করোনাসুর নিধন

তনুময় মন্ডল


থরথরিয়ে কাঁপছে দেশ, অদৃশ্য এক ত্রাসে ।

প্রাণটি এবার গেলই বুঝি, করোনার-ই গ্রাসে ।

বিজ্ঞজনে বদ্যিগনে, ছিঁড়ছে মাথার চুল,

কেমন কোরে নিকেশ হবে, এই ভাইরাস কুল?

চক্রপাণী বল্লে জানি, সরল সমাধান,

দূর হবে সব দেহের গরল, বাঁচবে সবার জান ।


গবেষণা মিছে করো, মিছেই পড়াশোনা ।

সন্ধিবিছেদ কল্লে পাবে - গো-যুক্ত এষণা ।

গো-র মধ্যে গুপ্ত আছে, রোগ লুপ্তের সূত্র ।

বংশে-ঝাড়ে ধ্বংস হবে, পান কল্লে গোমূত্র ।

স্বপ্নাদেশে পেলুম দাওয়াই, ব্যাধির নিরাময় ।

এক গণ্ডুষ গো-চোনা, আর সঙ্গে গো-ময় ।

সবচে ভালো ফলটি পাবে, কাকভোরেতে উঠে,

কুসুম-গরম হালকা-পীত, গোমুত খেলে চেটে ।


খবর ছোটে দশদিকেতে, আলোর চেয়েও জোরে ।

চক্রপানী পেয়েছে ওষুধ, কালকে ঘুমের ঘোরে ।

এইনা শুনে গোবর্ধন, গোয়াল পানে ধায়,

গোমাতার মূত্র ধরি, আঁজলা ভরি খায় ।

জামালপুরের কামালগাজী, পাত্র ভরি মুতে,

চক্ষুমুদে ভক্তিভরে, যেইনা গেছে খেতে,

কবুর মিঞা হেঁকে বলে, সবুর করো ভায়া,

প্রাণটি বাঁচাও ভাইটি আমার, দু-চার ফোঁটা দিয়া ।

চাউর হোলো দিকেদিকে, মূত্র ভরা থলি,

শিঙ্গা ফুঁকে গঞ্জে গ্রামে, দেদার হোলো বিলি ।

সুরুৎ সুরুৎ খেলো সবে, পাড়ার ছেলে বুড়া |

নিধন হল করোনাসুর, বাঁচলো এবার ধরা |