প্রশ্ন: আধুনিক গ্রন্থাগারের সংজ্ঞা দাও।
উত্তর: Library শব্দ Liber থেকে এসেছে। গ্রন্থের শ্রেণীবদ্ধ সংগ্রহকে বলা হয় গ্রন্থাগার। সাধারণ অর্থে সমাজের সর্বস্তরের মানুষের তথ্য সেবা ও সুশিক্ষার জন্য জ্ঞানের সকল শাখা, তথ্য ও উপাত্ত পদ্ধতিগত ভাবে যেখানে সংগ্রহ ও সংরক্ষণ করা হয় তাকে গ্রন্থাগার বলে ।
প্রশ্ন: গ্রন্থ বলতে কি বুঝ?
উত্তর: The World Book Dictionary এর সংজ্ঞা অনুযায়ী গ্রন্থ হলো, "Written or printed sheets of paper bound together between two covers, অর্থাৎ' দুটি কভারের মধ্যে একত্রে কিছু কাগজের লিখিত বা মুদ্রিত শীট যখন বাধাই করা হয় তখন তাকে গ্রন্থ বলা হয়। UNESCO গ্রন্থের সংজ্ঞা এভাবে দিয়েছে, "A Non periodical printed publication of atleast 49 pages excluding covers" অর্থাৎ কভার ব্যতীত কমপক্ষে ৪৯ পৃষ্ঠার প্রকাশনা যা সাময়িকী নয়, তাহাই গ্রন্থ।
প্রশ্ন: গ্রন্থাগার কত প্রকার ও কি কি?
উত্তর: ৪ প্রকার যথা- ১। জাতীয় গ্রন্থাগার (National Library) ২। গণ-গ্রন্থগার (Public Library) ৩। শিক্ষাপ্রতিষ্ঠান গ্রন্থাগার ( Academic Library) । বিশেষ গ্রন্থাগার (Special Library)।
প্রশ্ন: একটি আদর্শ গ্রন্থাগারে কয়টি বিভাগ থাকে এবং কি কি?
উত্তর: ৬টি বিভাগ নিয়ে একটি আদর্শ গ্রন্থাগার গঠিত হয়। যথা: 1. Acquistion Divisoin বা সংগ্রহ শাখা 2. Administrative Division বা প্রশাসন শাখা 3. Technical Service Division বা কারিগরি শাখা 4 Reader Service Division বা পাঠক সেবা শাখা 5. Reference Division বা নির্দেশনা সেবা শাখা 6. Periodical Divison বা সাময়িকি শাখা।
প্রশ্ন: এক্সেশন রেজিস্ট্রারে কি কি বিষয় থাকে?
উত্তর: এক্সেশন রেজিস্টারে নিম্নোক্ত বিষয় থাকে। যথা: 1. Date of Accession, 2 Accession No. 3. Name of Author. 4. Title of the book. 5. Edition, 6. Place of publication. 7. Name of publisher.c 8. Date/year of publication, 9. Total page, 10 Price, 11. Mamo no, 12. Source, 13. Call no. 14, Clue page, 15. Location, 16. ISBN, 17. Binding 18. Remarks,
প্রশ্ন: একটি গ্রন্থাগারের কি কি কাজ?
উত্তর: একটি গ্রন্থাগারের কাজ হলো: ১. পুস্তক নির্বাচন,
২. পুস্তক সংগ্রহ
৩. এক্সেশনিং
৪. সূচীকরণ
৫. শ্রেণীকরণ
৬. লেভেলিং
৭. সেলভিং
৮. চার্জিং
৯. ডিসচার্জিং
১০. গ্রন্থাগার সামগ্রী ছাটাই
১১. গ্রন্থাগার সামগ্রী সংরক্ষণ
১২. গ্রন্থাগার সহযোগীতা এবং
১৩. রিসোর্স শেয়ারিং
প্রশ্ন: একটি বই পাঠকের উপযোগি করার পূর্বে কি কি ব্যবস্থা করতে হয়?
উত্তর: যথা- ১. পুস্তকের নির্দিষ্ট জায়গায় শিপিং করতে হয়
২. বুক পকেট লাগাতে হয়
৩. বুক কার্ড লাগাতে হয়
৪. ডিউ ডেট স্লিপ লাগাতে হয় এবং
৫. পুস্তকের স্পাইনে কল নম্বর লাগাতে হয়।
প্রশ্ন: বুক মেটারিয়াল কি কি?
উত্তর : যথা- নথিপত্র, বইপত্র, সংবাদপত্র, সাময়িকী, পাণ্ডুলিপি, বর্ষপঞ্জি, নির্দেশপঞ্জি, গেজেটিয়ার এবং ভূচিত্রাবলী।
প্রশ্ন: নন বুক মেটারিয়াল কি কি?
