ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ওয়েভার/ স্কলারশিপ এবং কোন সাবজেক্ট এ পড়তে কেমন খরচ হয়, academic and grading policies--  তার বিস্তারিত নিম্নে ডিটেইলস এ দেয়া হলো।  ( #NO_HIDDEN_COST)

Calculated by Ahsanul Kabir



Undergraduate and Post-graduate program total expense (total expense in 4 year Honours ):

Click here to get details expenses:  https://drive.google.com/file/d/1phu-govl1hrE3rJTDfbj7xVUwCRomsCt/view?usp=share_link

উক্ত লিংকে সকল ডিপার্টমেন্ট এর খরচ দেয়া রয়েছে ( একেবারে ননক্রেডিট কোর্স এর ফি সহ হিসেব করা হল and no hidden cost)। যারা এডমিশন টেস্ট এ প্রতিযোগিতায় অন্যদের চেয়েও তুলনামূলক ভালো নম্বর পেয়ে যাবে, তারা ননক্রেডিট কোর্সমুক্ত থাকবে, আর তাতে ৩৯,২০০ টাকা সাশ্রয় করা সম্ভব। রিটেক রিপিট না করলে খরচ যা আছে তাই দিয়ে গ্রাজুয়েশন শেষ হবে। উল্লেখ্য, কোর্স রিটেক বা রিপিট ফি হবে ওই কোর্স এর সম্পূর্ণ ফি।


Undergraduate program খরচ সম্পর্কে সারসংক্ষেপঃ (# AHSANUL KABIR, Department of Law, BRAC University)

Economics, English, Anthropology ( related to social science) department এর খরচ কম রয়েছে। ১২০ ক্রেডিট এর প্রোগ্রাম এ খরচ 11 লক্ষ 50 হাজার টাকা

CSE, EEE, ECE, Microbiology, Biotechnology, and LLB তে সব মিলিয়ে almost 13 লক্ষ টাকা যায় গ্রাজুয়েশন করতে

এপ্লাইড ফিজিক্স, বিবিএ ১৩০ ক্রেডিট এর প্রোগ্রাম যার জন্য ৪ বছরে মোট খরচ পড়ে 12.5 লক্ষ টাকা।

Pharmacy চারবছর মেয়াদী প্রোগ্রাম, চারবছরে এর খরচ পড়বে 15 লাখ টাকা।

Architecture is so much expensive ,where the cost of architecture is around 20 lac taka


Note: There are limited seats here. Law department can take 50 students in a semester according to the orders from Bangladesh Bar Council. Then pharmacy department can take maximum 80 students in a semester which is ordered by Pharmacy Council of Bangladesh.



For the brochure of the admission, visit this link: https://www.bracu.ac.bd/admissions/brochureflyer


Collected these from information , surveyed and updated by: Ahsanul Kabir, Department of Law, BRAC University


Freshman Course Offerings:

On the basis of the admission test results, a student will have to take one or more of the following courses:

a. ENG 101 (Credit course)

b. ENG 102 (Credit course)

c. ENG 091 (Non credit course)

d. MAT 091 (Non credit course)

e. MAT 092 (Non credit course)

এখানে ননক্রেডিট course পাওয়া মানে তুলনামূলকভাবে অন্যদের চেয়ে পিছিয়ে পড়া আর অতিরিক্ত টাকা খরচ সাথে সময় ব্যয় । এডমিশন টেস্টে রেজাল্ট ভালো করে, ভাল পজিশন এ থাকলে তবেই ননক্রেডিট course avoid করে ৩৯৬০০ টাকা বাচানোর সাথে সময় বাচানো সম্ভব।

The exact number of course(s) a student is required to take will be shown against each name of the student in the test result.

Initial admission fee includes a fee of Tk. 39,600 for two courses. Any additional course up to a maximum of four (4) in total, will incur a fee of Tk. 19,800 for each subsequent course.

A student taking two non-credit courses will not be allowed to take any additional course(s).

*Fees can be changed as per the decision of the university




$$$Calculation Process of Estimated Regular per Semester Tuition fees in Mohakhali Campus:   Surveyed by #Ahsanul_Kabir

Calculation formula: (Number of credit taken in an individual semester X   Per credit fees) + Utility fees + Lab fees for CSE Architecture Pharmacy department

To clarify, it is like (7500 tk credit fee X total credits taken in a semester) + 8500tk as utilities fees + 3000 tk as lab or studio fees for CSE or Architecture 

***Illustration of expense calculation given by Ahsanul Kabir:

(1) If a student of BBA/English/Economics/Anthropology takes 4 courses ( 12 credit), he/she has to pay credit fees 7500 x 12 credit taken in a semester+ utility fees 8500 = TK.98,500 , If from CSE or Architecture department, TK.3000 will be added for LAB Studio fee ( calculated by #AhsanulKabir, Department of Law, BRAC University)

