HCI হল Human Computer Interaction । কম্পিউটার টেকনোলজির সাথে আমাদের যে যোগাযোগ তাই HCI। টেকনোলজি কিভাবে মানুষকে সাহায্য করে - এই নিয়ে গবেষণার ক্ষেত্রটি হল HCI Research Field। যেমনঃ এই ছবিটি দেখুন...
পাশের লিঙ্কগুলো আপানাকে বিস্তারিত জানতে সাহায্য করবে।
অবশ্যই, দেয়া যায়। নিচের উদাহরণ গুলো দেখুন... :) এই উদাহরণগুলো আপনাকে কিছু ধারনা দিতে সাহায্য করবে।
এখানে একটি সিস্টেম ও যন্ত্র তৈরি করা হয়েছে যার মাধ্যমে গাড়িচালকদের হৃদস্পন্দন থেকে তাদের মানসিক চাপের পরিমান বের করা হয়। আবার রাস্তার ধরনের উপর নির্ভর করে তাদের মানসিক ও শারীরিক কি পরিবর্তন হচ্ছে সেটিও নিরূপণ এখন সম্ভব। বিশেষ করে আমাদের দেশে অতিরিক্ত সড়ক দুর্ঘটনার কথা মাথায় রেখে কাজটি করা হয়েছে।
এখানে একটি সিস্টেম ও যন্ত্র তৈরি করা হয়েছে যার মাধ্যমে কেউ রাস্তায় বিপদে পড়লে মোবাইল বের না করেই তার কাছের মানুষকে এবং নিকটস্থ থানায় সাহায্যের আবেদন করতে পারেন, যেখানে তিনি কোথায় অবস্থান করছেন সে তথ্যটিও থাকে। এতে, সহজেই আপনাকে তারা সাহায্য করতে পারেন অনেক কম সময়ে। বিশেষ করে আমাদের দেশে অপহরণের সমস্যা এবং নারীদের লাঞ্ছনার ঘটনাগুলোকে মাথায় রেখে কাজটি করা হয়েছে।
এধরনের কাজ করতে আপনার ইচ্ছেটাই যথেষ্ট। যেহেতু এই প্রত্যেকটি কাজই গবেষণামূলক কাজ, তাই একটু সময় সাপেক্ষ। যেকোনো কাজ শুরু করা, এবং কাজটি কিভাবে সুন্দরভাবে সাজিয়ে করা যায় তার জন্য কিছুটা জ্ঞানের প্রয়োজন হয়। পাশাপাশি গবেষণামূলক কাজের একটি প্রধান উদ্দেশ্য হল গবেষণাপত্র তৈরি করা। তাই সেটির জন্যও জ্ঞানের প্রয়োজন। এক্ষেত্রে, সবচেয়ে ভালো পন্থা হল যারা গবেষণা অনেক বছর ধরে করছেন, তাদের সাথে যোগাযোগ করা, এবং তাদের সাথে একসাথে কোন কাজ শুরু করতে পারা।
এখন, আপনার হাতে একটি সুযোগ এসেছে। 2 দিনের একটি সুযোগ। যাকে আমরা বলছি। বাংলাদেশে এই Workshop হচ্ছে যার উদ্দেশ্য হল... how to do a research in HCI. যেখানে আলোচনা করা হবে Human Computer Interaction এর Research নিয়ে।
আপনার যেহেতু ইচ্ছে আছে, চলে আসুন... !
সহজ করে যদি বলি তাহলে হল - স্কুল। এখানে আপনাকে শিখানো হবে কিভাবে গবেষণা করা যায়, কিভাবে গবেষণাপত্র তৈরি করা যায় এবং কিভাবে একটি গবেষণার ফলাফলকে অসাধারন ভাবে উপস্থাপন করা যায়। এখানে, এই workshop যেহেতু Human Computer Interaction নিয়ে, তাই এখানে ওই ধরনের গবেষণাকেই প্রাধান্য দেয়া হচ্ছে।
এই workshop হল 2 দিনের। ধরে নিন, 2 দিনের স্কুল।
শিক্ষক হল তারাই, যারা যুগ -যুগ ধরে গবেষণা করে যাচ্ছেন। তারা কেউ বিদেশী বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক, কেউ মাইক্রোসফট এর মত প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ গবেষক, কেউ আবার বিভিন্ন স্বনামধন্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন গবেষক কর্মকর্তা।
এখানে আরও অংশগ্রহন করবেন User Interface/Experience Experts, Software developers etc. যারা বাণিজ্যিক ভাবে কাজ করে যাচ্ছেন।
আমরা সবাই শিক্ষার্থী, যারা গবেষণা করতে চাই আরকি। এখানে, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিদেশী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশগ্রহন করছে। User Interface/Experience, Software development, Machine Learning, Systems etc. নিয়ে যদি আপনি কাজ করে থাকেন, তাহলে আপনিও এখানে অবশ্যই আমন্ত্রিত। সবার একটাই উদ্দেশ্য, গবেষণা।
বিদেশী বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষকদের সাথে একসাথে কাজ করতে পারার সুযোগ আপনার হাতের মুঠোয় রয়েছে। দেখুন না কাজে লাগাতে পারেন কিনা !
যারা উচ্চ শিক্ষায় বিদেশে পড়তে যেতে চান, তাদের জন্য এটাই মোক্ষম সুযোগ। হাতছাড়া করবেন না কিন্তু!
আপনি একজন গবেষক হয়ে কাজ শুরু করতে পারেন/ আপনার বর্তমান কাজকে সবার সামনে তুলে ধরে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে আপনার গবেষণা নিয়ে আলোচনা হতে পারে / একসাথে নতুন কাজ করতে পারেন। আর বন্ধুত্ব তো বোনাস।
User Interface/Experience Experts, Software developers etc., যারা বাণিজ্যিক ভাবে কাজ করে যাচ্ছেন, আপনিও হয়ত তাদের একজন হতে পারেন...!! কে বলতে পারে...!
আপনি আপনার CV -তে এই Workshop কে উল্লেখ করতে পারবেন, যা আপনাকে আন্তর্জাতিকভাবে অন্য একটি মাত্রায় নিয়ে যাবে।
...............!!!!
আপনি আপনার গবেষণার ধারনা/ভবিষ্যতের গবেষণার ধারনা, কেন এখানে আসতে চান এবং আপনার সংক্ষিপ্ত পরিচয় আমাদের পাঠান। দেরি করবেন না কিন্তু। এখনই বসে পড়ুন আর পাঠিয়ে দিন। পাঠানোর বিবরন দেখুন।
এই ধরেন, ভালো লাগে কাজ করতে, কথা বলতে, বন্ধুত্ব করতে, নতুন জিনিস শিখতে, ঘোরতে, খুশিতে, ঠ্যালায়... এই আরকি ... হাহাহাহ।
... তাই নাকি?
দেখি তো...!
একি... !!! ইহা আমি কি দেখিলাম...!
:) :) :)