ভর্তি বিষয়ক যে কোন তথ্যের জন্য সরাসরি………..
কল করুন: 01748-840273
সরাসরি মেসেজ করুন আমাদের ফেসবুক পেজে : ManStone Outsourcing BD
সরাসরি জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে : ManStone Outsourcing BD
🌺 ব্যাচের ক্লাস শুরু হয়েছে । একদম প্রথম থেকে । ডিজিটাল মার্কেটিং কোর্স। লাইফ টাইম সাপোর্ট।
🌺 ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার, খুলনা শাখায় সরাসরি হাতে কলমে প্রশিক্ষণ এবং অনলাইন ক্লাশ শুরু হয়েছে।
💢 লাইফ টাইম সাপোর্টসহ তিনমাসের কোর্স ফি ১০,০০০ টাকা । ১০ হাজার টাকা একসাথে পেমেন্ট করে এডমিশন নিতে হবে ।
💢শুধুমাত্র ছয়মাস সাপোর্টসহ তিনমাসের কোর্স ফি ৬,০০০ টাকা । ৬ হাজার টাকা একসাথে পেমেন্ট করে এডমিশন নিতে হবে ।
———————————————
নতুন ব্যাচ শুরু হওয়ার আগের দিন পর্যন্ত ভর্তি হতে পারবেন ।
———————————————
কোর্সের মেয়াদ: ৩ মাস । ১০ হাজার টাকা একসাথে পেমেন্ট করে এডমিশন নেয়ার পর তিন মাস পর্যন্ত আপনি ক্লাস ও যতদিন প্রয়োজন হবে সাপোর্ট নিতে পারবেন ।
১. Digital Marketing, ( ইউটিউব মার্কেটিং, ফেইসবুক মার্কেটিং, সোসিয়াল মিডিয়া মার্কেটিং) Graphics Design, Web Design & Development, SEO and Google Top Ranging ইত্যাদি সবগুলো কাজ পরিপূর্ণভাবে প্রফেশনাল লেভেলে শিখানো হয় ।
যে সব কাজগুলো সবচাইতে বেশী পওয়া যায়, বেশী সেলারী পাওয়ার যায়, সহজ কাজ, খুব বেশী Computer এবং English জ্ঞান লাগে না, নতুনদের জন্য উপযুক্ত, অগ্রাধিকার ভিত্তিতে সেগুলো আগে শেখানো হয় ।
আমাদের কৌশল: প্রথম মাসে সহজ কাজ অর্থাৎ Digital Marketing শেখানো হয় । Next মাস থেকে Advanced Level এর কাজগুলো শেখানো হয় এবং Market Place নেওয়া হয়, তৃতীয় মাসে সরাসরি সহযোগীতা করা হয়, যাতে নিয়মিত ইনকাম চলতে থাকবে এবং ক্রমান্বয়ে কঠিন কাজগুলো শিখানো চলতে থাকবে । যত কঠিন কাজ শিখবেন তত ইনকাম বাড়তে থাকবে । এভাবেই আমরা সহজ কাজ দিয়ে ইনকাম নিশ্চিত করার চেষ্টা করি এবং ক্রমান্বয়ে কঠিন কাজগুলো শিখিয়ে দেয়, যাতে ৬ মাস পর থেকে প্রত্যেকে প্রতি মাসে সম্মানজনক ইনকাম করতে পারে ।
ফাইভারসহ বিভিন্ন মার্কেটপ্লেসে কিভাবে কাজ পাবেন তার বিস্তারিত শিখানো হয়, মার্কেটপ্লেসের বাইরে কিভাবে কাজ পাবেন, কিভাবে টীম তৈরীর মাধ্যমে প্রতিষ্ঠান গড়ে তুলবেন তা সবিস্তারে শেখানো হয়।
এছাড়া কিভাবে ইউটিউব, এমাজন, গুগল ও ফেসবুক থেকে স্বাধীনভাবে আয় করবেন তাও বিস্তারিতভাবে শিখানো হয় । মূল লক্ষ্য হল ইনকাম করা । সেজন্য যে কাজের যতটুকু শিখা দরকার সাজেশন করে ঠিক ততটুকু শিখানো হয় ।
ভর্তির শর্ত: সপ্তাহে তিনদিন ৯.৩০ টা থেকে ১২ টা পর্যন্ত নিয়মিত ক্লাস ও হোমওয়ার্ক করতে হবে । প্রথম ৩ মাস প্রতিদিন ১২ ঘন্টা করে সময় দিতে হবে । ১২ ঘন্টা না পারলে কমপক্ষে ৬ ঘন্টা । প্রতিদিন ১২ ঘন্টা সময় দিলে আশা করা যায় প্রথম মাস থেকে ইনকাম শুরু হবে ইনশা আল্লাহ এবং ৬ ঘন্টা সময় দিলে ইনকাম শুরু হতে ২ মাস লাগবে, ৩ ঘন্টা করে সময় দিলে ৪ মাস লাগবে ।
