এমন যদি হতো আমি পাখির মতো,
উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ.....
জলের গানের লিরিক্স এর মতো আমারো পাখির মতো আকাশে উড়া বা ভাসার খুব ইচ্ছে ছিল। একদিন সেই সুযোগ পেলাম এবং চলে গেলাম প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য উপভোগ করতে। সমুদ্রের বুকে পাখির মতো ভাসা আবার তা যদি হয় গোধূলি লগ্নে .....
আমি চোখ বুজেই স্বপ্ন দেখেছি,
সেই স্বপ্নের আলোতে তোমায় খুঁজেছি।
আমি না বুঝেই ভালোবেসেছি।
নেই অঙ্গীকার এর এই লিরিক্সের সাথে না আমার এই পাহাড় ভ্রমণের অনেকটা মিল রয়েছে। এখন মনে প্রশ্ন জাগতেই পারে যে প্রেমের লাইন কেনো? আমার উত্তরটা খুব সোজাশাপটা। পৃথিবীতে দুই দলের মানুষ বাস করে। এক দল পাহাড় প্রেমী, আর অন্য একটি দল সমুদ্র প্রেমী। আমি কিন্তু সমুদ্রপ্রেমী। পাহাড় তেমন একটা পছন্দ করতাম না বললেই চলে। কিন্তু পাহাড় ভ্রমণে যখন সূর্যোদয় দেখলাম। এর সকালের স্নিদ্ধ আলোমাখা রূপ দেখে এর প্রেমে না পরে আর থাকতেই পারলাম না। আর জীবনের প্রথম প্রেমের মতো এই প্রেমটাকে মনে বন্দী করে তো রাখলামই সেই সজ্ঞে মুঠোবন্দী করে রাখতেও ভুলি নি।
শৈশব, কৈশোর ও যৌবনের উদ্দামদা এসে বার্ধক্যে হয় ক্লান্ত ও অবসন্ন। মানবজীবনের সাথে প্রকৃতিও যেন একইরুপে সখ্যতা প্রদর্শন করে। প্রকৃতির বৈরী আচরণে আজ গাছটিও ভীষণ রুক্ষ ও নির্জীব। এ যেন মানবমনের হতাশা ও একাকীত্বের প্রতিচ্ছবী বহন করে। সময়ের এই বহমনতাকে তো আর রুদ্ধ করে রাখা যায় না, তবুও তা মুঠোবন্ধী করা এই প্রচেষ্টায় - এই ছবিটি যেন আমাদের জীবনের বার্ধক্যের প্রতিচ্ছবি।
মনে আছে। সে বৃষ্টি ভেজা দিন গুলো ?
প্রকৃতির কাছ থেকে এই রকম আবেগময়ী ভালোবাসার কথা শুনতে কার না ভালো লাগে। তাইতো বৃষ্টি ভেজা দিনের সাথে অন্যরকম এক সখ্যতা তৈরি হয়েছে আর তাকে মুঠোবন্দী না করে মনটা আর শান্ত রাখতে পারলাম না এবং এরই ক্ষুদ্র প্রয়াস মাএ।
BASHATI SERENADE
70, Swamibag, Wari, Dhaka-1203
+880 1999-309779