উত্তর: যেমন: ফিলা, মাইক্রোফিল্ম, মাইক্রোফিস, ফনোগ্রাফ, রেকর্ড, ক্যাসেট, স্লাইড, ডিস্ক, সিডি পেনড্রাইভ ইত্যাদি।
প্রশ্ন: গ্রন্থাগারে ইলেকট্রনিক্স রিসোর্স কি কি?
উত্তর: ১) ই-বুক, ২) আই-বুক, ৩) ই-জার্নাল, ৪) পত্রিকা, ৫) অনলাইন অভিধান, ৬) অনলাইন বিশ্বকোষ, ৭) ডিজিটাল ছবি ৮) ই-রিসোর্স ম্যানেজমেন্ট সফটওয়্যার ইত্যাদি।
প্রশ্ন: UNESCO গ্রস্থাগার ও তথ্য কেন্দ্র কে কয়ভাগে ভাগ করেছে ও কি কি?
উত্তর: ৬ ভাগে ভাগ করা হয়। যথা-
1. Library
2. Documentation center
3. Clearing center/house
4. Prefer/Center
5. Information Center
6. Data Center
প্রশ্ন: Library বা তথ্য কেন্দ্রের সেবা কত প্রকার ও কি কি?
উত্তর: চার প্রকার যথা-
১. প্রশাসনিক সেবা বা Administrative Service
২. কারিগরি বা টেকনিক্যাল সেবা
৩. পাঠকসেবা (Reader Service)
৪. বিশেষ সেবা (Special Service)
প্রশ্ন: একটি লাইব্রেরিতে সংরক্ষণ বিভাগের কাজ কি কি?
উত্তর: ১. প্রতিষেধক বা Preventive Unit
২. পন ব্যবস্থা (Fumigation Unit)
৩. মেরামত (Repairing and Maintenance Unit)
৪. লেমিনেশন (Lamination Unit)
৫. বই বাধাই (Book Binding Unit)
প্রশ্ন: একটি লাইব্রেরি বা তথ্য কেন্দ্রে পাঠক সেবা কত প্রকার ও কি কি?
উত্তর: ২ প্রকার। যথা- 1. Circulation Section 2. Reference Service
প্রশ্ন: Circulation শাখার কাজ কি কি?
উত্তর: 1. Membership Section
2. Catalogue
3. Reader Guide
4. Circulation Counter
5. Reader Room
6. Library Extension service
7. Load Service
প্রশ্ন: Reference Service এর কাজ কি কি?
উত্তর: 1. Book Display
2. Reference Section
3. Information Center
4. Xerox and micro copying
5. Periodical Section
6. Note book material section
7. Photocopy section
প্রশ্ন: গ্রন্থাগার বাজেট বলতে কি বুঝ?
উত্তর: কোন প্রতিষ্ঠানের আয় ব্যয়ের বিগত বৎসর, বর্তমান বৎসর ও আগামী বৎসরের সম্পুর্ন হিসাবের একিট বাৎসরিক খতিয়ান প্রণয়নকেই বাজেট বলা হয়।
প্রশ্ন: গ্রন্থাগার কর্মী বলতে কি বুঝ?
উত্তর: একটি গ্রন্থাগারের কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীকে গ্রন্থাগার কর্মী বলা হয়।
প্রশ্ন: গ্রন্থাগার কর্মী কত প্রকার ও কি কি?
উত্তর: গ্রন্থাগার কর্মী ৪ প্রকার যথা- ১. পেশাদার কর্মী
২. আধাপেশাদার কর্মী
৩. করনিক
৪. অদক্ষ শ্রমিক
প্রশ্ন: গ্রন্থাগার আইন কি?
উত্তর: গ্রন্থাগার আইন হল এমন একটি নীতিমালা যার মাধ্যমে গ্রন্থাগারের প্রতিষ্ঠা, উন্নয়ন ও সংরক্ষণকে সুনিশ্চিত করে থাকে।
প্রশ্ন: আধুনিক গ্রন্থাগারের কার্যাবলী কি কি?
উত্তর: ১. সংগ্রহকরা
২. প্রকরণ করা
৩. বিন্যাস করা
৪. তথ্যসেবা নিশ্চিত করা
৫. প্রয়োজনীয় সামগ্রী সংরক্ষণ
৬. অপ্রয়োজনীয় সামগ্রী ছাটাই
৭. ধার সেবা প্রদান করা
৮. নির্দেশনা সেবা প্রদান করা
৯. পাঠক সেবা নিশ্চিত করা
১০. বছর শেষে Stock verification করা
১১. টেকনিক্যাল সেবা প্রদান করা
১২. পুস্তক প্রদর্শনী করা
১৩. কর্মশালা সেমিনার, সিম্পোজিয়াম করা
১৪. পেশাগত প্রশিক্ষণ প্রদান
১৫. CAS ও SDI সেবা প্রদান করা
১৬. অনুবাদ করা
১৭. বাজেট পেশ করা
১৮. আন্তগ্রন্থাগার লেনদেন সেবা প্রদান করা
প্রশ্ন: গ্রন্থাগারে স্টক টেকিং বলতে কি বুঝ?
