About Me
জান তুমি শুধু আমার
ভালোবাসি-আমি-তোমাকে জানিনা আছো কেমন ভালোবাসি তোমাকে এখনো আগেরই মতন যত দিন এ বুকে থাকবে প্রাণ বলব তুমি শুধুই আমার জান আত্মার আত্মীয় তুমি হৃদয়ের মেহমানএ পাড়াতে যদিও তুমি হয়ে গেছো অন্যের ঘরণী তবুও ভালোবাসবো তোমাকে চিরদিনই ভুল করেও যদি তোমাকে ভুলে যাই কোন দিন মনে রেখো এ বুকে প্রাণ থাকবে না সেদিন sn-saajid