(2) If he/she takes 3 courses ( 9 credit ) , he/she has to pay, credit fees 7500 x 9 credits taken in a semester+ utility fees 8500 = TK.76,100  , If from CSE or Architecture department, TK.3000 will be added for LAB Studio fee



***Total Estimated Cost Calculation Process:

Formula: Admission enrollment fees + Library membership fee + TARC residential semester fees +(Total credits for the program X Per credit tution fees ) + ( Utility+CSE Architecture Pharmacy lab fees X number of semesters )+ non-credit course fees+ Graduation related process fees TK 8000/-

So, your total expense in whole 4 years(12 semesters): 6600tk per credit x Total credits for the program+ admission fees 28,000tk for one time+ Semester utilities fees 7700tk x 12 semester+ lab fees 2750tk x 12 semester ( for CSE Architecture Pharmacy) + library membership fees 2000 one time+ Residential semester in TARC,Savar fees one time only+ 2 non credit course fees 39600 tk+ graduation process fee TK 8000/- = Your whole graduation expenses without any fine or retaking any course.


N.B: BRAC University has NO HIDDEN COST or #No_Extend_Fees

Credit: Ahsanul Kabir





Fees for Foreign Students*

 

Fees for Visiting Student (Undergraduate)*

 

Fees for Visiting Student (Postgraduate)*

*May increase with a notice before a semester


For international students:

Tuition fees for international students will cover:

For detailed information on Fee structure of International students, please visit:

https://www.bracu.ac.bd/admissions/tuition-and-fees

Accommodation, food and transportation Cost

Approximately US$ 400 per month will be charged for accommodation and food.

For more scholarship offers for the international students, please visit this link: https://www.bracu.ac.bd/admissions/international-scholarship-offers

* These fees may change from time to time according to the decision of the BracU authority

For more details about post-graduate waiver, visit here-- https://www.bracu.ac.bd/admissions/tuition-and-other-fees-waiver-postgraduate-programs


Source: BRAC University Tution Fees brochure



৯ ধরনের স্কলারশিপ এর ব্যবস্থা করেছে BRAC University । আজ ২৬শে জানুয়ারি ২০২২ এর আপডেট অনুযায়ী,  আমি আহসানুল কবীর সব অথেনটিক তথ্য সহ রিকোয়ারমেন্ট গুলো নিচে দিলাম। সকল কন্ডিশন পূর্ণ থাকা সাপেক্ষে স্কলারশিপ দেয়া হবে। 

 @ 1. Scholarship Based on Previous Academic Results:

এসএসসি এইচএসসি তে চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ ৫ থাকতে হবে ( সাধারণ এ প্লাস এর জন্য নয়) । ইংরেজি মাধ্যমের জন্য ও লেভেল/ IGCSE তে দুবার সিটিং এ ৬টি A, এ লেভেলে ২টি A, ১টি B থাকতে হবে। তাহলে মিনিমাম সিজিপিএ ৩.৮০ সকল সেমিস্টারে মেইনটেইন করলে দেয়া হবে। 

এতে শুধুমাত্র টিউশন ফি এর উপর ওয়েভার থাকছে, যা ৫০℅

.

  2. Scholarship Based on Brac University Admission Test Result: 

এক্ষেত্রে টিউশন ফি এর উপর শতভাগ স্কলারশিপ দেয়া হয়। ভর্তি পরীক্ষায় এমসিকিউ, লিখিত পরে ইন্টারভিউ পরীক্ষা মিলিয়ে হায়েস্ট নম্বর ক্যারি করলে দিবে। এক্ষেত্রে লিখিত পরীক্ষাতে একাধিক গ্রুপে অংশ নেয়ার পর যেখানে ম্যাক্সিমাম সেকশন তা বিবেচনা হবে। ফোরকাস্ট এর সাথে থেকে যাদের প্রস্তুতি সহ ভালো নম্বর ছিল, এমন অনেকে পেয়েছে। বেশ কঠিন হলেও অসম্ভব নয়, যদি প্রস্তুতি ভালো থাকে। এরপর প্রতি সেমিস্টারে ৩.৮০ মেইনটেইন করলে সেই সেমিস্টার গুলোতে টিউশন ফি এর উপর ওয়েভার মিলবে।

.

  3. Merit Scholarship Based on BracU Academic Results:

৯ টা ক্যাটাগরির মধ্যে এটাই সবচেয়ে বেশি দেয়া হয়। তোমার বোর্ড পরীক্ষাতে জিপিএ ৫ একটাও না থাকলেও, যদি প্রতি সেমিস্টারে এই রেঞ্জ সমূহে সিজিপিএ থাকে, তাহলে সেভাবেই টিউশন ফির উপর ওয়েভার দিবেঃ-----সিজিপিএ ৩.৮০-৩.৮৫৯ হলে ১০%, সিজিপিএ ৩.৮৫-৩.৮৯ হলে ২৫℅, সিজিপিএ ৩.৯০-৩.৯৪ রেঞ্জে ৫০%, সিজিপিএ ৩.৯৫-৩.৯৯ রেঞ্জে ৭৫& এবং সিজিপিএ ৪ হলে টিউশন ফি এর উপর শতভাগ টিউশন ফি দিবে।

.

