প্রতিযোগিতার ঘষিত সময়ে খেলায় যোগ দিন। সঠিক সময়ে অংশ না নিলে আপনি শুধু খেলা দেখতে পারবেন। আপনাকে সাহায্য করার জন্য আমরা নটিফিকেশন দিয়ে থাকি।
প্রতিযোগিতায় প্রতিটি প্রশ্নের জন্য পাবেন ৫ সেকেন্ড সময় উত্তর দেয়ার। তাই দ্রুত চিন্তা করুন আর সঠিক উত্তরে চাপ দিন।
সঠিক উত্তর দিয়ে পরের লেভেল খেলার সুযোগ করে নিন। যারা সঠিক উত্তর দিবেন তারা সবায় সেই লেভেলে ঘষিত পুরষ্কার ভাগ করে নেবেন।
আপনার লাইফ থাকলে আপনি স্বয়ংক্রিয় ভাবে সর্বোচ্চ ৩টি লেভেল ভুল করা সত্ত্বেও খেলার সুযোগ পাবেন। অর্থাৎ একটি খেলায় ৩টি লাইফ ব্যবহার করার সুযোগ পাবেন। তাই বাড়তি লাইফ নিয়ে খেলতে আসুন।
আপনি কোন কারনে, যেমন নেটওয়ার্ক, অন্য অ্যাপের ব্যবহার বা ফোনের সীমাবদ্ধতার করনে যদি প্রশ্ন মিস করেন তবে খেলা থেকে বাদ পড়বেন।
সেক্ষেত্রে আপনার অর্জিত পুরস্কার যদি মোট অর্জিত পুরস্কারে সাথে যোগ না হয় তবে আপনি আমাদের অভিযোগ দিন।