Welcome to my digital space! I’m Pankaj Chowdhury, a demographer and statistician deeply passionate about leveraging advanced quantitative methodologies to explore critical dimensions of "Digital Demography" & "Computational Social Science". I am currently pursuing my PhD at the Indian Institute of Technology Tirupati (IIT Tirupati).
"আমার কামনার রক্তকরবী ফিরিয়ে দাও
কারণ আমি তো রক্ত চাইনি।
আমি চেয়েছি—
দুর্ভিক্ষের শুকনো মাটিতে
আবার ফুটে উঠুক মায়ের হাসিমুখ,
অস্তিত্বের দীর্ঘ মিছিলে
অপ্রাপ্তির বেদনায় হারিয়ে যাওয়া
মানুষগুলোর ছোট্ট এক চিলতে সুখ।
আমার কামনার রক্তকরবী ফিরিয়ে দাও
কারণ আমি তো রক্ত চাইনি।
আমি চেয়েছি—
হলুদ অন্ধকারে ডুবে থাকা
স্যাঁতসেঁতে ঝুপড়ির কোণে
ঝরে পড়ুক আনন্দধারা,
ক্লান্ত পায়ে প্যাডেল চালিয়ে
অক্লান্ত উল্লাসে
মরীচিকায় সমুদ্র দেখুক তারা।
আমার কামনার রক্তকরবী ফিরিয়ে দাও
কারণ আমি তো রক্ত চাইনি।
আমি চেয়েছি—
শাড়ির আঁচলে বাঁধা
এক টুকরো বিস্কুট
সন্তানের হাতে দেওয়ার আহ্লাদ,
আর চেয়েছি—
সবুজ সাগরের গভীরে
নিপাত যাক
সমস্ত জল্লাদ।"
-পঙ্কজ, ১৪৩২
🌟 My Inspirations