Easy English By MoitnSir -An English Learning Platform
Summary হচ্ছে সারমর্ম। সহজভাবে বললে বলা যায়, অনেক কথাকে অল্প কথায় প্রকাশ করার জন্যে যা লেখা হয় সেটাই summary.
সারমর্ম/সারাংশ অথবা summary কে একটা লিখিত প্রবন্ধ/গল্প/কবিতা/উপন্যাস/ইত্যাদির নির্যাস বলা যেতে পারে।
Skim the Passage:
প্রথমেই একটি সাধারণ ধারণা পাওয়ার জন্যে পুরো passage টির উপরে চোখ বুলিয়ে নিতে হবে। তবে, passage টির গুরত্বপূর্ণ লাইনগুলো অবশ্যই পড়তে হবে। এ সময় খুব দ্রুতই passage টির subheadings গুলো দেখে নেয়া যায়। যদি passage টিতে কোন sub-heading না থাকে তবে passage টির প্রতিটি paragraph এর প্রথম লাইনটি পড়ে নিলেও passage টি সম্পর্কে একটা তড়িৎ ধারণা পাওয়া যাবে।
Summary র প্রথমেই লিখতে হবে যে passage টি মুলত কোন বিষয় নিয়ে লেখা হয়েছে এবং কে লিখেছে (যদি উল্লেখ করা থাকে)। এই লাইনটা নিজের ভাষায় লিখতেই হবে কারণ এটা মুল passage এ দেয়া থাকবে না।
Mark the Important Sentences
Passage টির সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্য/বাক্যাংশগুলো গুলো চিহ্নিত করতে হয়। চিহ্নিত বাক্য/বাক্যাংশ গুলোকে নিজের মত গুছিয়ে Rewrite অর্থাৎ নতুনভাবে লিখতে হয়।
Rewrite the Sentences:
Rewrite the sentences using simple/complex/compound structures. এ ছাড়াও Synnonym ও antonym ব্যবহার করে বাক্যগুলিকে rewrite করা যায়।
উপরে উল্লেখিত কৌশল ব্যবহার করে সুন্দর করে English Ist Paper এর Summary লেখা যায়।