Privacy Policy

প্রাইভেসি পলিসি বা গোপনীয়তা নীতি

যেলিক্‌স (Zelics) এর গোপনীয়তার নীতি পেজে আপনাকে স্বাগতম। আমাদের ওয়েবসাইটের সার্ভিস গ্রহণ করা আগে আমাদের সকল গোপনীয়তার নীতি মনোযোগ সহকারে পড়ে নেওয়ার জন্য অনুরোধ রইলো। আমাদের ওয়েবসাইটের গোপনীয়তার নীতি আমাদের ওয়েবসাইটের সকল ভিজিটর দের জন্যই প্রযোজ্য। আমরা আপনাদের সেনসিটিভ কোনো তথ্য কালেক্ট কিংবা শেয়ার করি না!

সম্মতিঃ

আপনি আমাদের ওয়েবসাইটের পরিসেবা গ্রহণ করেছেন মানে এই যে আপনি আমাদের শর্তাবলি মেনে মেনে নিয়েছেন!

আমরা যেসব তথ্য সংগ্রহ করিঃ

আপনি যখন আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন তখন কুকিজ ও লগ ফাইলস ব্যাতীত আপনার কোনো ব্যাক্তিগত তথ্য আমরা গ্রহণ/সংগ্রহ করিনা।

তবে আপনি যখন কোনো লাইসেন্স ক্রয়ের জন্য নির্ধারিত ফর্মে তথ্য প্রদান করবেন, সেক্ষেত্রে আমরা আপনার নাম, কোম্পানির নাম, ইমেইল ঠিকানা, আপনার বর্তমান বিভাগ ও জেলার নাম এবং মোবাইল নম্বরসহ আপনার যোগাযোগের তথ্য চাইতে পারি।

এছাড়া বর্তমানে আমাদের ওয়েবসাইটে গ্রাহক'কে লাইসেন্স ক্রয়ের জন্য কোনো ধরনের একাউন্ট খুলতে হয়না, গ্রাহক সরাসরি প্রাইসিং পেইজ হতে "Buy Now" বাটনে ক্লিক করলে যেই ফর্ম টি ওপেন হয় সেখানে উল্লিখিত তথ্যাদি প্রদানের মাধ্যমে অর্ডার প্লেস করতে পারে।

আমরা আপনার সম্পর্কে তথ্যগুলো যেকারণে সংগ্রহ করে থাকিঃ

আমরা আপনার তথ্যগুলো বিভিন্ন কারণে সংগ্রহ করে থাকি। যেমনঃ

এছাড়া আপনার কাছ হতে সংগ্রহ করা তথ্যগুলি আমরা উপরে বর্ণিত কারণ ব্যাতীতও যে তৃতীয় পক্ষগুলি সংগ্রহ করে থাকেঃ

১। অর্ডার/পেমেন্ট গেটওয়ে (Avangate/2Checkout/PayPro/Softline) - আপনার অর্ডার'টির ডেলিভারি প্রক্রিয়া সম্পাদনের জন্য আন্তর্জাতিক পেমেন্ট প্রসেসর হিসেবে উল্লিখিত মাধ্যমগুলি যেহেতু ব্যাবহার করা হয়, তাই তাদের কাছেও আপনার অর্ডার করার সময়কালীন দেওয়া তথ্যগুলো পেয়ে থাকে, এবং তারা এই তথ্যগুলির সহায়তায় আপনার অর্ডার'টি ডেলিভারি প্রক্রিয়া সম্পন্ন করে থাকে।

২। নির্মাতা প্রতিষ্ঠান (IBIK Ltd.) - উল্লিখিত আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে থেকে প্রাপ্ত আপনার তথ্যগুলির সাহায্যে সফটওয়্যার'টির (ASTER) নির্মাতা প্রতিষ্ঠান তাদের লাইসেন্স সার্ভারে আপনার অর্ডারকৃত লাইসেন্সগুলো রেজিস্টার করে থাকে এবং বিক্রয় পরবর্তী সেবা প্রদানের জন্য উক্ত তথ্যগুলো তাদের সার্ভারে সংরক্ষন করে রাখে।

