Eid Festival
Winter Festival
Covid 19 Duties
Tree Plantation
Dean's Award for getting GPA 3.95/4.00 in Final Year of undergraduate degree.
1st Runner Up in Architectural Project Showcasing- “Visual Rendition” at BUILTECH FEST 4.0 (2020).
Technical Scholarship from Khulna University of Engineering and Technology (KUET) in four years.
Bangladesh Government Scholarship for 2 years for obtaining highest grade (GPA 5.00/5.00) in Junior Secondary Certificate Exam.
Bangladesh Government Scholarship for 3 years for obtaining highest grade (GPA 5.00/5.00) in Primary School Certificate Exam.
Lead the group of participants at the “9th Bangladesh & 1st SAANSO Scout Jamboree-2014” for 7 days organized by Bangladesh Scouts.
Graduation Crest
Dean's Award Certificate
প্রকৃতপক্ষে, নিজেকে নিয়ে লেখা সবচাইতে কঠিন। আর জীবনকে দেখার ও বুঝার লেন্স প্রতি মুহূর্তে আপডেটেড হয়। নিজেকে ছেঁচে আসল রুপটা তাই আয়নায় দেখে এখন কিছুই লিখতে চাচ্ছি না। শুধু কিছু বিশেষ উপদেশ, যা মেনে চলবার চেষ্টা করি, তা-ই তুলে ধরছি।
লাইফের হ্যাপিনেসের বড় অংশ শারীরিক। একজনের লাইফস্টাইল, কী তিনি খাচ্ছেন, কী দেখছেন এগুলি তার হ্যাপিনেসে প্রভাব ফেলে। যদি দেখা যায় ওয়ার ফিল্ম, বা স্যাড ফিল্ম কারো জীবনে উদ্বেগ বাড়ায়, হতাশা বাড়ায়, তাহলে সচেতনে তার এগুলি এড়িয়ে চলা বেটার। কারণ তার লাইফের উদ্বেগ হতাশা তার পুরা জীবনে, তার কাজে, তার পরিবারে প্রভাব ফেলবে।
আমাদের লাইফ আমরা কীভাবে লিড করব, সেটা আমাদের চয়েজের উপরে নির্ভর করে। যেমন, আমি কী পড়ব, কী ফেসবুকে লেখব, ইত্যাদি ক্ষেত্রে এই অজুহাত দিতে পারি না এটা আমার ভাগ্য ছিল, বা আমি পরিস্থিতির শিকার। পরিস্থিতি ম্যাটার করে, ভাগ্য ম্যাটার করে কিন্তু দিনশেষে আমাদের চয়েজই ঠিক করে দেয় আমরা এগুলিকে কীভাবে ডিল করব।
মানুষের লাইফ কোন পার্টিকুলার গেইম হয় না, অনেক অনেক গেইমের সেট থাকে। আমাদের জীবনের উদ্দেশ্য একটা খেলায় জিতা না, বরং সম্ভাব্য সব খেলার সেট এ জিতা।
মানুষের সম্পর্ক হবে “সমান্তরাল, কিন্তু সমান না”।
আর্কিমিডিস বলছিলেন আমারে একটা যথেষ্ট লম্বা লিভার দাও, ওইটা রাখার ফালক্রাম দাও, আমি দুনিয়া সরাইয়া দিব।
লাভ হইল হোপ, বিশ্বাস, যার জন্য ঝুঁকি নেয়া যায়।
স্যাক্রিফাইস ততক্ষণই স্যাক্রিফাইস হয়, যতক্ষণ সেটা স্যাক্রিফাইস থাকে। যখনই বলা হবে আমি স্যাক্রিফাইস করেছি তখনই এটা আর স্যাক্রিফাইস থাকে না, নেগোসিয়েশনের কার্ডে পরিণত হয়।
মানুষ একজিস্ট করতে চায় না প্লেজারের মধ্যে। সে তার একজিজস্টেন্সের একটা মিনিং চায়।
মানুষ কখনো চায় না নিজের কাছে তার সম্মান ধ্বংস হয়ে যাক। এই সম্মান বাঁচানোর জন্য সে বাহ্যত নিজের ক্ষতিও করতে পারে।
মানুষের লাইফ নির্ভর করে তার ডিসিশনের কোয়ালিটি ও লাকের উপরে। তাই আলাদা ডিসিশন মেকিং এর চাইতে ডিসিশন মেকিং এর সিস্টেম তৈরিটা জরুরী। ডিসিশন মেকিং এর সময় নিজের ভবিষ্যত সেলফ কে কল্পনা ধরা জরুরী।
চার্লি মাঙ্গার তার একটা লেকচারে বলছিলেন, আপনার লাইফে হরিবল ব্লো আসবে, টেরিবল ব্লো আসবে, আনফেয়ার ব্লো আসবে। কিছু লোক এগুলা স্বত্তেও রিকভার করে। কিছু লোক করে না। এইখানে এপিকটেটাসের এটিচিউড হইল সেরা। তিনি বলছিলেন, লাইফে সব মিসড চান্স বা খারাপ সময় হইল, একটা সুযোগ, শেখার সুযোগ ও আরো ভালোভাবে কাজ করার সুযোগ। তাই কারো উচিত না নিজেরে হা হুতাশে আবদ্ধ রাখা। বরং যেই ব্লো আসছে আপনার, খারাপ সময় ঐটারে কনস্ট্রাকটিভ ভাবে কাজে লাগান।“
লাকি লোকেরা সুযোগ দেখতে পান, ও কাজে লাগান। আনলাকি লোকেরা সুযোগ দেখতে পান না ও কাজে লাগাতে পারেন না।
মানুষে মানুষে সম্পর্কের ক্ষেত্রে কম্পাউন্ড ইফেক্টের গুরুত্ব বুঝা সবচাইতে বড় লাইফ স্কিল।
“When something is important enough, you do it even if the odds are not in your favor.” – Elon Musk
“The greatest achievement is selflessness.’
‘The greatest worth is self-mastery.’
‘The greatest quality is seeking to serve others.’
‘The greatest precept is continual awareness.’
‘The greatest medicine is the emptiness of everything.’
‘The greatest action is not conforming with the world's ways.’
‘The greatest magic is transmuting the passions.’
‘The greatest generosity is non-attachment.’
‘The greatest goodness is a peaceful mind.’
‘The greatest patience is humility.’
‘The greatest effort is not concerned with results.’
‘The greatest meditation is a mind that lets go.’
‘The greatest wisdom is seeing through appearances.’
– Atish Dipankar Srijan (980-1053)