  4. Sibling Scholarship

টিউশন ফি এর উপর ৩০% ওয়েভার দিচ্ছে আপন ভাইবোন একসাথে ব্র‍্যাক ইউনিভার্সিটিতে স্টুডেন্ট হিসেবে থাকলে। এখানে বলে রাখা ভালো, পরে যে ভাই/বোন এডমিশন নিবে, কেবল তার জন্য প্রযোজ্য। সকল সেমিস্টারে মিনিমাম সিজিপিএ ৩ থাকতে হবে এক্ষেত্রে। 

আরেকটা কন্ডিশন হল, অন্য ভাই/বোন যদি আন্ডারগ্ৰাজুয়েট এর শিক্ষার্থী হয় তবে:

**প্রথম সেমিস্টারে কমপক্ষে ৬ ক্রেডিট ঘন্টা এবং ৩ নন ক্রেডিট ঘন্টা অথবা ৯ ক্রেডিট ঘন্টা কোর্সলোড নিতে হবে (ফার্মাসি ডিপার্টমেন্ট ব্যতিত)। ফার্মাসি ডিপার্টমেন্টের স্টুডেন্টদের কমপক্ষে ১৫ ক্রেডিট ঘন্টা লোড এবং ৩ নন-ক্রেডিট ঘন্টা কোর্সলোড নিতে হবে। **অন্য সব সেমিস্টারে কমপক্ষে ১২ ক্রেডিট ঘন্টা লোড নিতে হবে (ফার্মাসি ডিপার্টমেন্ট ব্যতিত)।( ফার্মাসি ডিপার্টমেন্টের স্টুডেন্টদের কমপক্ষে ১৮ ক্রেডিট লোড নিতে হবে।)  অথবা, বিকল্প কন্ডিশন হল, অন্য ভাই কিংবা বোন যদি পোস্টগ্ৰ্যাজুয়েট এর স্টুডেন্ট হন, তাকে সকল সেমিস্টারে কমপক্ষে ৬ ক্রেডিট ঘন্টা কোর্সলোড নিতে হবে। ক্রেডিট লিমিট এর কন্ডিশন গুলো ওয়েবসাইট এ দেয়া যার লিংক এখানে ঃ https://youtu.be/kJz9j6c2gFk

পোস্টগ্রাজুয়েট লেভেলে Spouse scholarship চালু আছে, এবং প্রায় সেইম কন্ডিশন এ স্কলারশিপ দেয়া হয়। 

হঠাৎ কোন কারণ এ সিজিপিএ ড্রপ করে কমলে, তাতে শুধু মাত্র এক সেমিস্টারের জন্য স্কলারশিপ সচল থাকছে।

.

  5. BRAC Scholarship

আর্থিকভাবে সমস্যা এমন শিক্ষার্থীদের জন্য এটি। শতভাগ ওয়েভার মিলবে কেবলমাত্র টিউশন ফি এর উপর। পিতামাতার আয় ২০০০০ এর কম, এসএসসি এইচএসসি তে চতুর্থ বিষয় ব্যতীত  জিপিএ ৪.৫ ( indigenous student এর জিপিএ ৪) থাকা লাগবে। সেই পরিবারের সদস্যদের মধ্যে কেবল একজন স্টুডেন্ট এই স্কলারশিপ পায়। অনেক ডকুমেন্ট সাবমিট করতে হয় এক্ষেত্রে, আর ডকুমেন্ট এর যাচাই বাছাইয়ের মত একটু জটিল প্রসেস থাকে। 

মিনিমাম সিজিপিএ ৩ থাকতে হবে প্রতি সেমিস্টারে। । হঠাৎ কোন কারণ এ সিজিপিএ ড্রপ করে কমলে, তাতে শুধু মাত্র দুই সেমিস্টারের জন্য স্কলারশিপ সচল থাকছে।

.

  6. Physically Challenged Students

স্কলারশিপ কমিটি এক্ষত্রে, অবস্থার উপর বিবেচনা করে টিউশন ফি এর উপর শতভাগ বিশেষ ওয়েভার দেয় টিউশন ফি এর উপর। দৃষ্টিশক্তিহীনতা, শ্রবণের ব্যাধিতে আক্রান্ত , চলাচলে সমস্যা যেমন হাত পায়ের স্হায়ী ক্ষতি, learning disabilities, পঙ্গুত্ব। মিনিমাম সিজিপিএ ২.৫ মেইনটেইন করতে হবে এই ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য ব্র‍্যাক ইউনিভার্সিটি একটা সুবিধা দিচ্ছে, যার জন্য ব্র‍্যাক ইউনিভার্সিটি অনন্য। হঠাৎ সিজিপিএ ২.৫ এর নিচে ড্রপ করে গেলে শুধুমাত্র পরের এক সেমিস্টার এই স্কলারশিপ সচল থাকবে।

.