উত্তর: প্রতিবছর গ্রন্থাগারে কত সংখ্যক বই ক্রয় করা হয়েছে, ক্রয়কৃত বইয়ের মূল্য কত? বইগুলো সঠিকভাবে নিবন্ধিত হয়েছে কিনা? কতকগুলো বই পাঠকের কাছ থেকে ফেরৎ আসে নাই? কতগুলো বই চুরি হয়েছে? কতগুলো বই ছাটাই করা হয়েছে ইত্যাদি তথ্য জানার জন্য একবার যে হিসাব নিকাশ করা হয় তাকে গ্রন্থাগারে স্টক টেকিং বলে।
প্রশ্ন: জাতীয় গ্রন্থাগারের শাখাসমূহ কি কি?
উত্তরঃ ১। সংগ্রহ শাখা, ২। প্রস্তুতিকরণ শাখা ও রেফারেন্স শাখা, ৪। পাঠকক্ষ সেবা ৫। সংরক্ষণ শাখা, ৬। গবেষণা শাখা এ গ্রন্থগুপ্তি প্রণয়ন শাখা । পুস্তক বিনিময় শাখা । প্রকাশনা ও প্রশিক্ষণ শাখা ১০। প্রশাসনিক শাখা ১১। সাময়িকী শাখা।
প্রশ্ন: প্রাচীন লাইব্রেরী গুলোর নাম কি কি?
উত্তর: ১। নালন্দা বিশ্ববিদ্যালয় লাইব্রেরী ২। পারগামাম লাইব্রেরী ৩। আলেকজেন্দ্রিয়া লাইব্রেরী ৪। আসুরবানী পাল লাইব্রেরী।
প্রশ্ন: মধ্যযুগের কয়েকটি গ্রন্থাগারের নাম উল্লেখ কর?
উত্তর: ১. গ্রীক গ্রন্থাগার, ২. তক্ষ্যশীলা গ্রন্থাগার, ৩. মট গ্রন্থাগার, ৪. মোনাসিক গ্রন্থাগার, ৫. নিজামিয়া গ্রন্থাগার ৬. কর্ডোভা গ্রন্থাগার ৭. গ্রানাডা গ্রন্থাগার, ৮. বায়তুল হিকমা গ্রন্থাগার ইত্যাদি।
প্রশ্ন : আসুরবানিপাল গ্রন্থাগারে সংগ্রহ নানা কত ছিল?
উত্তর: প্রায় ৩০০০০ ত্রিশহাজার ফ্রে-টেবলেট দ্বারা সমৃদ্ধ ছিল।
প্রশ্ন: আসুরবানিপাল গ্রন্থাগারে সংগ্রহসালা বর্তমানে কোথায় সংগৃহিত আছে।
উত্তর: বৃটিশ মিউজিয়ামে।
প্রশ্ন: আলেকজান্দ্রিয়া গ্রন্থাগারের সংগ্রহসালা করছিল?
উত্তর: মতান্তরে ৫ লক্ষ থেকে ৭ লক্ষ রোগ ছিল।
প্রশ্ন: সর্বপ্রথম ক্যাটালগ কোন গ্রন্থাগারে প্রচলিত হয়?
উত্তর: আলেকজান্দ্রিয়া গ্রন্থাগারে সর্বপ্রথম ক্যাটালগ প্রচলিত হয়।
প্রশ্ন: প্রথম কোথায় প্রাচীন গ্রন্থাগার গড়ে উঠে?
উত্তর: প্রাচীন বেবিলিয়ন ও মেসোপটেমিয়া উপত্যকায় প্রথম গ্রন্থাগার গড়ে উঠে।
প্রশ্ন: মানুষ সভ্যতার ইতিহাসে প্রথম লেখার প্রচলন কিভাবে শুরু হয়?
উত্তর: খ্রিষ্টপূর্ব ৬০০০-৩০০০ বছর পূর্বে আচড় কেটে প্রথম লেখার প্রচলন শুরু হয়।
প্রশ্ন: মিশরিয়দের প্রথম আবিষ্কৃত লেখার নাম কি?
উত্তর: মিশরিয়দের প্রথম আবিষ্কৃত লেখার নাম হলো Hieroglyphic লিপি।
প্রশ্ন: বেবিলিয়নের প্রথম আবিষ্কৃত লেখার নাম কি?
উত্তর: কিউনিফর্ম লিপি।
প্রশ্ন: আদি কালের লেখার রূপ কয়টি ও কি কি?
