Lyrics


◉Song : Ostitto-অস্তিত্ব

◉Lyrics : Rakib Rabbani

◉Band : Lokkho-লক্ষ্য

◉Vocal & Tune : Faisal

◉Music : Ayon Chaklader


❉❉Full Lyrics❉❉

গল্পরা সব চার দেয়ালে বন্দী থেকে যায়..

কষ্টগুলো আয়না দেখে থমকে দাঁড়ায়

স্বপ্নগুলো সব ক্লান্ত হয়ে মরিচিকায় হারায়..

স্মৃতি গুলো নিয়ন আলোয় ফের দুহাত বাড়ায় ৷

তোমাদের চোখে এই যে আমার অস্তিত্ব ..

পৃথিবীর বুকে আমি জীবন থেকেও মৃত ! মৃত ! মৃত !

মিথ্যে প্রণয় যদি ভেঙ্গেদেয় ঘর..

চেনা মুখ চিরতরে হয়ে যায় পর

ইচ্ছেরা দিশাহারা অজানা পথে..

অনুভূতি বেঁচেরয় পুরনো ক্ষতে ৷৷

তোমাদের চোখে এই আমার অস্তিত্ব ..

পৃথিবীর বুকে আমি জীবন থেকেও মৃত ! মৃত ! মৃত !

Extension-

অষ্টপ্রহর গুনে দিন কেটে যায়..

নিঃঙ্গতা বারেবার আমাকে কাঁদায়

ব্যর্থ জীবন যদি থেমে যায়..

নিস্তব্ধতা ঘিরে তবু তোমাকে সাজায়

তোমাদের চোখে এই যে আমার অস্তিত্ব ..

পৃথিবীর বুকে আমি জীবন থেকেও মৃত !