  7. Children of Freedom Fighter

শতভাগ টিউশন ফি ওয়েভার রয়েছে। মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্র এটি প্রযোজ্য, যেখানে মিনিমাম সিজিপিএ ৩ থাকতে হবে। । হঠাৎ কোন কারণ এ সিজিপিএ ড্রপ করে কমলে, তাতে শুধু মাত্র এক সেমিস্টারের জন্য স্কলারশিপ সচল থাকছে।

 প্রতি সেমিস্টারে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ৩% পরিমাণ শিক্ষার্থী এই ক্যাটাগরিতে বিবেচ্য হবেন। যদি এই ক্যাটাগরিতে আবেদনকারি শিক্ষার্থীর সংখ্যা মোট শিক্ষার্থীর ৩% পরিমাণ অতিক্রম করে তাহলে তখন তাদের ভর্তি পরীক্ষার ফলাফল বিবেচনায় স্কলারশিপ প্রদান করা হবে। শিক্ষার্থীকে তার পিতার জাতীয় পরিচয়পত্রের কপিসহ নিম্নোক্ত কাগজপত্র/সার্টিফিকেট সমূহ জমা দিতে হবে: গেজেট এর কপি, লাল মুক্তিবার্তা, সাময়িক সনদ, বামুস সনদ এবং অন্যান্য (যদি লাগে) । 

.

  8. Debater’s Blue Scholarship

শুধুমাত্র এক সেমিস্টারের জন্য ৫০% টিউশন ফি ওয়েভার দিবে, তাতে কন্ডিশন হিসেবে সিজিপিএ মিনিমাম ৩.২৫ হতে হবে। ডিবেটারস ব্লু এডভাইজারি কমিটি প্রতি সেমিস্টারে একজনকে বাছাই করে এই ক্যাটাগরির আওতায়।

.

  9. Children of BracU Regular Confirmed Employee

যাদের পিতামাতার ব্র‍্যাক ইউনিভার্সিটিতে রেগুলার কনফার্মড জব বেসিসে একবছর চাকুরী করে গেছেন, তাদের সন্তানদের মধ্যে সর্বোচ্চ দুজনকে টিউশন ফির উপর ৫০% স্কলারশিপ ওয়েভার দেয়া হবে। মিনিমাম সিজিপিএ ৩.২৫ বজায় রাখতে হবে। হঠাৎ কোন কারণ এ সিজিপিএ ড্রপ করে কমলে, তাতে শুধু মাত্র এক সেমিস্টারের জন্য স্কলারশিপ সচল থাকছে।

.

 বি: দ্র: পোস্টগ্ৰাজুয়েশন এর ক্ষেত্রে উপরিউল্লিখিত ২-৩ টি ক্যাটাগরি তথা ব্র‍্যাক স্কলারশিপ,  ডিবেটারস ব্লু স্কলারশিপ, পূর্বের একাডেমিক রেজাল্ট এর জন্য প্রযোজ্য নয়।


More conditions regarding scholarship:

 ১> >প্রথম সেমিস্টারে কমপক্ষে ৬ ক্রেডিট ঘন্টা এবং ৩ নন ক্রেডিট ঘন্টা কোর্সলোড অথবা ৯ ক্রেডিট ঘন্টা কোর্সলোড নিতে হবে (ফার্মাসি ডিপার্টমেন্ট ব্যতিত)। ফার্মাসি ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের কমপক্ষে ১৫ ক্রেডিট ঘন্টা লোড এবং ৩ নন ক্রেডিট ঘন্টা লোড নিতে হবে।

 ২>>অন্য সব সেমিস্টারে কমপক্ষে ১২ ক্রেডিট ঘন্টা লোড নিতে হবে (ফার্মাসি ডিপার্টমেন্ট ব্যতিত)।( ফার্মাসি ডিপার্টমেন্টের স্টুডেন্টদের কমপক্ষে ১৮ ক্রেডিট ঘন্টা লোড নিতে হবে।

 ৩> >টিউশন ফি ওয়েভার রিটেক/রিপিট কোর্সের উপর দেওয়া হয় না। শিক্ষার্থীদের এসব কোর্সের ফি প্রদান করতে হবে।

 ৪) কোন শিক্ষার্থী কোন সেমিস্টারে যে কোনো বিষয়ে 'F' গ্ৰেড পেলে তার স্কলারশিপ পরবর্তি ২ সেমিস্টার বন্ধ থাকবে। তৃতীয় সেমিস্টারে প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে পুনরায় আবেদন করতে পারবেন।  * Ahsanul Kabir, Department of Law, BRAC University

