aboute for poem
জান তুমি শুধু আমার
এখনো ভালোবাসি-আমি-তোমাকে
জানিনা আছো কেমন
ভালোবাসি তোমাকে এখনো আগেরই মতন
যত দিন এ বুকে থাকবে প্রাণ
বলব তুমি শুধুই আমার জান
আত্মার আত্মীয় তুমি হৃদয়ের মেহমান
এ পাড়াতে যদিও তুমি হয়ে গেছো অন্যের ঘরণী
তবুও ভালোবাসবো তোমাকে চিরদিনই
ভুল করেও যদি তোমাকে ভুলে যাই কোন দিন
মনে রেখো এ বুকে প্রাণ থাকবে না সেদিন
sn-saajid
এ -কেমন ভালোবাসা
দিয়েছো স্বপ্ন তুমি দাওনি তো মন
বল তুমি আমার কেমন আপন জন
নীরবে অভিমানে দূরে সরে গেছো তুমি
এত কাছে থেকেও বুঝিনি তা আমি
ভালো লাগে না মন শূন্য লাগে এ ভুবন
যেদিকে তাকাই দেখি তোমারি জলছবি
তোমাকে ছাড়া এ পৃথিবী ভীষণ একলা লাগে খুবই
sn-saajid
প্রেমময় তুমি
চোখ দুটো আমার হলেও স্বপ্ন দেখি তারি
তারি ভাবনা দুই চোখেতে রঙ ছড়ায় সারি সারি
সুখেরই তারণা যখনই আমি খুঁজে খুঁজে বেড়াই
আমার অনুভবে শুধুই তাকে খুঁজে পাই এখন
এখন সুখ খুজে পাই তারই মাঝে
তার তরে মন স্বপ্ন দেখে নিসি দুপুর
তার ভাবনায় এমন হয়েছে উদাসী পাখি
তার বাঁশের বাঁশি খুব মায়াবী তার হাসি
প্রেমে পড়েছে আমার এ মন দেখে তার দুই নয়ন
লাজুক লতা মঙ্গেশকার ফোটে পাহাড়ি ফুল
ছুতে গেলে হয়তো হতে পারে ভুল
তাই প্রেমেতে হয়েছি ব্যাকুল
sn-saajid
তুমি আছো হৃদয়ে
এ ভুবন ছাড়তে হবে দুই দিন আগে পরে,
ওই কবরে শুয়েও আমি ভাববো শুধু তোরে।
ব্যথা আমায় দিলে যত ভালো আমি বাসবো ততো
এই ধরনের যারে আমি বাঁসতে চাই লাম ভালো
সে আমারে বিনা দোষে ব্যথা দিয়ে গেল।
হাশর মিজান যাইহোক মরনের পরে
বলবো আমি মিনতি করে দুটি চরণ ধরে,
বলে দাও বিধাতা তুমি আজ
ভালোবেসে করেছিলাম কি ভুল
কষ্টে কষ্টে কাটলো জীবন দিতে গিয়ে ভুলের মাশুল।
sn-saajid
আজ তুমি কোথায়
আজও অপেক্ষার প্রহর গুনি
আজও তোমারি আশায় স্বপ্ন বুনি
ভেবে ভেবে বিভোর হই
এমন খুঁজে তুমি কই
এসো না ফিরে একটি বার
অপেক্ষায় দেখো আছি তোমার
চলে গেছো কোন সে অভিমানে
খুঁজে ফিরি আজো তার মানে
অতি সহজে বাংলা হৃদয়
তুমি দিলে হৃদয়হীনার পরিচয়
sn-saajid
আবেগ
তোমার জন্য পাথরের বুকে
ফোটাবো আমি ফুল
নিজের অজান্তে যদি হয় কোন ভুল
হৃদয়ের তুলিতে মনের চোখে আকবো স্বপ্ন
বুকের পাজর ছুয়ে আলতো করে
রাঙিয়ে দেবো তোমারই মন
কানে কানে বলবো কথা
হৃদয়ের করব আপন
হাতে হাত রেখে
হাঁটবো নদীর বাকে
স্বপ্নের রাঙ নিয়ে উড়বো দুজনে
মনের আকাশে মেঘের দেশে
sn-saajid
আশার প্রদীপ তুমি
বিন্দু বিন্দু আশা গুলো একটু একটু করে
