এমএইচভির কন্ঠস্বর

তথ্য হালনাগাদ ফর্ম পুরোন সমস্যার সমাধান!

তথ্য হালনাগাদ ফর্ম পুরোনের সমস্যার সমধান!

****

কিভাবে তথ্য হালনাগাদ ফর্ম পুরোন করবেন তার ভিডিও, ফর্ম লিংক, জেলার নাম ও উপজেলার নাম গুলো দেওয়া হলো। এবং সমস্যার বিষয়ে কিছু কথা আলোচনা করা হলো।


Personal Database of MHV 2019 - 2020

Multipurpose Health Volunteer


Name *

নিজের নাম লিখবেন।


Age *

বয়স দিবেন।


Sex *

লিঙ্গ দিবেন।


Education *

শিক্ষাগত যোগ্যতা দিবেন। MA বা অন্য কিছু হলে Others দিবেন।


Mobile No. *

মোবাইল নাম্বার দিবেন।


Email Address *

ইমেইল এড্রেস দিবেন। একই ইমেইল সবযায়গায় দিবেন।


Personal Bank account (if any)

ব্যাংক একাউন্ট দিবেন।

যদি না থাকে তবে ফাঁকা রাখবেন।

যেকোনো ব্যাংকের একাউন্ট দেওয়া যাবে তবে উপজেলা থেকে যদি নির্দিষ্ট কোনো ব্যাংকে নাম বলে তবে সেই ব্যাংকের একাউন্ট দিতে হবে।

এবং নিজের নামের ব্যাংক একাউন্ট ছাড়া অন্য কারো ব্যাংক একাউন্ট দেওয়া যাবেনা।

মোবাইল ব্যাংক ও এজেন্ট ব্যাংকের নাম্বার দেওয়া যাবে না।

Division *

বিভাগের নাম লিখবেন।


District *

জেলার নাম লিখবেন।

Upazila / Municipility

উপজেলার নাম লিখবেন।

সদর উপজেলা গুলোর নাম ফর্মে নেই। তাই জেলার নাম দিয়ে উপজেলার যায়গায় sadar দিবেন। উপজেলার তালিকায় sadar লেখা পাবেন।


এবং যেসব উপজেলার নাম এখনে আছে কিন্তু ফর্মে খুজে পাচ্ছেন না তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করেন।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানালে এটার সমাধান পাবেন। আর যদি কোনো সমাধন না পান। তবে শুধু জেলার নাম দিবেন। উপজেলার নাম না লিখলেও জমা নেবে। তবে শেষে Other এর গিয়ে লিখবেন- "আমাদের উপজেলার নাম তালিকায় না থাকায় এই কলাম ফাকা রেখেছি। আমার জেলা ও উপজেলার নাম,, লিখবেন "


Union (if applicable)

ইউনিয়নের নাম লিখবেন।


Ward

আপনার ওয়ার্ড নং লিখবেন।


CC

কমিউনিটি ক্লিনিকের নাম লিখবেন।


Block (within CC catchment area) *

আপনি কমিউনিটি ক্লিনিকের যে ব্লকে কাজ করছেন সেটা লিখবেন। যেমন- মনে করেন আপনারা ৫ জন এমএইচভি এখন এলাক ৫ ভাগে ভাগ করে। একজন ১ একজন ২ একজন ৩ একজন ৪ একজন ৫ দিবেন।


Ward

আপনি যে একালায় কাজ করছেন সেই ওয়ার্ড নং লিখবেন।


Training Completed

যাদের ৫ দিনের ট্রেনিং হয়েছে তারা

MHV Basic Training (5 Days) দিবেন।

যারা MHV এ্যাপে পেমেন্ট এবং রেফার করেন তারা

MHV Apps (Payment and referel) দিবেন।

যারা প্রিমা এ্যাপে কাজ করেছেন (পুরাতন)

Prima Apps (Health Data Collection) দিবেন।

এর বাহিরে যদি অন্য কিছু হয় তবে

Other: দিয়ে এখানে লিখবেন।


Is the work started at household level?

যারা বাড়িবাড়ি যেয়ে কাজ শুরু করেছেন তারা Yes দেবেন, এবং যাদের এখনো কাজ শুরু হয়নি তারা No দেবেন।


Others

এখানে যেকোনো সমস্যার কথা লিখবেন। ফাকা রাখলেও সমস্যা নেই।


শেষ তারিখ- ১৭/১১/২০২০ ইং


★★উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা CHCP এর অনুমতি ছাড়া কেউ পুরোন করবেন না★★


আর তারা যেভাবে পুরোন করতে বলবে সেভাবে পুরোন করবেন।


তথ্য হালনাগাদ ফর্ম লিংক । এখানে ক্লিক করে ওপেন করেন।

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSecnOtUY2xlrgzwhjk--fb4r-X6hJa5w9b_87hxD7sHqf6qbg/viewform


কিভাবে পুরোন করবেন তার ভিডিও

https://youtu.be/J1kE0WAH59E


এমএইচভির কন্ঠস্বর

আমরা এমএইচভিদের সাথে আছি। এবং চেষ্টা করবো সবসময় পাসে থাকার।

https://www.facebook.com/groups/bdmhv


আমদের ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এখানে এমএইচভিদের সকল বিষয়ে ভিডিও আপলোড করা হয় নিয়মিত।

https://youtube.com/mhvbd



যে ২৬ টি জেলার ১০৬ টি উপজেলার এমএইচভিরা তথ্য হালনাগাদ ফর্ম পুরোন করবেন তার তালিকা দেওয়া হলো!!

তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা CHCP এর অনুমতি ছাড়া কেউ পুরোন করবেন না।

****


➤ঢাকা জেলা

দোহার উপজেলা

নবাবগঞ্জ উপজেলা

কেরানীগঞ্জ উপজেলা

সাভার উপজেলা

ধামরাই উপজেলা


➤গোপালগঞ্জ জেলা

গোপালগঞ্জ সদর উপজেলা

টুঙ্গিপাড়া উপজেলা

কাশিয়ানী উপজেলা

কোটালিপাড়া উপজেলা

মুকসুদপুর উপজেলা


➤মাদারীপুর জেলা

রাজৈর উপজেলা

কালকিনি উপজেলা

শিবচর উপজেলা


➤মানিকগঞ্জ জেলা

মানিকগঞ্জ সদর উপজেলা

ঘিওর উপজেলা

দৌলতপুর উপজেলা

শিবালয় উপজেলা

সাটুরিয়া উপজেলা

সিঙ্গাইর উপজেলা

হরিরামপুর উপজেলা


➤নরসিংদী জেলা

নরসিংদী সদর উপজেলা

রায়পুরা উপজেলা

বেলাবো উপজেলা

পলাশ উপজেলা

মনোহরদী উপজেলা

শিবপুর উপজেলা


➤কিশোরগঞ্জ জেলা

কিশোরগঞ্জ সদর উপজেলা

অষ্টগ্রাম উপজেলা

পাকুন্দিয়া উপজেলা

ভৈরব উপজেলা

মিঠামইন উপজেলা


➤কক্সবাজার জেলা

কক্সবাজার সদর উপজেলা

উখিয়া উপজেলা

কুতুবদিয়া উপজেলা

চকোরিয়া উপজেলা

টেকনাফ উপজেলা

পেকুয়া উপজেলা

মহেশখালী উপজেলা

রামু উপজেলা


➤চাঁদপুর জেলা

চাঁদপুর সদর উপজেলা

ফরিদগঞ্জ উপজেলা

মতলব উত্তর উপজেলা

মতলব দক্ষিণ উপজেলা

শাহরাস্তি উপজেলা


➤বান্দরবান জেলা

বান্দরবান সদর উপজেলা

লামা উপজেলা


➤খাগড়াছড়ি জেলা

খাগড়াছড়ি সদর উপজেলা

রামগড় উপজেলা


➤কুমিল্লা জেলা

মুরাদনগর উপজেলা

লাঙ্গলকোট উপজেলা


➤সিরাজগঞ্জ জেলা

বেলকুচি উপজেলা

কামারখন্দ উপজেলা

চৌহালি উপজেলা

কাজীপুর উপজেলা

রায়গঞ্জ উপজেলা

শাহজাদপুর উপজেলা

তাড়াশ উপজেলা

উল্লাপাড়া উপজেলা


➤বগুড়া জেলা

বগুড়া সদর উপজেলা


➤যশোর জেল

ঝিকরগাছা উপজেলা

অভয়নগর উপজেলা

চৌগাছা উপজেলা


➤ঝিনাইদহ জেলা

কোটচাঁদপুর উপজেলা

শৈলকূপা উপজেলা


➤সাতক্ষীরা জেলা

কালিগঞ্জ উপজেলা

শ্যামনগর উপজেলা


➤খুলনা জেলা

ফুলতলা উপজেলা

দাকোপ উপজেলা

কয়রা উপজেলা


➤পটুয়াখালী জেলা

পটুয়াখালী সদর উপজেলা

কলাপাড়া উপজেলা

দশমিনা উপজেলা

দুমকি উপজেলা

বাউফল উপজেলা

মির্জাগঞ্জ উপজেলা

গলাচিপা উপজেলা


➤রংপুর জেলা

রংপুর সদর উপজেলা

পীরগঞ্জ উপজেলা

তারাগঞ্জ উপজেলা

বদরগঞ্জ উপজেলা


➤দিনাজপুর জেলা

দিনাজপুর সদর উপজেলা

বীরগঞ্জ উপজেলা

চিরিরবন্দর উপজেলা


➤নীলফামারী জেলা।

নীলফামারী সদর উপজেলা

ডোমার উপজেলা

ডিমলা উপজেলা

জলঢাকা উপজেলা

কিশোরগঞ্জ উপজেলা

সৈয়দপুর উপজেলা


➤জামালপুর জেলা

মেলান্দহ উপজেলা

ইসলামপুর উপজেলা


➤ময়মনসিংহ জেলা

ফুলপুর উপজেলা

ফুলবাড়িয়া উপজেলা


➤মৌলভীবাজার জেলা

রাজনগর উপজেলা

শ্রীমঙ্গল উপজেলা

বড়লেখা উপজেলা


➤সুনামগঞ্জ জেলা

সুনামগঞ্জ সদর উপজেলা

ছাতক উপজেলা

তাহিরপুর উপজেলা

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা

দিরাই উপজেলা

ধর্মপাশা উপজেলা

বিশ্বম্ভরপুর উপজেলা

শাল্লা উপজেলা


➤সিলেট জেলা

সিলেট সদর উপজেলা

বিশ্বনাথ উপজেলা


★ধন্যবাদ★