 ৫) কোন শিক্ষার্থীর কোন সেমিস্টারে “I” গ্ৰেড থাকলে সেই সেমিস্টারে স্কলারশিপের জন্য বিবেচনা করা হবে কিন্তু তাকে সব কোর্সের টাকা পরিশোধ করতে হবে। যদি সে “make-up” এক্সাম দিয়ে কাঙ্খিত ফলাফল অর্জন করতে পারে তবে পরবর্তী সেমিস্টারে তার টাকা রিফান্ড করা হবে।

 ৬) কোন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে যে কোন আইন/বিধি ভঙ্গের কারনে অভিযুক্ত হলে, তার স্কলারশিপ স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হবে।

 ৭) যদি কোন শিক্ষার্থী একাধিক ক্যাটাগরিতে যোগ্য হয় তখন তাকে সর্বোচ্চ পরিমাণ যে ক্যাটাগরিতে দেওয়া হয় সেই ক্যাটাগরিতে বিবেচনা করা হবে। উল্লেখ্য, একজন শিক্ষার্থী শুধুমাত্র একটি ক্যাটাগরিতে বিবেচ্য হবেন।

 ৮)যেসব ক্ষেত্রে ওয়েভার দেওয়া হয় না: Admission Fee, IT Facility Uses Fee, PHR Lab Fee, Studio Lab Fee, CSE Lab Fee, Residential Fee, Library Fee, Library Membership Fee এবং Student Activity Fee.

 ৯)নন-ক্রেডিট কোর্সের জন্য ওয়েভার প্রযোজ্য না।

 ১০) বিষয় ভেদে বিভিন্ন প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় ক্রেডিট ঘন্টার বেশি ক্রেডিট ঘন্টা গ্ৰহন করলে অতিরিক্ত ক্রেডিট ঘন্টার জন্য ওয়েভার প্রযোজ্য নয়।

 ১১) ফান্ডের উপর স্কলারশিপের পরিমাণ নির্ভরশীল।

 ১২) স্কলারশিপ কমিটি যে কোন সময় যে কোন নিয়ম পরিবর্তন, পরিবর্ধন বা বাতিল করার ক্ষমতা রাখেন।





 Source Link: https://www.bracu.ac.bd/international-applicants/scholarship-financial-aid

Eligibility Criteria 

The process is designed to attract a high quality student body, add diversity to the student population, remove financial barriers for qualified but financially disadvantaged students and assist in meeting institutional and regulatory compliance requirements. For any queries or for sending Scholarship application please email to: scholarship@bracu.ac.bd 


For more details regarding scholarship, please visit this link: https://www.bracu.ac.bd/admissions/scholarships-financial-aid



Other Scholarships:

Students having tuition fee waiver may also apply for other scholarships, if eligible.

For further query please contact: info@bracu.ac.bd, admissions@bracu.ac.bd

( For more informations, please visit to this reference link: https://www.bracu.ac.bd/.../tuition-and-other-fees-waiver... )


Data source: Policy procedure of BRAC University



Visit here for more resources about BRAC University-- https://sites.google.com/view/bracuresource/home



If you want to know more about TARC, Click here to know about TARC


Grading system:

ব্র‍্যাক ইউনিভার্সিটিতে গ্রেডিং সিস্টেম এ ৫০ নম্বর এ পাস, ০.৭ গ্রেড দেয়। এভাবে সিজিপিএ ৪ এর স্কেল এ ৬০% এ ২ পয়েন্ট,  ৭০℅-৭৪℅ এ ২.৭ পয়েন্ট,  ৮০%-৮৪% এ ৩.৩ পয়েন্ট, ৮৫%-৮৯% এ ৩.৭ পয়েন্ট  এবং ৯০℅ এ ৪ পয়েন্ট এ গ্রেডিং দিয়ে ফল প্রকাশ করা হয়। So, the grading system is so much tough which increase study pressure.

★গ্রেড কাট অফ পলিসিঃ

২০১৯ সালে সামার সেমিস্টার হতে এই পলিসি চালু হয় তখনকার honorable ভাইস চ্যান্সেলর ভিনসেন্ট চ্যাং Sir এর সময়ে। মূলত অন্যান্য বেসরকারি ইউনিভার্সিটিগুলোর মত রিটেক রিপিট এর ট্রেন্ড ঠেকাতে, শিক্ষার্থীদের পড়াশোনায় মনযোগী করতে এই আধুনিক সিদ্ধান্ত নেয়া হয়।

