Tools

অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের জন্য মূলত লাগবে Java Development Kit (JDK) 7 আর অ্যান্ড্রয়েডের নিজস্ব 'অ্যান্ড্রয়েড স্টুডিও'।

    • JDK7 Download link: (যদি তোমার কম্পিউটারে ইতিমধ্যে থেকে না থাকে) - Download

    • Android Studio Bundle : এটা Download করে নিতে হবে http://developer.android.com/sdk/index.html - এই সাইটের সবচেয়ে নিচের "All Android Studio Packages" - section থেকে (Windows এর জন্য ক্লিক করতে হবে Recommended link টা)

কোন সাহায্যের জন্য এই ভিডিওটা দেখা যেতে পারেঃ

অ্যান্ড্রয়েডে যে আমরা কোড লিখবো, সেটা লিখবো জাভাতে, সেজন্য JDK7 লাগবে। আর অ্যান্ড্রয়েড স্টুডিও হলো কোডব্লকসের মত, এখানে বিভিন্ন ভার্সনের অ্যান্ড্রয়েডের জন্য (জেলি বীন, মার্শমেলো থেকে শুরু করে অ্যান্ড্রয়েড ওয়াচ পর্যন্ত) অ্যাপ বানানো যায়। সেগুলোর প্রয়োজনীয় ফাইল থাকে Android SDK এর মধ্যে। স্টুডিও সহ SDK টা একসাথে পাওয়া যাবে Android Studio Bundle এ।