Resources
বইপত্রঃ
অ্যান্ড্রয়েডের জন্য আমার দেখা সবচেয়ে ভালো বই হলো The Busy Coder's Guide to Android Development (Download). একদম গ্রাউন্ড থেকে শুরু করে খুব হাই লেভেল পর্যন্ত ছোট ছোট অংশে ভাগ করে চ্যাপ্টারগুলি লিখা।
হার্ড কপি পড়তে চাইলে (Recommended) নীলক্ষেত থেকে Beginning Android 4 বইটা কেনা যেতে পারে। বিগিনারদের জন্য বইটা বেশ ভালো, লেখকের নাম Allen Grant.
লিঙ্কঃ
বিপদে আপদে পড়লে যখন গুগল সার্চ করবে, তখন নিচের সাইটের লিঙ্কগুলো বেশি সহযোগিতা করবে।
stackoverflow.com
www.androidhive.info
ইউটিউব টিউটোরিয়ালঃ
তুমি যদি জাভা পারো, তাহলে এই ওয়েবসাইটের টিউটোরিয়ালটা ফলো করতে পারো। আর জাভা না পারলে জুয়েল জুলকারনাইন ভাইয়ার এই টিউটোরিয়ালটা দেখতে পারো, এটায় জাভা শিখিয়ে অ্যান্ড্রয়েড শেখানো হয়েছে।
সরাসরি হার্ডওয়্যার ডিভাইসে অ্যান্ড্রয়েড অ্যাপ রান করার পদ্ধতিঃ
১) এই লিঙ্কে বলা আছে কিভাবে তোমার ডিভাইসকে কনফিগার করলে সরাসরি ডিভাইসে তোমার অ্যাপ রান করে দেখতে পারবেঃ http://developer.android.com/tools/device.html
২) বুঝতে অসুবিধা হলে এই ভিডিওটা দেখতে পারোঃ