আমরা কোন সফলতার গ্যারান্টি দিই না । দুনিয়ার কারো পক্ষে আপনার সফলতার গ্যারান্টি দেয়া সম্ভব না । দয়া করে না বুঝে ভর্তি হবেন না । আমরা সবাইকে সমানভাবে শিখাই কিন্তু কেউ যদি আমাদের ক্লাস না করে ও ক্লাসের হোমওয়ার্ক না করে নিশ্চতভাবে সফল হবে না ।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১ টা পর্যন্ত একটানা ১৫ ঘন্টা প্রতিদিন আমাদের সাপোর্ট চালু থাকবে ইনশা আল্লাহ । সাপোর্ট টীম মেম্বারের নাম ও সময়সূচী:
সকাল ১০টা – দুপুর ২ টা = ফারুক আহমেদ
দুপুর ৩ টা – ৭টা = আব্দুল্লাহ আল মামুন
রাত ৮টা – রাত ১২ টা = মাহমুদ স্যার
বিদ্র: মাহমুদ স্যার প্রতিদিন ৪ ঘন্টা এবং সাপোর্ট টীম ৮ ঘন্টা = সর্বমোট প্রতিদিন ১২ঘন্টা ক্লাসসহ সাপোর্ট দেয়া হয় ।
—————————————————-
লাইভ সাপোর্ট এ প্রত্যেক স্টূডেন্টের যে কোন সমস্যা মুহুর্তেই সমাধন করা হয় ।
১. কাজ পাওয়া, করা, জমা দেয়া, পেমেন্ট ট্রান্সফার করা ইত্যাদি প্রতিটি স্টেপে সকল প্রকার প্র্যাকটিক্যাল সহায়তা । ফ্রিল্যান্সিং সংক্রান্ত এ টু জেড ওয়ান স্টপ সার্ভিস ।
২. যে কোন ফ্রি বা প্রিমিয়াম ও দামী সফটওয়্যার পেতে সহায়তা করা হয়।
১. প্রথমে ফোনে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন এবং নিচের ব্যাংক / বিকাশ / নগদ একাউন্টে ১০,০০০ টাকা জমা করুন:
পেমেন্ট করে নিচের এডমিশন ফরমটা ফিলাপ করার ৩ ঘন্টার মধ্যে আপনি একটা ইমেইল পাবেন এবং সেই মেইল ফলো করে সাথে সাথে ক্লাস ও সাপোর্ট এ যুক্ত হয়ে অনলাইনে লাইভ ফেস টু ফেস আমাদের সাথে কথা বলতে পারবেন । প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১২ টা ।
———————————————-
Account Name: Abdullah Al Mahmud
Account No: ১০৩.১২২.০০০২৬৪৩২
Savings Account
———————————————-
দেশী স্টূডেন্টগণ উপরের মাহমুদ স্যারের ব্যাংক একাউন্ট বা নিচের যে কোন বিকাশ বা নগদ নাম্বারে ডিপোজিট করতে পারবেন
বিদ্র: নিচের নাম্বারগুলো ১০০% সঠিক । তাই টাকা পাঠানোর আগে ফোন করতে হবে না ।
পেমেন্ট সংক্রান্ত সতর্কতা:
উল্লেখিত Bank Account এবং নাম্বারগুলো ছাড়া অন্য কোন নাম্বারে টাকা পাঠালে গ্রহণযোগ্য হবে না ।
Freelancer Mahmud Sir এর Personal বিকাশ ও নগদ নাম্বার:
বিদ্র: সবগুলোতে সেন্ড মানি করতে হবে । টাকা পাঠানোর কোন খরচ দিতে হবে না
যারা ইংলিশ ও কম্পিউটার ভাল জানে অথবা তেমন জানে না আমরা উভয়কেই ভর্তি করাই । একটি কম্পিউটার বা ল্যাপটপ , ইন্টারনেট সংযোগ এর ব্যবস্থা থাকলেই চলবে।
কোর্স শুরুর আগে আমরা ধরে নিই যে কেউ ইংলিশ ও কম্পিউটার কিছুই জানে না । একদম শূণ্য থেকে শুরু করা হয় । যার ফলে আগে থেকে তেমন না জানলেও সমস্যা নাই । আপনার শিখার আগ্রহ আছে কিনা সেটাই গুরুত্বপূর্ণ । সপ্তাহে তিনদিন ২.৩০ ঘন্টা আমাদের ক্লাস করতে হবে এবং আরো ৩ ঘন্টা ক্লাসে শিখানো বিষয়গুলো প্র্যাকটিস করতে হবে । প্র্যাকটিস করার সময় আপনার যে কোন সমস্যা সমাধানের জন্য প্রতিদিন ১৩ ঘন্টা আমাদের সাপোর্ট টীম অনলাইনে সাপোর্ট দেয় ।