উত্তর: ৩টি যথা ১। চিত্রলিপি, ২। ভাবলিপি ও ৩। ধ্বনিব্যঞ্জক লিপি।
প্রশ্ন: প্রাচীন কালে ব্যবহৃত লিখনি সামগ্রী কি কি ছিল?
উত্তর: ক্লেটেবলেট, প্যাপিরাস, পার্চমেন্ট, ভেলাস, ভূর্জপত্র, তালপাতা, কাঠ, পাথর, তুলা এবং রেশম ইত্যাদি।
প্রশ্ন: প্রাচীন কালের লিখন সামগ্রীর নাম কি কি?
উত্তর: ১. পাথর, ২. হাড়, ৩. মাটির চাকতি, ৪. পাপিরাস, ৫. পার্চমেন্ট, ৬. কাঠ, ৭. তুলা, ৮. রেশমী কাপড়, ৯. ক্লে টেবনেট, ১০. কোডেক্স, ১১. তালপাতা, ১২. ভূর্জপাত্র, ১৩. তেরেটপাতা ইত্যাদি।
প্রশ্ন: সর্বপ্রথম কখন ও কোথায় কাগজ আবিষ্কার হয়?
উত্তর: ১০৫ সালে চীনে সর্বপ্রথম কাগজ আবিষ্কার হয়।
প্রশ্ন: আলেকজেন্দ্রিয়া গ্রন্থাগার কোথায় ও কখন প্রতিষ্ঠা লাভ করে?
উত্তর: মেসিডোনিয়ায় খ্রিষ্টপূর্ব ৩৩১ অব্দে প্রতিষ্ঠা লাভ করে।
প্রশ্ন: আলেকজেন্দ্রিয়া গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: টলেমী সোটারের পুত্র টলেমী ফিলাডেলফাস আলেকজেন্দ্রিয়া লাইব্রেরী প্রতিষ্ঠা করেন।
প্রশ্ন: আলেকজেন্দ্রিয়া লাইব্রেরী কখন ধ্বংস হয়?
উত্তর: ১২০৪ বা ১২০৫ সালে বখতিয়ার খলজীর বিহার আক্রমণের সময় ধ্বংস প্রাপ্ত হয়।
প্রশ্ন: পারগামাম গ্রন্থাগার কে কোথায় প্রতিষ্ঠা করেন?
উত্তর: রাজা প্রথম এটালাস তুর্কীস্থানের উত্তর পশ্চিমে অবস্থিত এশিয়া মাইনরের রাজধানী পারগামাম নামক স্থানে প্রতিষ্ঠা করেন।
প্রশ্ন: কখন পারগামাম গ্রন্থাগার প্রতিষ্ঠা করা হয়?
উত্তর: খ্রিষ্টপূর্ব ২৪১-১৯৭ অব্দ সময়ে পারগামাম গ্রন্থাগার প্রতিষ্ঠা করা হয়।
প্রশ্ন: পারগামাম গ্রন্থাগারের সংগ্রহশালা কত ছিল?
উত্তর: পারগামাম গ্রন্থাগারের সংগ্রহশালা ছিল ২,০০,০০০ মতান্তরে ১, ৬০,০০০ এর মত।
প্রশ্ন: পরগামাম গ্রন্থাগার কখন এবং কার হাতে ধ্বংস হয়?
উত্তর: খ্রিষ্টপূর্ব ১৩৩ অব্দে রোমান সৈন্যদের হাতে তা ধ্বংস প্রাপ্ত হয়।
প্রশ্ন: নালন্দা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি কখনও কোথায় প্রতিষ্ঠা লাভ করে?
উত্তর: ভারতের বিহার রাজ্যে খ্রিষ্টপূর্ব ৬৪৩-৬২৬ অব্দে প্রতিষ্ঠিত হয়।
প্রশ্ন: আধুনিক মুদ্রন যন্ত্রের জনক কে, তিনি কোন দেশের নাগরিক?
উত্তর: আধুনিক মুদ্রন যন্ত্রের জনক হচ্ছেন জোহান গুটেনবার্গ, জার্মানীর নাগরিক।
প্রশ্ন: বাংলাদেশে কপিরাইট আইন কখন অনুমোদন লাভ করে?
উত্তর: বাংলাদেশে ১৭০৯ সালে কপিরাইট আইন অনুমোদিত হয়।
প্রশ্ন: বাংলা মুদ্রনের জনক কে ও কখন থেকে বাংলা মুদ্রণ শুরু হয়?
উত্তর: চার্লস উইলকিন্স বাংলা মুদ্রনের জনক ও ১৭৮০ সালে প্রথম বাংলা মুদ্রন শুরু হয়।
প্রশ্ন: বাঙ্গালীদের মধ্যে মুদ্রনে প্রধানত অবদান ছিল কাদের?