ব্র‍্যাক ইউনিভার্সিটি তে কোন course এ retake/repeat করলে তাতে highest grade ৩.৩ দেয়া হবে যেখানে সিজিপিএ স্কেল ৪, কোন ভাবেই ৩.৭ আর ৪ পাওয়া সম্ভব নয় রিটেক রিপিট করলে। যেভাবে মেডিকেল-dental admission পরীক্ষাতে সেকেন্ড টাইমে যেভাবে ৫ নম্বর কাটে সেভাবেই গ্রেডিং এর সময় রিটেক রিপিট করে ৮৫+ ৯০+ এমনকি ১০০ পেলেও তাতে  highest ৩.৩ গ্রেড পয়েন্ট দিবে । অন্য বেসরকারি ইউনিভার্সিটি গুলো তে এই সিস্টেম না থাকলে একমাত্র ব্র‍্যাক ইউনিভার্সিটিতে রয়েছে রিটেক রিপিট নিয়ে কড়া পলিসি  যার জন্য খুব ভালোমত পড়াশোনা না করলে ভাল রেজাল্ট নিয়ে বের হতে পারবা না, যেখানে খারাপ রেজাল্ট এর জন্য চাকরির apply ইই করতে পারবা  না, যেখানে তুমি যত নামি-দামি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট হও না কেন। তাই ৩.৭ আর ৪ পাওয়ার জন্য প্রথমবার চেস্টা করে পড়তে হবে।।


Probation policy :

সিজিপিএ ২ এর নিচে পেলে তখন সেই student প্রবেশন এর মধ্যে পড়ে। If a student on probation fails to raise CGPA to 2.00 in two consecutive semesters s/he will be dismissed from the University. Students whose grade point average is below 1.7 in their first semester may be asked to withdraw from the university. Students will be allowed to continue with a CGPA of 2.00 up to sixth semester, (in case of Pharmacy students up to fourth semester). However, at the end of the sixth semester/fourth semester for Pharmacy, students must have a CGPA of 2.00 in order to continue his/her studies in the undergraduate program.

প্রথমদিকের সেমিস্টার গুলোতে যারা ফাকিবাজি করে তারাই probation এ পড়ে। প্রবেশনে যারা পড়ে তাদের নতুন কিছু ক্লাসমেটরাও ক্ষেত্রবিশেষ খোঁচাও দেয়, জুনিয়র,  ক্লাসমেট, ব্যাচমেটদের কাছে গুরুত্ব থাকেনা তখন because s/he is a dull student যদিওবা সে যতই  ক্লাব করুক না কেনো আর যতই high status সম্পন্ন ব্যাক্তির সন্তান হোক না কেন।

আর অতীতে প্রথম সেমিস্টারে যারা প্রবেশনে যারা পড়েছিলেন বা ফেল করেছিলেন এনাদের বেশিরভাগই সিজিপিএ ৩.২৫+ তুলতে পারেননি। আর তোমাদের গ্রেডিং কাট অফ পলিসি সচল থাকায় এখন তো প্রবেশনে পড়লে সিজিপিএ ৩.২৫ তোলাটা প্রায় অসম্ভব হয়ে পড়বে।



Basic disciplines::::


Marks earned by the students in Class Tests, Quizzes, Assignments, Participation, Attendance, Midterm Exam , Final Exam, Projects, Term Papers etc are to be cumulated and the total is to be graded as per the scale given below:


GPA Computation

The Grade Point Average (GPA) is computed in the following manner:

GPA = Sum of (Grade points x Credits)/ Sum of Credits Attempted


Grades Review Procedure:

The Committee on Academic Standard administers the Grading Regulations and reviews course grades submitted by the Departments.


Attendance Marks in university: (  Surveyed by Ahsanul Kabir)

90% and above 5

85% to less than 90% 4

80% to less than 85% 3

75% to less than 80% 2

70% to less than 75% 1

Less than 70% 0


If a student does not attend a minimum of 70% of the total classes including tutorials and labs, s/he will not be allowed to take the final exam.

Attendance is mandatory in University life. There is 5 marks in attendance. প্রতিটি ক্লাস মিস এর জন্য ০.৫ করে নম্বর কাটা যায়। BIL ব্যাতীত  course এ ৮ টা ক্লাস এ অনুপস্থিতির জন্য ফাইনালে বসতে দেয়া হবে না যার জন্য ফেইল আসবে। এতে রিটেক করতে হয়, যেটা রিটেক করবা, সেটার course ফির টাকা সম্পূর্ণ দিতে হয়।  BIL course যথা ENG091/ENG101/ENG102 তে এ ৩ দিনের বেশি অনুপস্থিতির জন্য ফাইনালে বসতে দেয়া হয় না যার জন্য ফেল চলে আসে। BRAC University  এর attendance policy অনেক বেশি strict যার জন্য কোন ছাড় দিতে চায় না।

আবার ১০ মিনিট এর ১ সেকেন্ড অতিরিক্ত  দেরি করলে attendance দেয় না যার জন্য অনেকেরই রেজাল্ট খারাপ হয়ে যায় এই দেরিতে উপস্থিতির জন্য। দ্রুত ক্লাসে উপস্থিত হতে হবে। এক্ষেত্রে  রাস্তার যানজট সমস্যার কারণ সহ নানান দেখালেও তাতেও রেহাই নেই। অনেকেই  স্কুল কলেজে মাঝে মাঝেই ক্লাস বাংক দিয়ে ঘুরসো,  শেষ দিকে এসে just present টা দিসো এমনটা ইউনিভার্সিটি লাইফে কোনভাবেই করতে পারবা না। You have to be a regular person in University life. নিয়মিত না হতে পারলে ইউনিভার্সিটিতে পড়াশোনার দরকার নেই।

