বাংলা আর্টিকেল লিখে আয় করার জন্য আপনার ইন্টারনেট সংযুক্ত আপনার ব্যক্তিগত ডেস্কটপ/ ল্যাপটপ/ স্মার্টফোন থাকতে হবে। স্মার্টফোনে অথবা কম্পিউটারে আপনার বাংলা পোস্ট লিখালিখিতে ধারনা থাকা আবশ্যক। এই ভিডিওটি দেখে সিদ্ধান্ত নিন যে, এ ধরণের কাজে প্রশিক্ষণ নেওয়ার পর আপনি বাংলা পোস্ট রাইটিং-এর কাজ করতে পারবেন কি না। ইংরেজি লেখা বা ভিডিও দেখে তা বোঝার সামর্থ থাকতে হবে আপনার। স্মার্টফোনে এবং পিসিতে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক ব্যবহারকারী হতে হবে আপনাকে। যাদের উক্ত যোগ্যতা গুলো নেই তাদের জন্য 30 দিনের পরিবর্তে ০৩ মাসের কোর্স, যার ফি এককালীন 5০০০ টাকা। ০৭ দিনের কোর্স করে চাকরি করার জন্য এই ফরমটি পূরণ করতে হবে।
প্রশিক্ষণ এবং শুরু করার জন্য, আপনাকে যোগদানের সময় প্রশিক্ষণ ফির ৫০% পরিশোধ করতে হবে এবং বাকি ৫০% আপনার আয় থেকে কেটে নেওয়া হবে। ৭ দিনের প্রশিক্ষণ শেষ করার পর আপনি প্রতিদিন আয় করতে পারবেন - তাই এখনই যোগ দিন এবং ৭ দিনের প্রশিক্ষণ নিন এবং আপনি ৮ম দিন থেকে উপার্জন শুরু করবেন। কারণ আমরা ৭ দিনের প্রশিক্ষণ শেষ করার পর ৮ম দিন থেকে আপনাকে কাজ দেব। সম্পূর্ণ প্রশিক্ষণকাল = ৩০ দিন।