উত্তর: ১। পঞ্চানন কর্মকার ও ২। মনোহর কর্মকার।
প্রশ্ন: বাংলাদেশে পাবলিক লাইব্রেরি কখন প্রতিষ্ঠা লাভ করে?
উত্তর: ১৯৫৩ সালে পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা লাভ করে।
প্রশ্ন: জাতীয় গ্রন্থাগার কখন প্রতিষ্ঠা লাভ করে ও বর্তমানে তাঁর সংগ্রহ কত?
উত্তর: ১৯৭৩ সালে, সংগ্রহ প্রায় ছয় লাখের মত।
প্রশ্ন: বাংলাদেশ কপিরাইট আইন কবে পাশ হয়?
উত্তর: ১৯৭৪ সালে বাংলাদেশে কপিরাইট আইন পাশ হয়।
প্রশ্ন: প্রথম বাংলা মুদ্রিত বইয়ের নাম কি?
উত্তর: এ গ্রামার অব দ্যা বেঙ্গল।
প্রশ্ন: বাংলাদেশে প্রথম ছাপাখানা কোথায় ও কখন প্রতিষ্ঠা লাভ করে।
উত্তর: ১৮৪৭ সালে রংপুরে প্রথম ছাপা খানা প্রতিষ্ঠা লাভ করে।
প্রশ্ন: বিবলিওথিক ন্যাশনাল কখন প্রতিষ্ঠা লাভ করে এবং কোথায় অবস্থিত?
উত্তর: ১৩৬৫ সালে এবং ফ্রান্সে অবস্থিত।
প্রশ্ন: বিবলিওথিক ন্যাশনাল এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: চার্লস।
প্রশ্ন: বিবলিওথিক ন্যাশনাল কোথায় অবস্থিত?
উত্তর: ফ্রান্সের প্যারিস শহরে অবস্থিত।
প্রশ্ন: বিশ্বের সর্ববৃহৎ লাইব্রেরির নাম কি?
উত্তর: লাইব্রেরী অব কংগ্রেস।
প্রশ্ন: লাইব্রেরি অব কংগ্রেস কোথায় অবস্থিত?
উত্তর: আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
প্রশ্ন: লাইব্রেরী অব কংগ্রেস কোথায় ও কখন প্রতিষ্ঠা লাভ করে।
উত্তর: আমেরিকায় ১৮০০ সালে প্রতিষ্ঠা লাভ করে।
প্রশ্ন: লাইব্রেরী অব কংগ্রেসের বর্তমান সংগ্রহ শালা কত?
উত্তর: ১১৫ মিলিয়ন আইটেম
প্রশ্ন: লাইব্রেরি অব কংগ্রেসের প্রথম ভবন কখন ও কি নামে অভিহিত করা হয়।
উত্তর: ১৮৯৭ সালে Thomas Jefferson ভবন নামে নিজস্ব লাইব্রেরি ভবন নির্মিত হয়
প্রশ্ন:। লাইব্রেরি অব কংগ্রেসের বর্তমানে কয়টি ভবনে পরিচালিত হচ্ছে।
উত্তর: সুবিশাল ১৩টি ভবনে পরিচালিত হচ্ছে।
প্রশ্ন: লাইব্রেরি অব কংগ্রেস যাত্রা পাতা কয়টি সপ্তাহ ছিল।
উত্তর: মাত্র ১৬৪টি বই ও ৯টি ম্যাপ নিয়ে যাত্রা শুরু করে।
প্রশ্ন:লাইব্রেরি অব কংগ্রেসে প্রতিদিন গড়ে কি পরিমান সংগ্রহ যোগ হয়?
উত্তর: দেশী ও বিদেশী প্রায় ৩৯০০০ (উনচল্লিশহাজার) আইটেম প্রতিদিন সংগ্রহশালাতে যোগ হয়
প্রশ্ন: লাইব্রেরী অব কংগ্রেস কার দ্বারা পরিচালিত হয়?
উত্তর: ২৫ জানুয়ারি ১৮০২ সালের Act অনুসারে মার্কিন সিনেট এর প্রেসিডেন্ট এবং House of Representative এর স্পীকার গ্রস্থাগারের নীতিমালা নির্ধারণ করেন। গ্রন্থাগার পরিচালনার অর্থ বরাদ্দের জন্য মার্কিন সিনেটের ওজন Representative এর ৩ জন করে মোট ৬ জনের কমিটি রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট উক্ত সদস্যদের নির্বাচন করেন।
প্রশ্ন: বাংলাদেশের প্রাচীন লাইব্রেরীর নাম কি?
উত্তর: উডর্বান লাইব্রেরী
প্রশ্ন: উডবার্ন লাইব্রেরী কোথায় ও কখন প্রতিষ্ঠা লাভ করে?