সকাল ৮ টার ক্লাস University life  এ অনেক কাজে দেয় সবদিক বিবেচনায়। তাই সকালে উঠতে না পারলে কোন ইউনিভার্সিটিতে পড়ার দরকার নেই৷  সকাল ৮ টা থেকে ৫ টা একটিভ থাকার অভ্যাস গড়ে ফেলো, নয়তো কখনো রেজাল্ট ভালো করতে পারবা না,  বরং ফেল করে কূল হারাবা।

Class lectures ঠিকমতো না নিলে, ক্লাসে মনোযোগ না দিলে আর ক্লাসে ঘুমানোর অভ্যাস থাকলে তাতে ফেল করার মত অবস্থা হবে। ইউনিভার্সিটির পড়া পড়ানোর জন্য কোন কোচিং সেন্টার নেই যে ইউনিভার্সিটির specific course এর পড়া গিলিয়ে দেবে, মডেল টেস্ট নিবে এমন কোচিং ব্যাচ নেই।  তাই নিয়মিত ক্লাস অনুসরণ করতেই হবে। পড়া বুঝতে সমস্যা হলে ফ্যাকাল্টি দের consultation hour, tutorial sessions আছেই সারাদিন , BRAC University এর Teaching Assistant,  Student Tutor রা পড়ায় অনেক হেল্প করবেন সবসময় । আবার সিনিয়ররা অনেক হেল্পফুল একাডেমিক ব্যাপারে, অনেক রিসোর্স তোমাকে সিনিয়র রাই খুজে দিবেন৷ আর ক্লাসমেট দের সাথে গ্রুপ স্টাডি করতে পারবা চাইলে, এক্ষেত্রে ভাল study circle বানাও যাতে পড়াশোনা খুব  optimized way  তে হয়। ইউনিভার্সিটিতে অনেক গ্রুপ টাস্ক, অনেক অনেক প্রেজেন্টেশন,  আর এসাইনমেন্ট,  term papers থাকে যার জন্য নিয়মিত ক্লাস করা ছাড়া এসব কাজ সম্পন্ন করা যায় না। সিনিয়ররা, মেন্টর, teaching assistant,  student tutor দের সাহায্য নিবা,  দরকার হয় ফ্যাকাল্টির নিকট গিয়ে পরিস্কার ভাবে বুঝে নিবা।

Exam and others assessment  in University life:

ইউনিভার্সিটি লাইফে প্রচুর পরীক্ষা,  এসাইনমেন্ট থাকবে। ৩ টি ক্লাস টেস্ট,  একটি মিড একটা ফাইনাল থাকবে, সাথে বেশ কিছু প্রেজেন্টেশন, ল্যাব এবং  term paper, assignment, research paper এর মধ্যে একটা কাজ থাকবে। এগুলো অবশ্যই ফাইনালে যোগ হয় যা ফলাফলের উপর প্রভাব পড়ে। Class শুরু থেকেই পড়াশোনা শুরু করতেই হবে কেননা ক্লাস শুরুর ১০-১৫ দিনের মাথায় তুমি Quiz 1/ ক্লাস টেস্ট ১ এর সাথে পরিচিত হবা। ফাইনাল result য়ের সাথে কুইজের রেজাল্ট count হয়।  তাই quiz,mid খারাপ তোহ final এ রেজাল্ট খারাপ হবে, এমনকি ফেল ও আসতে পারে।

আর মিড term শুরু হয় ক্লাস শুরুর ৪৫ দিন পর। মিডের ১ সপ্তাহ পর  প্রেজেন্টেশন,  এসাইনমেন্ট,  lab report,  term papers,  research paper এর কাজ করতে হয়, অনেক খাটুনি আছে এতে। এরপর ৩ মাসের ক্লাস শেষ হলে ফাইনাল হয়, তাতে ফুল সিলেবাসে পরীক্ষা হয়। শুরুতে ফাকিবাজি করলে এতে গ্রেড খারাপ তো আসেই, অনেকেই ফেলই করে।







Pre university / PRE- UNI ( very risky ):

অনেক কস্টকর,অতিমাত্রার খাটুনির একটা course বলা যায় একে but may be helpful and it is too much expensive ।

ভাইভা এবং লিখিত পরীক্ষার উপর ভিত্তি করে যদি দেখা যায় যারা ইংরেজি অংশের Written এ ভাল দিলেও Interview তে ভালো করতে পারনি  বা ইংরেজির লিখিত অংশে অন্যদের চেয়েও  কম নম্বর পেয়েও কোনমতে ইন্টারভিউ এর জন্য কল পেয়েছো কিন্তু  ইন্টারভিউ পরে ভাল করেছ, যাদের Englishয়ের Skills দূর্বল, যাদের Englishয়ের দক্ষতা Medium Level থেকেও কম, English বলতে গিয়ে আটকায় কিছুটা ,  তবে তাদেরকে PRE-UNIVERSITY নামক ১৩ সপ্তাহের Duration, English Language (Writing, Speaking, Listening, Reading, Critical Thinking & Enhancement) কোর্সটি দেয়া হতে পারে,  যার ফল হয় পরের সেমিস্টার থেকে ক্লাস করা এবং + ৫৭৫০০ টাকা extra expense ।

