বিজ্ঞপ্তি -১
-:বিজ্ঞপ্তি:- ( সংখ্যা -১
চিন্তক কমিটি, মূলনিবাসী বহুজন ঐক্য মঞ্চ
( এম. বি. এ. এম )
তারিখ : ০৭.০৭.২০২৩
এতদ্বারা চিন্তক কমিটির সকল সদস্যদের জানানো হচ্ছে যে,আগামী ৩০শে জুলাই , ২০২৩ রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে হৃদয়পুর আম্বেদকর মিশনে একটি সভার আয়োজন করা হয়েছে।
চিন্তক কমিটির সকল সদস্যদের অনুরোধ করা হচ্ছে তাঁরা যেন যথাসময়ে সভাকক্ষে উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করে সভাটি সফল করবার ব্যবস্থা করেন।
ধন্যবাদান্তে,
বিনীত,
(সুজিৎ কুমার সরকার )
আহ্বায়ক , চিন্তক কমিটি,মূলনিবাসী বহুজন ঐক্য মঞ্চ ।
কার্যাবলী :-
১) কমিটি গঠনের পরবর্তীকাল পর্যন্ত সংগঠনের কার্য বিবরনী।
২) চিন্তক কমিটির কিছু রদবদল ও পূর্ণাঙ্গ কমিটি গঠন।
৩) বিবিধ, সভাপতির সম্মতিক্রমে।