই ভালো করে পড়াশোনা কর, খুবই ভাল preparation  নাও যাতে next session এ চান্স পাও। আর হ্যাঁ বেশি Facebook,  Day দেয়া, Instagram,  Youtubing , Gaming সব বাদ দাও , এসব ২ মাসের জন্য ছেড়ে  পড়তে বসো। সরাসরি ENG101/ENG102 পেয়ে চান্স পাওয়ার লক্ষ্য নিয়ে অনেক পরিশ্রমী হয়ে পড়াশোনা শুরু করো। ভাল করে প্রস্তুতি আর চান্স নিশ্চিত এর জন্য দরকারে specialized প্রাইভেট / কোচিং  ধরতে পারো যাতে পরের বার চান্স হয়। 


শুভকামনা রইল


Posted by-

Ahsanul Kabir

Department of Law,

BRAC University

66, Mohakhali, Dhaka