ভালবাসার রূপ নিয়েছে তোমায় দেখার পরে
মনের সেই আশা গুলোই ভালোবাসার রূপ নিয়ে
ধীরে ধীরে সারা দিতে যাচ্ছে যেন
ভালোবাসার পথ ও চেয়ে চেয়ে
ধীরে ধীরে তুমি মনের কাছে এসে
একটু নয় অনেক ভালোবেসে
চলে গেলে হঠাৎ নিজ পিছু পথ ধরে
আজ তুমি অনেকদূর কষ্ট লাগে বেবে
sn-saajid
ক্ষমা করে দিও
সুখটা পেতে গিয়ে হয়তো দুঃখ দিয়েছি তোমায়
দেখতে তোমার ওই হাসি পাগল হয়েছি দিবানিশি
দুঃখ পেয়েছি তাই হয়তো আমার জানা নাই
দুঃখ দিয়ে থাকি যদি ক্ষমা করে দিও তোমায় বলে যাই
জানিনা কেন করেছো মিছে অভিমান
এখন বুঝলে না বুঝবে সেদিন থাকবো না আমি যেদিন
সেইদিন ডাকবে আমায় পাবে না কোথাও খুঁজে
ভালবাসতে সামনে গিয়েছি বার-বার
সেই দিন আসবে তোমার বুঝে
sn-saajid
ঘুম হয়ে গেছে চুরি
শেষ বিকেলের রোদ্দুর মেখে সারা গায়ে
আমারি হৃদয় তোমায় ছুঁয়ে দিতে চায়
ক্লান্ত হীন দুপুর কাটিয়ে
বিকেল যেন যাচ্ছে ঘুমিয়ে
রাতের প্রহর চাঁদের ছায়া
হাত ছানি দিয়ে ডাকে অচেনা মায়া
প্রজাপতির রং এ তোমারি মন
রাঙাবো আমি ভাবি সারাখন
আমার দু চোখের ঘুম হয়ে গেছে চুরি
দেখে যখন তোমায় ওগো সুন্দরী
sn-saajid
চন্দ্রিমা
নাক তোমার বাঁশের বাঁশি চাঁদের কোনা তোমার হাসি
কাছে পেয়ে তোমায় জীবন আমার হয়েছে রঙিন
তোমায় ছাড়া থাকতে যেন না হয় কোন দিন
মরণ যদি আসে তবুও থাকবো পাশে
এ জীবন কাটাতে চাই তোমায় ভালোবেসে
আমারই মন তোমারই কাছে করেছে সমর্পণ
শুধু তোমাকে ছাড়া কাউকে এভাবে না এমন
আমায় ছেড়ে দূরে যদি যাও কোনদিন
মনে রেখ পৃথিবী ছেড়ে যাব সেইদিন
হতে পারে পৃথিবীটা একদিন অমলিন
তোমায় ভালোবেসে যাবো বাঁচবো যতদিন
sn-saajid
জান তুমি প্রাণ তুমি
তুমি আমার হৃদয়ের পুতুল ছোট্ট খুকি।
তুমি আমার দুটি আঁখি সকালের পাখি।
তুমি আমার সেই পাখি,
যে পাখি আমার ঘুম ভাঙ্গায়,
রাত্রি কালে ঘুম পাড়ায়।
ভালবাসায় জড়িয়ে রাখে প্রেমেরি আবেশ।
তুমি আমার প্রেম প্রিয়সি,
যাকে আমি আমার চেয়েও বেশি ভালোবাসি।
তুমি আমার বুকের ভিতর প্রান
লুকিয়ে থাকা জান
জন্ম হলে আবার কখনো,
তোমাকে চাই বলছি শোনো।
sn,saajid
জ্যোৎস্না ছড়ানো প্রেম
তুমি সুন্দর তাই চেয়ে থাকি
তোমাকেই পাবো ভেবে
মনকে সান্তনা দিয়ে রাখি।
তোমার মুখে ফুটে থাকে সদ্যফোটা হাসি
তাইতো তোমাকে এত ভালোবাসি।
তোমারি চোখে খুঁজে পায় বেঁচে থাকার বাসা
তুমি আমার স্বপ্নের কুটির
প্রেম প্রীতি ভালোবাসা।
আকাশছোঁয়া চাঁদের আলো তুমি আমার প্রেম
তুমি আমার রাধা হলে আমি তোমার সেম।
sn-saajid