কদার অন্ধকারে ধর্ম এনে দিয়েছিল আলো,আজ তার কংকালের হাড় আর পঁচা মাংসগুলোফেরি কোরে ফেরে কিছু স্বার্থাণ্বেষী ফাউল মানুষ-সৃষ্টির অজানা অংশ পূর্ণ করে গালগল্প দিয়ে।আফিম তবুও ভালো, ধর্ম সে তো হেমলক বিষ।ইহকাল ভুলে যারা পরকালে মত্ত হয়ে আছেচলে যাক সব পরপারে বেহেস্তে তাদেরআমরা থাকবো এই পৃথিবীর মাটি জলে নীলে,দ্বন্দ্বময় সভ্যতার গতিশীল স্রোতের ধারায়আগামীর স্বপ্নে মুগ্ধ বুনে যাবো সমতার বীজ

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ( ১৯৫৬-১৯৯১)