প্রথমত, প্রি ইউনিতে অনেক কে বাদ করে দেয় যদি তার performance  ভালো না হয়,  dull student হয়, ৩ টা ক্লাসে অনুপস্থিত থাকে, ৬ টা ক্লাসে late করে attend  করে। আবার home task,  Assignment,  Presentation,  listening speaking  practice না করলেই বাদ। Very Poor Speaking & Writing Skills, কুইজ মিডে ৭০% এর নিচে নম্বর পাওয়া, ক্লাসে মনোযোগ না দিলে, সকালের ক্লাসে ঘুমিয়ে পড়ার মত মারাত্মক বদঅভ্যাস, mannerless problem, অসদুপায় অবলম্বনের চেস্টা বা তা করার জন্যো প্রি ইউনি থেকে বাদ দেবে। এতে  ওই ৫৭,৫০০ টাকা ফেরত ও দেবেনা, আবার এই একবার বাদ পড়লে প্রি ইউনি আর কোন সুযোগই দেবেনা।

Secondly,  প্রি ইউনির কোন রেজাল্ট  মার্কশিটে যোগ হবেনা কিন্ত অনেক অনেক খাটাবে, সারাদিন কস্ট করতে হবে, কোনপ্রকার ফাঁকিবাজি করলে barred  করে বের করে দেবে। খুবই Strict  পলিসিতে চলে এই বিভাগ।

তৃতীয়ত, প্রি ইউনিতে পড়ার সময় তোমার কোন ডিপার্টমেন্টে রেজিস্টার  থাকবেনা, আবার তুমি University র 1st সেমিস্টার এর student  ও নও যার জন্য তোমাকে ক্লাব, ফোরাম এর membership  দেয়না। So, তখন প্রি ইউনির সময় এই university  তে তোমার পরিচয় একটাই, তুমি BRAC Institute of Language এর অধীনে প্রি ইউনির student।

প্রি-ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে নিজের প্রোফাইল বা টাইমলাইনে Studies at Department of CSE/EEE/BBA/Law/English  etc at BRAC University দেয়া থেকে বিরত থাকো! কারণ, You are not a student of BRACU yet. You are just a student of BIL.  কারণ , Pre-University থেকে অনেকেই বাদ পড়ে যায়। একবার ভাবো, তুমি PRE-UNI তে ভর্তি হয়ে BRACU তে পড়ো Status দিলা এবং পরবর্তী তে প্রি-ইউনি থেকে বাদ পরে গেলা। বাদ পরার পর তখন তো কাছের মানুষের কাছে তোমরাই  লজ্জা পাবা অনেক, অন্যরাও পারলে খোচা দিতে আসবে।

What can you do now? বড়জোর তোমাদের টাইমলাইনে দিতে পারো, "Student at BRAC Institute of Language."

প্রি ইউনির পর ফাইনাল রেজাল্ট এর পর তুমি যখন BRAC University তে পড়ার জন্য selected,  তখন রেজিস্টেশন এর পর তুমি এই university  র specific department এর 1st semester  এর student, then তুমি ক্লাব, ফোরামের membership  পাবা। তখন নিজের প্রোফাইলে টাইমলাইনে নিজের ডিপার্টমেন্টের নাম সহ ব্র‍্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসেবে পরিচয় দিতে পারবা যা প্রি ইউনি তে পড়ার সময় দিতে পারবা না।

Fourthly, প্রি ইউনিতে Practical English ,  IELTS type অনেক কিছু শিখাবে, অনেক পজিটিভ কিছু শিখবা, জানবা, অনেক friends হবে but তোমার থেকে অনেক বেশি ফি নিবে।

Also, after completing the PRE UNI stage,you must have to do one non credit course which is ENG091 

প্রি ইউনির পেমেন্ট  সম্পর্কে নোটিশ,  রেজাল্ট পিডিএফে বিস্তারিত দেয়া রয়েছে।

তবে পরের স্লটে পরীক্ষা আর ইন্টারভিউ দিয়ে খুব ভালো ফলাফল করলে প্রি ইউনি থেকে বেচে যাবা। 




After reading the whole post, কোন প্রশ্ন থাকলে Youtube/Fb কমেন্ট সেকশনে করতে পারো, উত্তর পেয়ে যাবা।


All the best


Surveyed and Posted by:

Ahsanul Kabir

Department of Law

BRAC University

66, Bir Uttam AK Khandokar Road, Mohakhali, Dhaka