এই অনলাইন কোর্সটি সফলভাবে শেষ হবার পর WWW.MASSBD.ORG "ফ্রিল্যান্স বাংলা পোস্ট রাইটার" হিসেবে নিয়োগ পাবেন। আপনাকে প্রতি 15 দিনে 20 টি বাংলা পোস্ট লিখে ওয়েবসাইটে জমা দিতে হবে। কোন বিষয়ে পোস্ট লিখতে হবে তার বিস্তারিত বিষয়বস্তু Rahman IT টিম থেকে জানিয়ে দেয়া হবে। আপনি পোস্ট নীতিমালা মেনে নিজের ইচ্ছেমত বিষয়েও পোস্ট লিখে জমা দিতে পারবেন। (সাপ্তাহিক টার্গেট পূরণ সাপেক্ষ্যে) প্রতি সপ্তাহে ইচ্ছেমত দুই দিন ছুটি কাটাতে পারবেন। অফিসে এসে পোস্ট লিখার ঝামেলা নেই। বাংলাদেশের যে কোন স্থান হতে দিন বা রাতের যে কোন অংশে নিজের সুবিধামত অবসর সময়ে স্মার্টফোন বা কম্পিউটারের সাহায্যে পোস্ট লিখে ওয়েবসাইটে জমা দিতে পারবেন ইন্টারনেটের মাধ্যমে। উল্লেখ্যঃ 30 দিনের অনলাইন কোর্স যথাসময়ে শেষপূর্বক সময়মত নিয়মানুযায়ী কাজ না করলে জব স্বয়ংক্রিয়ভাবে ক্যান্সেল হয়ে যায়, এক্ষেত্রে কোর্স ফি অফেরতযোগ্য হবে। যদিও পরবর্তীতে কাজ শেখার জন্য নতুন করে আবেদন করার সুযোগ থাকে।
আপনার ভাগ্য পরিবর্তনের জন্য উদ্যোগ আপনাকে নিতে হবে| আপনি যদি ছাত্র হন, পেশাজীবী হোন অথবা আপনি যে প্রতিষ্ঠান কর্মরত থাকুন না কেন আপনার যদি লেখালেখির অভ্যাস থাকে অথবা যদি অভ্যাস গড়ে তুলতে চান অথবা যদি একটি প্যাসিভ ইনকাম প্যানেল তৈরি করতে চান তাহলে এই প্রতিষ্ঠানটি আপনার জন্য নিবেদিত প্রাণ হিসেবে সাপোর্ট দিয়ে যাবে| তাই আপনার ভাগ্য উন্নয়নের সিদ্ধান্ত আপনাকে নিতে হবে অন্যের কথাই সিদ্ধান্ত গ্রহণ করবেন| নিজেকে জিজ্ঞেস করুন কত টাকা ইনকাম আপনি করতে চান বিশ্বাস করুন আর না করুন আপনি যা চান তাই করতে পারবেন| পুরো বিষয় আপনি আপনার হাতে আপনার লিখার ক্ষমতা আপনাকে পৌছে দিবে বিশ্ব দরবারে আর ইনকাম? এমনি এমনি চলে আসবে | আজই শুরু করুন