উত্তর: বগুড়ায় ১৮৫৪ সালে প্রতিষ্ঠা লাভ করে।
প্রশ্ন: বাংলাদেশে গ্রস্থাগার দিবস ২০১৮ সালে পূর্বে কোনটি ছিল?
উত্তর: ২১শে মার্চ ।
প্রশ্ন: বর্তমানে গ্রন্থাগার দিবস কোনটি?
উত্তর: ৫ ফেব্রুয়ারি, ২০১৮ সাল থেকে শ্রেণির দিবস হিসেবে গণ্য করা হচ্ছে।
প্রশ্ন। কর্ডোভা গ্রন্থাগার কোথায় অবস্থিত?
উত্তর: স্পেনের কর্ডোভা শহরে অবস্থিত।
প্রশ্ন: গ্রানাডা লাইব্রেরী কোথায় অবস্থিত?
উত্তর: স্পেনের গ্রানাডা শহরে অবস্থিত।
প্রশ্ন: বায়তুল হিকমা কে, কোথায় প্রতিষ্ঠা করেন?
উত্তর: খলিফা হারুন-আর-রশিদ ইরাকের বাগদাদ শহরে বায়তুল হিকমা প্রতিষ্ঠা করেন।
প্রশ্ন: বাংলাদেশের প্রাচীন প্রাতিষ্ঠানিক গ্রন্থাগারের নাম কি এবং করে প্রতিষ্ঠা লাভ: করে?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরী। প্রতিষ্ঠা ১৯২১ সালে।
প্রশ্ন: ঢাকা বিশ্ববিদ্যায়ের বর্তমানে সর্বমোট সংগ্রহ কত?
উত্তর: প্রায় ছয় লক্ষ
প্রশ্ন: বাংলাদেশের সর্ববৃহত লাইব্রেরীর নাম কি?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরী।
প্রশ্ন: BANSDOC কী ?
উত্তর: ১৯৬০ সালে ঢাকায় Pakistan National Scientific and Technology Documention center সংক্ষেপে PANSDOC এর পূর্বাঞ্চলীয় শাখা প্রতিষ্ঠিত হয়। দেশের বিজ্ঞান ও কারিগরি ক্ষেত্রে গবেষণা ও উন্নয়নের জন্যে দেশীয় বিজ্ঞানীদের গবেষণা উৎসাহ যোগানো এবং বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে সর্বশেষ তন্ন সম্পর্কে জনগণকে অবহিত করার জন্যে এ প্রতিষ্ঠান স্থাপিত হয়। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এর পূর্বাঞ্চলীয় শাখা Bangladesh National Scientific & Technology Documentation Center RW BANSDOC নামে অভিহিত করা হয়।
প্রশ্ন: বাংলাদেশে বিজ্ঞান ভিত্তিক গ্রন্থাগার কখন ও কি নামে প্রতিষ্ঠা লাভ করে?
উত্তর: ১৯৬৩ সালে Bangladesh National Scientific and Technical Documentation (BANSDOC) নামে প্রতিষ্ঠিত হয়।
প্রশ্ন: BANSDOC কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকার শেরেবাংলা নগরস্থ আগারগাঁও এ অবস্থিত।
প্রশ্ন: BANSDOC এর বর্তমান সপ্তাহশালা ?
উত্তর: বিজ্ঞান ও প্রযুক্তির আলোকে প্রকাশিত প্রায় ১০০০০ (দশ হাজার) ডকুমেন্টস এবং দেশী ও বিদেশী ১৫০টি বিজ্ঞান বিষয়ক সাময়িকী আছে।
প্রশ্ন: বাংলাদেশে Library Science এর সার্টিফিকেট কোর্স কবে চালু হয়?
উ: Library Science এর প্রথম কোর্স হিসাবে সার্টিফিকেট কোর্স ১৯৫৮ সালে বাংলাদেশে চালু হয়।
প্রশ্ন: POST Graduate Diploma in Library Science করে বাংলাদেশে চালু হয়?
উত্তর: ১৫৫৯ সালে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে Post Graduate Diploma in Library Science চালু হয়।
প্রশ্ন: বাংলাদেশে Library Science এর উপর এম.এ ডিগ্রি চালু হয় কবে?
উত্তর: ১৯৭৫-৭৬ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম. এ ডিগ্রি চালু হয়।
প্রশ্ন: বাংলাদেশে সর্বপ্রথম কবে এবং কোথায় Library Science এর উপর অনার্স কোর্স চালু হয়?
উত্তর: ১৯৮৭-৮৮ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্স চালু হয়।
প্রশ্ন: শ্রেণীকরণ বা Classification এর সংজ্ঞা দাও।
উত্তর: Classification is a mental process of separation, grouping and naming of like thing or ideas from unlikeness.
প্রশ্ন: শ্রেণীকরণের সংজ্ঞা দাও?
