Rules & Regulation

সাংস্কৃতিক প্রতিযোগিতার নিয়মাবলী


১। রবীন্দ্রসঙ্গীত ,নজরুলগীতি  ক্ষেত্রে হারমোনিয়াম ও তবলা ছাড়া অন্য কোনো বাদ্যযন্ত্র ব্যবহার করা যাবে না। কোনো ট্র্যাক ব্যবহার বাঞ্ছনীয় নয়। আধুনিক গানের ক্ষেত্রে ট্র্যাক ব্যবহার করা যেতে পারে।

২। প্রতিযোগী মনে করলে খালি গলাতেও গান গাইতে পারে।

৩। হারমোনিয়াম, তবলা এবং তবলাবাদক প্রতিযোগীকে নিয়ে আসতে হবে।

আবৃত্তি/স্বরচিত কবিতা পাঠের ক্ষেত্রে প্রতিযোগীকে নিজের কবিতার একটি কপি বিচারকদের কাছে দিতে হবে।

নৃত্য প্রতিযোগীকে নিজের গান বা সুর নিজের সঙ্গে রাখতে হবে।

নৃত্য প্রতিযোগিতার ক্ষেত্রে কোনো ফিউশন মিউজিক বাঞ্ছনীয় নয়।

তাৎক্ষণিক বক্তব্য  ও অভিনয়ের ক্ষেত্রে প্রতিযোগীকে প্রতিযোগিতার সময় বিষয় জানান হবে। সেক্ষেত্রে  প্রত্যেক প্রতিযোগী প্রস্তুতি নেওয়ার জন্য ৩ মিনিট সময় পাবে।

শাস্ত্রীয় নৃত্যের ক্ষেত্রে নির্দিষ্ট ঘরানার বোল, তাল এগুলি অনুসরণ করতে হবে। যেমন ভরতনাট্যমের ক্ষেত্রে তোরিয়ম, আলারিপু ইত্যাদি। 

পোস্টার প্রতিযোগিতার ক্ষেত্রে প্রতিযোগীকে একটি প্রমাণ মাপের আর্ট পেপারে (৭০সেমি x ৫৫) নির্দিষ্ট বিষয়ে ( পরিবেশ ও পাড়া ) পোস্টার বানিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত কক্ষে জমা দিতে হবে।

স্বরচিত প্রবন্ধ প্রতিযোগিতার ক্ষেত্রে প্রতিযোগীকে নির্দিষ্ট বিষয়ে প্রবন্ধ রচনা করে (অনধিক ১৫০০ শব্দ) নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত কক্ষে জমা দিতে হবে। 

১১. প্রবন্ধ বাংলা বা ইংরিজি যে কোনো ভাষা মাধ্রমেই লেখা যেতে পারে। হাতে লিখে বা টাইপ করে লেখা জমা দেওয়া যেতে পারে।