Schedule

মালদা কলেজ আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার সূচি 

তারিখ : ০৩/০১/২০২৪

বিষয়: সঙ্গীত 

ক) রবীন্দ্রসঙ্গীত: ( রবিঠাকুরের যে কোনো গান ) :  সময় বেলা ১২:০০ 

                           স্থান: ২২৫ নং কক্ষ ; মালদা কলেজ

খ) নজরলগীতি: (কাজী নজরুলের যে কোনো গান): সময় বেলা ১: ০০ 

    স্থান: ২২৫ নং কক্ষ ; মালদা কলেজ

গ) আধুনিক: (যে কোনো গান) :  সময় বেলা ২: ০০ 

     স্থান: ২২৫ নং কক্ষ ; মালদা কলেজ

(সঙ্গীত পরিবেশনের জন্য যদি কোনো যন্ত্রানুষঙ্গের (হারমোনিয়াম, তবলা) প্রয়োজন হয়, তবে তা প্রতিযোগীকে নিয়ে আসতে হবে। রবীন্দ্রসঙ্গীত বা নজরুলগীতির ক্ষেত্রে  ক্ষেত্রে কোনো ট্র্র্র্যাক ব্যবহার করা যাবে না। আধুনিক গানের ক্ষেত্রে ট্র্র্র্যাক ব্যবহার করা যাবে । গান খালি গলাতেও গাওয়া যেতে পারে।)

তারিখ : ০৪/০১/২০২৪

বিষয় :  নৃত্য 

ক) শাস্ত্রীয়নৃত্য: (যে কোনো ঘরানার একটি নির্দিষ্ট তাল / বোল / বন্দনা ইত্যাদি অনুসরণে নৃত্য।   

সময়: বেলা ১১:৩০

স্থান: মালদা কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সামনের মুক্ত মঞ্চ (ভাবনা মঞ্চ)।

খ) রবীন্দ্রনৃত্য:  ( রবিঠাকুরের যে কোনো একটি গান অনুসরণে )

সময়: বেলা ১২:৩০

স্থান: মালদা কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সামনের মুক্ত মঞ্চ (ভাবনা মঞ্চ)।

গ) লোকনৃত্য:  (যে কোনো লোকসঙ্গীত অনুসরণে )

সময়: বেলা ১:৩০  

  স্থান: মালদা কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সামনের মুক্ত মঞ্চ

(প্রতিটি নৃত্যের ক্ষেত্রেই সুর বা গান প্রতিযোগীকে নিয়ে আসতে হবে)

বিঃদ্রঃ শাস্ত্রীয় বা রবীন্দ্র নৃত্যের ক্ষেত্রে কোনো ফিউশন এবং সঙ্গীতের ক্ষেত্রে কোনো ট্র্যাক ব্যবহার বাঞ্ছনীয় নয়।

তারিখ : ০৫/০১/২০২৪

১।। আবৃত্তি : যে কোনো কবির একটি কবিতা:  ( অনধিক ৪০ লাইন) 

সময়: বেলা ১২:০০   

        স্থান: মালদা কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সামনের মুক্তমঞ্চ। (ভাবনা মঞ্চ)।

                   (কবিতার একটি প্রতিলিপি প্রতিযোগীকে আনতে হবে)

২। স্বরচিত কবিতা পাঠ : :   সময় বেলা ১:০০ (অনধিক ২০ লাইন)

৩। তাৎক্ষণিক অভিনয়:  

সময়: বেলা ২:০০ 

                  স্থান: মালদা কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সামনের মুক্তমঞ্চ। (ভাবনা মঞ্চ)।

পোস্টার প্রতিযোগিতা:

বিষয়: ‘বিশ্ব উষ্ণায়ন’ / Global Worming 

একটি প্রমাণ মাপের আর্ট পেপারে পোস্টার তৈরি করতে হবে। (৭০ সেমি x ৫৫সেমি ) নিজেদের তৈরি পোস্টার ছাত্রছাত্রীরা মালদা কলেজের  ১০৬ নম্বর ঘরে জোসিলা দাসের কাছে জমা দেবে।

যোগাযোগ :   ৯০৬৪৪৪১৫৯০         

সময় : ০৪/০১/২০২৪  বিকেল  ২:০০-৩:০০


স্বরচিত প্রবন্ধ প্রতিযোগিতা: 

বিষয়: কৃত্রিম বুদ্ধিমত্তা / Artificial Intelligence 

শব্দ সংখ্যা- অনধিক দেড় হাজার। ছাত্রছাত্রীরা স্বরচিত প্রবন্ধগুলি মালদা কলেজের ১০৬ নম্বর  ঘরে জোসিলা দাসের কাছে কাছে  জমা  দেবে। প্রবন্ধ হাতে লিখে বা টাইপ করে জমা দেওয়া যেতে পারে।

যোগাযোগ : ৯০৬৪৪৪১৫৯০ 

সময় : ০৪/০১/২০২৪  বেলা ১২:০০-৩:০০ -এর মধ্যে


প্রয়োজনে প্রতিযোগিতার দিন বা সময় পরিবর্তনের স্বাধীনতা কর্তৃপক্ষের থাকছে। সেক্ষেত্রে প্রতিযোগীদের পূর্বেই সঠিকভাবে অবগত করা হবে।