উত্তর: W.H. Philips এর মতে শ্রেণীকরণ হচ্ছে পৃথকীকরণ ও একত্রিকরণ পদ্ধতি, যা সমজাতিয় জিনিসকে একত্র করে এবং অসমজাতীয় জিনিসকে পৃথক করে।
প্রশ্ন: শ্রেণি করণের প্রসিদ্ধ ক্রীম কি কি?
উত্তর: 1. Dewey Decimal Classification (DDC)
2. Universal Decimal Classification (UDC)
3. Colon Classification (CC)
4. Neppon Classification (NC)
5. Library of congrace Classification (LCC)
6. Population classification(PC)
প্রশ্ন: DDC কত খণ্ডে বিভক্ত ও কি কি?
উত্তর: ১. বর্তমান ২০তম Edition থেকে DDC তে বিভক্ত - Volume 1- Introduciton & table, Volume2, Schedules; 000-599 & volume 3, Schedules, 600-999, Volume 4 Relative Index
প্রশ্ন: DDC এর প্রণেতা কে?
উ: Melvil Dewey.
প্রশ্ন: DDC এর প্রধান বৈশিষ্ট্যসমূহ কি কি?
উত্তর: ১। সাধারণ শ্রেণী ২ প্রকার বিভাগ ৩। আঙ্গিক শ্রেণী ৪। স্মৃতি সহায়ক ডিভাইস ও ৫। নোটেশন।
প্রশ্ন: LC ক্রীম কি?
উত্তর: Library of Congress কর্তৃক প্রণিত শ্রেণীকরণ ক্রীমের নাম LC ক্রীম। পৃথিবীর সর্ববৃহৎ গ্রন্থাগার লাইব্রেরী অব কংগ্রেস। ৪৭০ টির অধিক ভাষায় রচিত এর বর্তমান সংগ্রহ ৭০ মিলিয়নের বেশী। টমাস জেকার সন LC এর আবিষ্কার করেন। ১৯০২ সন থেকে LC ক্রীম চালু হয়।
প্রশ্ন: CC স্ক্রীম কি?
উত্তর: CC এর পুরো নাম হচ্ছে Colon Classification. ভারতের বিখ্যাত গ্রন্থাগার বিজ্ঞানী ড. এস আর রঙ্গনাথন এই পদ্ধতি উদ্ভাবন করেন। যে পদ্ধতিতে বিভাজন প্রক্রিয়ায় (1) কোলন চিহ্ন ব্যবহার করা হয় বলে একে Collon Classification হয়। ১৯৩৩ সালে প্রথম প্রকাশিত হয়।
প্রশ্ন: শ্রেণীকরণের বৈশিষ্ট্য গুলো কি কি?
উত্তর: 1. Generalia class 2 Form Class 3. Form division, 4. Notation 5. Index
প্রশ্ন: Generalia Class এর অপর নাম কি?
উত্তর: Waste paper / Basket Class বলে।
প্রশ্ন: Form Class কোথায় ব্যবহার হয়?
উত্তর: Form Class সাহিত্যের ক্ষেত্রে ব্যবহার হয়।
প্রশ্ন: Form Division কিভাবে ব্যবহার হয়?
উত্তর: Main Class এর সাথে Form Division ব্যবহার হয়।
প্রশ্ন: Form Division এর অন্য নাম কি?
উত্তর: Standard Sub Division থাকে Table ১ বলে।
প্রশ্ন: Generalia class কাকে বলে?
উত্তর: যে সমস্ত ব্যাপক বিষয় ভিত্তিক প্রকাশনা নির্দিষ্ট কোন শ্রেণীতে স্থান দেয়া যায় না। সে সমস্ত পুস্তক সামগ্রীকে স্থান দেয়ার জন্য একটি সাধারণ শ্রেণী সংযোজন করা প্রয়োজন। এ শ্রেণীকে Wastepaperbasketclass হিসেবে আখ্যায়িত করা হয়।
প্রশ্ন: Index কাকে বলে?
উত্তর: Index হলো Schedule এ ব্যবহৃত পদ বা বিষয়ের বর্ণানুক্রমিক তালিকা যাতে প্রতিটি পদের পাশে তার Notation যুক্ত থাকে। Index ২ প্রকার যথা :- (1) Specific Index (2) Relative Index.
প্রশ্ন: Notation কাকে বলে?
উত্তর: W.C.B. Sayers এর মতে, “Notation হলো এক ধরনের সংক্ষিপ্ত চিহ্ন বা প্রতীকসমূহ যা বর্ণীকরণ পদ্ধতির অনুকূলে বই সাজিয়ে রাখতে সহায়তা প্রদান করে।
প্রশ্ন: DDC এর Main Class: First Summery কি কি?
