মৃত্যু
তোমাকে ভাবতে ভাবতে কখন মরে গেছি জানি না।
মৃত্যুর পর কবর দেওয়ায় বুঝলাম মরে গেছি। উফ মৃত্যুর তারিখটা ভুলে গেছি,ভাগ্যিস একজন বলল আজ শনিবার ১৬ তারিখ। তারিখটা নোট করলাম কারণ মৃত্যু দিবস পালন করব বলে। হতে হতে সব্বাই এসে শুভকামনা জানিয়ে চলে গেল। আমি রইলাম একা, এতদিন বুঝিনি মৃত্যুর মর্ম কী? তখন বুঝলাম সামাজিক জীব হয়েও
একা থাকাটা মৃত্যুই!