Become A Team Matrix Campus Ambassador !
Helpline : +8801303818319
Become A Team Matrix Campus Ambassador !
বাহিরের দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলো তাদের শিক্ষার্থীদেরকে অনলাইন ও অফলাইনে নানা রকম কোর্স, রিসোর্স দিয়ে থাকে। পাশাপাশি অনেক ওয়েবসাইট এ অনেক প্রয়োজনীয় পেইড কোর্স থাকে যা শিক্ষার্থীদের জন্য অনেক প্রয়োজনীয়।
কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে এসব কোর্স, প্রিমিয়াম রিসোর্স বেশিরভাগ শিক্ষার্থীরাই নিতে পারে না, যার ফলে আগ্রহ, মেধা থাকে সত্বেও আমাদের দেশের শিক্ষার্থীরা কিছুটা পিছিয়ে পরছে।
এ কথা মাথায় রেখে, শিক্ষার্থী ও শিক্ষকরা যেন প্রিমিয়াম সব কোর্স, রিসোর্স বিনামূল্যে/ খুব কম খরচে পায়, সে জন্য বাংলাদেশে এই প্রথম TEAM MATRIX নিয়ে এলো
"TEAM MATRIX: ক্যাম্পাস এম্বাসেডর প্রোগ্রাম -২০২২"
এই ক্যাম্পাস এম্বাসেডর প্রোগ্রামের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো আমাদের দেশের বিশ্ববিদ্যালয় লেভেলের শিক্ষার্থীদের বিভিন্ন অনলাইন কোর্স ও রিসোর্স গুলো বিনামূল্যে / খুব কম খরচে পেতে সাহায্য করা।
এই মুহুর্তে ৩ টি কলেজ , ৭টি মেডিক্যাল কলেজ এবং ৬৯টি বিশ্ববিদ্যালয় সহ মোট ৭৯ বিশ্ববিদ্যালয়ে TEAM MATRIX ক্যাম্পাস এম্বাসেডর প্রোগ্রাম চালু আছে। নতুন করে আরো ২১টি বিশ্ববিদ্যালয়ে এই প্রোগ্রাম চালু করা হবে । মোট ১০০টি বিশ্ববিদ্যালয়ে প্রতি বিশ্ববিদ্যালয় থেকে ২ জন শিক্ষার্থী (১ জন ছেলে ও ১ জন মেয়ে) নিয়ে আমরা এই প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি, এই মাসেই।
তাদের রেসপন্স, সুবিধা-অসুবিধা ও ফিডব্যাক এবং অন্যান্য ভার্সিটির চাহিদার উপর ভিত্তি করে পরবর্তীতে অন্য ভার্সিটিগুলোতেও এই প্রোগ্রাম চালু করব আমরা।
ক্যাম্পাস এম্বাসেডর হবার সুবিধাঃ
১. নির্বাচিত এম্বাসেডররা TEAM MATRIX এর কাছ থেকে সাইবার সিকিউরিটি এর উপর ৩ মাস সম্পূর্ন ফ্রী ট্রেনিং এবং সার্টিফিকেট পাবেন। যাতে করে তারা তাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কে সোশাল মিডিয়ায় হ্যারাসমেন্ট সংক্রান্ত ব্যাপার গুলো তে সাহায্য করতে পারে।
২. বিভিন্ন প্রিমিয়াম কোর্স ও রিসোর্স ফ্রি পাবেন।
৩. TEAM MATRIX এর বিভিন্ন কোর্সে বিশেষ ছাড়ে করার সুযোগ থাকবে ।
৪. পারর্ফমেন্সের উপর ভিত্তি করে পরবর্তিতে TEAM MATRIX এর সাথে কাজ করার সু্যোগ থাকবে।
এছাড়াও আরো অনেক সুবিধা পাবেন।
ক্যাম্পাস এম্বাসেডরদের কাজঃ
১. ক্যাম্পাস এম্বাসেডররা তাদের বিশ্ববিদ্যালেয়ের শিক্ষার্থীদেরকে বিভিন্ন কোর্স/রিসোর্স দিয়ে সাহায্য করবেন, যা TEAM MATRIX পেতে সাহায্য করবে।
২. ক্যাম্পাস এর কেউ সাইবার হ্যারাসমেন্ট এর শিকার হলে, ক্যাম্পাস এম্বাসেডর এর মাধ্যমে TEAM MATRIX কে জানালে, এই ব্যাপারে সহায়তা দেয়া হবে ।
৩. সাইবার সিকিউরিটি নিয়ে ক্যাম্পাস এম্বাসেডরদের ট্রেনিং দেওয়া হবে যাতে ভাসিটির কেউ অনলাইনে হ্যারাসমেন্টের শিকার হলে তারা হেল্প করতে পারেন ।
৪. পাশাপাশি আরো কিছু কাজ থাকবে যা তারা TEAM MATRIX এর তত্বাবধায়নে থেকে করবেন ।
কারা আবেদন করতে পারবেনঃ
১. অনার্স প্রথম বর্ষ থেকে তৃতীয় বর্ষে অধ্যায়নরত শিক্ষার্থীরাই (যে কোনো ডিপার্টমেন্ট) কেবল মাত্র ক্যাম্পাস এম্বাসেডর হবার জন্য আবেদন করতে পারবেন।
২. Extra Curriculum activities এর সাথে জড়িত শিক্ষার্থীরা প্রাধান্য পাবেন।
৩. প্রতি সপ্তাহে নির্দিষ্ট সময় TEAM MATRIX এর সাথে অনলাইনে কাজ করার মানসিকতা থাকতে হবে ।
৪. সবাইকে সাহায্য করার মানসিকতা থাকতে হবে।
৫. কোন ধরনের অনলাইন /অফলাইন ক্রাইম এর সাথে জড়িত কেউ আবেদন করতে পারবেন না।
আবেদন এর পর অনলাইনে সংক্ষিপ্ত ইন্টারভিঊ নেয়া হবে, যেখানে নিজের স্টুডেন্টশিপ এর প্রমান দিতে হবে।
বিশেষ দ্রষ্টব্যঃ
১. TEAM MATRIX থেকে পাওয়া কোর্স/রিসোর্স গুলো বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী ছাড়া আর কারো সাথে শেয়ার করা যাবে না।
২. TEAM MATRIX থেকে পাওয়া কোর্স/রিসোর্স গুলো শুধুমাত্র নিজের জন্য ব্যবহার করতে পারবেন না।
৩. TEAM MATRIX এর লিখিত অনুমতি ব্যতিত TEAM MATRIX এর নাম ব্যবহার করে কোনো কিছু করা যাবে ন।
৪. অনলাইন/অফলাইন যে কোনো ধরনের অপরাধে জড়িত থাকা যাবে না।
ঊপরের কোনো একটি বিষয়ে ক্যাম্পাস এম্বাসেডরদের জড়িত থাকার প্রমান পাওয়া গেলে তার ক্যাম্পাস এম্বাসেডরশিপ বাতিল করা হবে।
নোটঃ এই পোস্ট টি নিজের টাইম লাইনে "#Teammatriix_ক্যাম্পাস_এম্বাসেডর_প্রোগ্রাম_২০২২" এই হ্যাশট্যাগ দিয়ে শেয়ার করতে হবে এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে হবে।
Facebook group : https://www.facebook.com/groups/teammatris