উত্তর: DDC এর Main Class: First Summery:
000 = Computer Science, information & General works
100 = Philosophy & Related disciplines
200 = Religion
300 = Social science
400 = Language
500 = Pure Science
600 = Technology (Applied science)
700 = The Arts
800 = Literature
900 = General Geography &amo; History and their Auxiliaries
প্রশ্ন: DDC এর Generalla Class কি কি?
উত্তর: 000 = Computer Science, information & General works
010 = Bibliography
020 = Library and Information science
030 = General Encyclopedia works
040 = Language
050 = General serial publications
060 = General organization and musicology
070 = Journalism, publishing, newspaper
080 = General collections
090 = Manuscripts and book Rarities
প্রশ্ন: ২টি দেশের মধ্যে চুক্তি বা সম্পর্ক বুঝাকে কি বলে?
উত্তর: ১। দুটি দেশের সম্পর্ক বুঝাতে দুই দেশের শ্রেণী নম্বরে মাঝে বসাতে হয়। ২। নিজ দেশ আগে বসবে। এ দাতা দেশ আগে বসবে ৪। Schedules দেশের নামার আগে আসনে সে দেশের নামার আগে বসবে।
প্রশ্ন: বাংলাদেশের এরিয়া নম্বর কত?
উত্তর: ৫৪৯২
প্রশ্ন: আল কোরআনের শ্রেণি নম্বর কত?
উত্তর: ২৯৭.১২২
প্রশ্ন: সেক্সপিয়ার এর শ্রেণি নম্বর কত?
উত্তর: ৪২০.৩৩
প্রশ্ন: বাংলাদেশের ইতিহাস নম্বর কত?
উত্তর: ৯৫৪৯২
প্রশ্ন: বাংলাদেশের ভূগোল নম্বর কত?
উত্তর: ৯১৫৪৯২
প্রশ্ন: বাংলা সাহিত্য নম্বর কত?
উত্তর: ৮৯১.৪৪
প্রশ্ন: DDC এর শ্রেণি নম্বর কত?
উত্তর: ০২৫.৪৩১
প্রশ্ন: বাংলা ভষার নম্বর কত?
উত্তর: ৪১১.৪৪
প্রশ্ন: খুলনা বিভাগের ইতিহাস নম্বর কত?
উত্তর: ৯৫৪.৯২৫
প্রশ্ন: সিলেট বিভাগের ইতিহাস নম্বর কত?
উত্তর: ৯৫৪.৯২৭
প্রশ্ন-৫৬: চট্টগ্রাম বিভাগের ইতিহাস নম্বর কত?
উত্তর: ১৫৪.৯২৩
প্রশ্ন: রাজশাহী বিভাগের ইতিহাস নম্বর কত?
উত্তর: ১৫৪.৯২৪
প্রশ্ন: ঢাকা বিভাগের ইতিহাস নম্বর কত?
উত্তর: ১৫৪.৯২২
প্রশ্ন: বরিশাল বিভাগের ইতিহাস নম্বর কত?
উত্তর: ৯৫৪.৯২৬
প্রশ্ন: গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের শ্রেণী সংখ্যা কত?
উত্তর: শ্রী সংখ্য হলো ০২০
প্রশ্ন: দর্শন এর শ্রেণী সংখ্যা কত।
উত্তর: শ্রেণী সংখ্যা হলো ১০০
প্রশ্ন: কম্পিউটার বিজ্ঞান এর শ্রেণী সংখ্যা কত?
উত্তর : শ্রেণী সংখ্যা হলো ০০৪
প্রশ্ন: ইসলাম ধর্ম এর শ্রেণী সংখ্যা কত?
উত্তর: শ্রেণী সংখ্যা হলো ২৯৭
প্রশ্ন: সমাজ বিজ্ঞান এর শ্রেণী সংখ্যা কত?
উত্তর: শ্রেণী সংখ্যা হলো ৩০০
প্রশ্ন: রাষ্ট্রবিজ্ঞানের শ্রেণী সংখ্যা কত?
উত্তর: শ্রেণী সংখ্যা ৩২০
প্রশ্ন: অর্থনীতি এর শ্রেণী সংখ্যা কত?
উত্তর: শ্রেণী সংখ্যা হলো ৩৩০
প্রশ্ন: আইন বা Law এর শ্রেণী সংখ্যা কত?
উত্তর: ৩৪০
প্রশ্ন: গণিত এর শ্রেণী সংখ্যা কত?
উত্তর: ৫১০
প্রশ্ন: পদার্থ বিজ্ঞান এর শ্রেণী সংখ্যা কত?
উত্তর: ৫৩০
প্রশ্ন: রসায়ন বিজ্ঞান এর শ্রেণী সংখ্যা কত?
উত্তর: ৫৪০
প্রশ্ন: চিকিৎসা বিজ্ঞান এর শ্রেণী সংখ্যা কত?
উত্তর: ৬১০