উপরে বর্নীত তৃতীয় পক্ষ সমূহ ব্যাতীত অন্য আর কোনো তৃতীয় পক্ষের সাথে আমরা আপনার কাছ থেকে সংগ্রহ করা তথ্যগুলি শেয়ার করিনা।

লগ ফাইলসঃ

যেলিক্‌স লগ ফাইল ব্যবহার করার একটি আদর্শ পদ্ধতি অনুসরণ করে। এই লগ তখনই ফাইল করা হয় যখন কোনো ভিজিটর ওয়েবসাইট পরিদর্শন করে। সমস্ত হোস্টিং কোম্পানি এটি করে এবং হোস্টিং পরিষেবার বিশ্লেষণের একটি অন্যতম অংশ। লগ ফাইলের মাধ্যমে সংগৃহীত তথ্যের মধ্যে রয়েছে ইন্টারনেট প্রোটোকল (IP) ঠিকানা, ব্রাউজারের ধরন, ইন্টারনেট পরিষেবা প্রদানকারী (ISP), তারিখ এবং সময় স্ট্যাম্প, ল্যান্ডিং/এক্সিট পেজ এবং ক্লিকের সংখ্যা। এগুলি ব্যক্তিগতভাবে শনাক্তযোগ্য এমন কোনও তথ্যের মধ্যে পড়ে না। এসব তথ্য সংগ্রহ করার উদ্দেশ্য হলো বর্তমান ট্রেন্ডিং বিশ্লেষণ করা, সাইট পরিচালনা করা, ওয়েবসাইটে ব্যবহারকারীদের গতিবিধি ট্র্যাক করা এবং সাইটের মোট ভিজিটর সংক্রান্ত তথ্য সংগ্রহ করা

শিশুদের তথ্যঃ

আমাদের অগ্রাধিকারের আরেকটি অংশ হল ইন্টারনেট ব্যবহার করার সময় শিশুদের জন্য সুরক্ষা যোগ করা। আমরা পিতামাতা এবং অভিভাবকদের তাদের অনলাইন কার্যকলাপ পর্যবেক্ষণ, অংশগ্রহণ, এবং/অথবা নিরীক্ষণ এবং গাইড করার জন্য উৎসাহিত করি।

যেলিক্‌স 13 বছরের কম বয়সী শিশুদের কাছ থেকে জেনেশুনে কোনো ব্যক্তিগত শনাক্তকরণযোগ্য তথ্য সংগ্রহ করে না। আপনি যদি মনে করেন যে আপনার সন্তান আমাদের ওয়েবসাইটে এই ধরনের তথ্য প্রদান করেছে, তাহলে আমরা অবিলম্বে আমাদের সাথে যোগাযোগ করার জন্য দৃঢ়ভাবে উৎসাহিত করি। এবং আমরা আমাদের রেকর্ড থেকে অবিলম্বে এই ধরনের তথ্য মুছে ফেলার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করব৷

প্রাইভেসি পলিসির পরিবর্তনঃ

যেলিক্‌স (Zelics) চাইলেই ইউজারকে জানিয়ে বা না জানিয়ে প্রাইভেসি পলিসিতে পরিবর্তন আনতে পারবে। আপনি আমাদের ওয়েবসাইট'টি ভিজিট করছেন বা আমাদের থেকে বিক্রয় সেবা নিচ্ছেন মানেই হচ্ছে আপনি আমাদের সর্বশেষ আপডেট'কৃত প্রাইভেসি পলিসি'টি পড়েছেন বলে ধরে নেয়া হবে।

তৃতীয়পক্ষের প্রাইভেসি পলিসি লিংকসমূহঃ

PayPro Global Privacy Policy | 2Checkout Privacy Policy | IBIK Ltd. Privacy Policy

সর্বশেষ আপডেটের তারিখঃ ২০শে মার্চ, ২০২৩।