আমি থাকবো না এটা নিশ্চিত,
থেকে যাবে কর্মফল এবং গুণকীর্তন এটাই স্বাভাবিক...
আমি থাকবো না এটা নিশ্চিত,
থেকে যাবে কর্মফল এবং গুণকীর্তন এটাই স্বাভাবিক...
কর্মজীবনের ৯ বছর চলমান। ভার্সিটি লাইফের শুরু থেকেই ক্যারিয়ার জীবনের শুরু। এরই মাঝে তিনটি কোম্পানি পেরিয়ে চতুর্থটিতে বর্তমান।
শুরুটা হয়েছিলো রবি’র ডিস্ট্রিবিউটর কোম্পানি “K Telecom” থেকে। কম্পিউটারে ভালো দক্ষতা থাকায় ডিস্ট্রিবিউটরের আইটি অপারেটর হিসেবে কাজ করার সুযোগ হয়েছিলো। এখানে খুব কম সময় কাজ করা হলেও দক্ষ সহকর্মীদের সান্নিধ্যে অল্প সময়ের মধ্যেই ডিস্ট্রিবিউটরের প্রায় সকল কাজ শেখা সম্ভব হয়েছিলো।
দ্বিতীয়টি শুরু হয়েছিলো মাল্টিন্যাশনাল কোম্পানি “Compugates International (Bangladesh) Ltd” থেকে। মূলত এখান থেকেই ক্যারিয়ারের ভীতটা শুরু হয়। অসংখ্য দক্ষ কলিগ এবং যোগ্য লিডারদের সংস্পর্শে কর্পোরেট কালচার, কমিউনিকেশন ইত্যাদি সহজেই আয়ত্ত করা সম্ভব হয়েছিলো। পুরো ঢাকা শহরের রবি’র ডিস্ট্রিবিউটরগুলোর মাদার ডিস্ট্রিবিউটর ছিল এই কোম্পানি। মোট ১৪টি ডিস্ট্রিবিউটর ছিল এই কোম্পানির আয়ত্বাধীন।
ডিস্ট্রিবিউটরের কমপ্লায়েন্স মেইনটেন, এরিয়া ম্যানেজার এবং রিজিওনাল কো-অর্ডিনেটরের চাহিদা অনুযায়ী রিপোর্ট জেনারেট, ফিল্ডফোর্সদের টার্গেট সেটআপ এবং অন্যান্য ডিস্ট্রিবিউটরের অপারেটরদের ট্রেনিং করানো, অডিট সহযোগীতা ইত্যাদি ছিল আমার প্রধান কাজ। একাধিকবার সারা বাংলাদেশের মধ্যে কমপ্লায়েন্সে প্রথম হওয়ার গৌরবও রয়েছে এই কোম্পানি থেকে।
তৃতীয়টি শুরু হয়েছিলো বাংলাদেশের বৃহত্তম আইটি সার্ভিস কোম্পানি “Netizen IT Limited” থেকে। শিক্ষা ব্যবস্থাকে ডিজিটালাইজেশন করাই ছিল যাদের মূলমন্ত্র। ম্যানেজারিয়াল স্কীল, লিডারশীপ স্কীল, কমিউনিকেশন স্কীল, প্রেজেন্টেশন স্কীল, মোটিভেশন ইত্যাদি সমৃদ্ধশালী হয়েছে এখান থেকেই। কোম্পানির চারপাশ জুড়েই ছিল লার্নিং এনভায়রনমেন্ট।
বিলিং, অডিট এন্ড কন্ট্রোল, সিআরএম, সকল ধরণের ডিসবার্সমেন্ট, ভেন্ডর ম্যানেজমেন্ট, স্টোক ম্যানেজমেন্ট, সেলস সাপোর্ট, টিম ম্যানেজমেন্ট, ডিপোজিট এপ্রুভাল ইত্যাদি কাজগুলো করা হয়েছে দীর্ঘ প্রায় ৪ বছরে।
৬৪ জেলার প্রায় ১০০০ কমিউনিটি পার্টনার নিজ এলাকা থেকে কাজ করতো এই কোম্পানির সাথে। হেড অফিসে দায়িত্বে থাকায় সব জেলার কমিউনিটি পার্টনারদের সাথে কাজ করার সুযোগ হয়েছে। এছাড়াও অডিট এবং সিআরএম এর জন্য মাঝে-মধ্যে শিক্ষা-প্রতিষ্ঠানের টিচারদের সাথেও যোগাযোগ করতে হতো। একেক অঞ্চলের মানুষের একেক রকম ভাষা, ভিন্ন ভিন্ন আচার-আচরণ, চাহিদা বা রিকোয়ারমেন্ট সবকিছুই ছিল ভিন্ন ভিন্ন। এতসব মানুষের সাথে কাজ করে অভিজ্ঞতার ঝুলিটাও বেশ ভারী হয়েছে। কৃতজ্ঞ এই কোম্পানির সকল কলিগদের কাছে।
Location: Dhaka
Location: Mohammadpur, Dhaka
Location: Mohammadpur, Dhaka
Location: Panchagarh Sadar
Location: Panchagarh Sadar