আমি Abdullah Al Mahmud একজন Professional Digital Marketer. এ ছাড়াও ManStone Outsourcing BD এর CEO and Founder.
"ManStone Outsourcing BD” নামক Online ভিত্তিক প্রতিষ্ঠানটি ২০২০ সাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলেও আমি Outsourcing বা Freelancing সহ অনলাইনভিত্তিক বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত প্রায় ১২ বছর যাবত তথা ২০১০ সাল থেকে । আলহামদুলিল্লাহ, আমি নিজেও Fiverr (২ লেভেল), Upwork এবং Freelancer.com সহ অন্যান্য মার্কেটপ্লেসে একজন পেশাদার এবং সফল ডিজিটাল মার্কেটার। এখন অবধি আমি সাফল্যের সাথে প্রচুর অর্ডার সম্পন্ন করেছি এবং অনেক শিক্ষার্থীকে ডিজিটাল মাকেটিং ও গ্রাফিক্স ডিজাইনে প্রশিক্ষিত করছি। মার্কেট প্লেস থেকে আমি কিভাবে ইনকাম করছি বা কিভাবে ইনকাম করবেন তার সমস্ত হিডেন টিপস্ গুলো প্রোভাইড করা হবে । সত্যি কথা বলতে কি আমি নিজে একসময় বিশ্বাস করতাম না, বিশ্বাস হতো না যে, অনলাইন থেকে বাস্তবে ইনকাম করা যায়। আমি সরাসরি United States of America, United Kingdom, Australia, Canada, Indonesia, New Zealand সহ বিভিন্ন দেশের বায়ারদের সাথে কাজ করে অর্থ নিজের হাতে পাওয়া এবং পুরোপুরি বিশ্বাস হওয়ার পরেই নিজেকে প্রকাশ করেছি।আমার জানামতে Outsourcing বা Freelancing জগতে বিশ্বস্ত কোন প্রতিষ্ঠান না থাকায় নিজে সরাসরি ট্রেনিং দেওয়ার জন্য "ManStone Outsourcing BD” নামক প্রতিষ্ঠানটি আপাতত: খুলনায় চালু করেছি। খুব শীঘ্রই ঢাকাতে হেড অফিস করার ইচ্ছা আছে। তবে যেহেতু বর্তমানে অনলাইনেই ক্লাসগুলো করা সম্ভব তাই অফিস যেখানেই হোক না কেন , কোন সমস্যা নেই।প্রবল ইচ্ছা এবং রাতদিন কঠোর পরিশ্রম করার মন মানসিকতা থাকলেই এপেশাতে সফলতা সম্ভব ইনশা আল্লাহ।
যদি আপনি ফাইভার সহ অন্যান্য মার্কেটপ্লেসে ডিজিটাল মাকেটিং এর উপরে অনলাইনে কাজ করতে আগ্রহী থাকেন তবে আজই যোগাযোগ করুন । প্রতিষ্ঠানের ফাউন্ডার হিসাবে আমি নিজেই সকল ক্লাস নিয়ে থাকি । কোন পার্ট টাইম টিচার দিয়ে ক্লাস নেয়া হয় না । তবে সাপোর্ট দেয়ার জন্য সাপোর্ট টীম মেম্বার আছেন । এতদিনে Physical Class নেওয়া হতো। October'22 এর ০১ তারিখ থেকে নতুন নিয়মে , খুব সহজ এবং সাবলীলভাবে ”Digital Marketing” এর উপরে ১ম ব্যাচ হিসাবে Freelancing কোর্স শুরু হয়েছে সম্পূর্ণ অনলাইনে। আমাদের Website সহ বিভিন্ন Social Media তে বিস্তারিত তথ্য দেওয়া আছে, দেখে বুঝে আবেগতাড়িত না হয়ে সিদ্ধান্ত নিয়ে এই কোর্সে ভর্তি হতে পারেন।
ভর্তির পরে ক্লাসরুটিন জানিয়ে দেওয়া হয়।
যতভাবে যত উপায়ে অনলাইনে আয় করা যায় তার সবকিছু নিয়ে আমাদের এই ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক্স ডিজািইন কোর্স টি সাজানো হয়েছে । আপনার যে কোনো সমস্যা আমাদের সাথে শেয়ার করলে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে সহযোগীতা করবো ইনশাআল্লাহ ।