ইতিহাস

মুহাম্মদ তৌফিক হোসাইন আল তৌফিকী ২০১২ সালে রাসূল ﷺ এর জীবনীতে হিলফ উল ফুজুল বা হলফ-উল-ফুযুল (আরবি: حلف الفضول‎‎) সংগঠনের ইতিহাস পড়ে

ওয়েলফশন শান্তি সংঘ বা কল্যাণমূলক সংগঠন গঠনের অনুপ্রেরণা তৈরী হয়। সমাজের মানুষের মধ্যে একতা তৈরির জন্য, পীড়িতদের সাহায্যদান, দুস্থদের আশ্রয়দান ও অসহায়দের সহায়তা, শিক্ষা, উন্নতি এবং কল্যাণকামী মানুষ তৈরির লক্ষ্যে ওয়েলফশন মানবকল্যাণ সংঘ প্রতিষ্ঠার চিন্তা কে সামনে রেখে তিনি ২০১২ সাল থেকে অনুসন্ধান,গবেষণা, জরিপ,পরিক্ষা নিরীক্ষা, প্রয়োজনীয়তার উপর বৃত্তি করে উইকিপিডিয়া, ইন্টারনেট, ইউনেস্কো গঠন তন্ত্র, ব্যাক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনের সহায়তায় ওয়েলফশন গঠন তন্ত্র লিখার কাজ শুরু করেন ২০১৮ সালে।

তিনি ২০১৯ সালে উনার বন্ধুবান্ধব,সহপাঠী, সমাজের গণ্যমাণ্য মানুষদেরনিয়ে আলোচনা প্রস্তাবনার মাধ্যমে একদল মানুষকে একটি সাংগাঠনিক কাঠামোর অন্তভুক্ত করে। নিদিষ্ট কিছু লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে কল্যাণ কামী দল & ব্যক্তিদের একত্রিত করেন। স্ব স্ব এলাকার শিক্ষা সচেতনতা, বেকারত্ব দূরীকরণ, আর্থ-সামাজিক উন্নয়ন,ক্রিয়া, সাংস্কৃতিক পরিবেশ, আত্ম-কর্মসংস্থান, মানবাধিকার এবং সারাবিশ্বে শান্তি প্রতিষ্ঠাসহ পারষ্পরিক সহযোগিতা, সহমর্মিতা, ভ্রাতৃত্বের সেতু স্থাপন তথা আদর্শ সমাজ ও জীবন গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে সামাজিক, উন্নয়নশীল ও উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন ওয়েলফশন মানবকল্যাণ সংঘ সততা ও কল্যাণের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে "এসো মানবতার কল্যাণে কাজ করি সুন্দর সমাজ গড়ি" এই স্লোগানে ৪ ফেব্রুয়ারি ২০১৯ সালে সংগঠন টি প্রতিষ্ঠিত করেন।