বিশ্বজিৎ পাণ্ডা, জন্ম ১৯৭৪ সালে
পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার গাঙ্গুড়িয়া গ্রামে।
লেখাপড়া : গাঙ্গুড়িয়া প্রাথমিক বিদ্যালয় (দ্বিতীয় শ্রেণি পর্যন্ত), গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয় (চতুর্থ শ্রেণি পর্যন্ত), শশিন্দা সাগরচন্দ্র উচ্চবিদ্যালয় (মাধ্যমিক), বড়মোহন উচ্চতর বিদ্যালয় (উচ্চ মাধ্যমিক), ভট্টর কলেজ (স্নাতক) এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় (এম এ, পিএইচডি)।
পিএইচডির গবেষণার বিষয় : বাংলা লিটল ম্যাগাজিন।
পেশা : শিক্ষকতা
আলোচক ও প্রাবন্ধিক
চর্চার ক্ষেত্র :সমসাময়িক বাংলা সাহিত্য
প্রকাশিত গ্রন্থ :
'যৌনতা ও বাংলা সাহিত্যের পালাবদল'
'বাংলা লিটল ম্যাগাজিন'
'স্বাধীনতা-উত্তর ছোটগল্পে পশ্চিমবঙ্গের মুসলিম মানস'
'সাহিত্য সাধক উৎপল দত্ত'
'পথের পাঁচালির আঁকেবাঁকে'
'আরণ্যকের আলোছায়া'
'কলম রেখে কথা হোক'
সম্পাদিত বইয়ের সংখ্যা দশ
এছাড়া দেড় শতাধিক প্রবন্ধ ও আলোচনা প্রকাশিত হয়েছে।