আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, স্বাগত আমাদের পরিবারে এবং ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। জীবন সংক্ষিপ্ত কিন্তু দায়িত্ব অনেক। সামাজিক দায়-বদ্ধতা থেকেই আমাদেরকে সর্বোতভাবে সহযোগীতার বিশেষ অনুরোধ রইলো।
আপনার একটি সুপরামর্শ আমাদের চলার পথকে যেমন করবে গতিময় তেমনি আমাদেরকে করবে নতুন নতুন চ্যালেন্জ মোকাবেলায় অনুপ্রাণিত। প্রযুক্তির সর্বোচ্চ উন্নতির নব নব দিগন্ত উন্মোচনায় উন্নত বিশ্ব সভ্যতা যখন উল্লসিত ঠিক তখন আমরা জীবনে একটু সুন্দরভাবে বেচে থাকার লড়াইয়ে সংগ্রামমুখর । অনুন্নত, অপরিকল্পিত ব্যবস্থাপনায় মেধার সর্বোচ্চ ব্যবহার যেখানে দারুণভাবে অবহেলিত সেখানে বিশ্বপ্রতিযোগীতায় নিজেকে উপস্থাপন সত্যিই স্বপ্ন মনে হয়। তবে থেমে নেই আমরা , থেমে নেই দেশপ্রেমিক মেধাবীরা। কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও বিশ্ব সভ্যতায় নিজেদেরকে উপস্থাপন, বেকারত্ব সমাধানে নানা পদক্ষেপ গ্রহণ, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিশাল মানব গোষ্ঠীকে তথা তরুণ-তরুণী এবং যুব সমাজকে কাজে লাগানোর সময়োপযোগী নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে সরকারী-বেসরকারী নানাভাবে। আমরা সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ দিয়েই আমরা থেমে যেতে চায় না, চাই আমরাও এ মিছিলে যোগ দিয়ে নিজেদের সামাজিক দায়িত্ব পালন করতে। এজন্যই প্রতিষ্ঠিত করা হয়েছে ”ManStone Outsourcing BD” , যা সেতুবন্ধন হিসাবে কাজ করবে।
যদি আমরা ফিরে তাকাই , স্বাধীনতার পর দীর্ঘ্য পথ পাড়ি দেওয়ার পরেও জাতীয়ভাবে আমরা আমাদের মৌলিক চাহিদা যেমন পুরোপুরি পূরণ করতে পারিনি, তেমনি দারিদ্রতার কষাঘাতে জর্জরিত এ বিশাল জনপোষ্ঠিকে কর্মমূখর করতে পারিনি, পারিনি তাদের মেধাশক্তিকে কাজে লাগিয়ে দেশকে উন্নতির শিখরে আরোহন করাতে। যদি আমরা দেখি যে , আমাদের বর্তমানে জাতীয় সমস্যা কি কি । তাহলে দেখবো- শিক্ষিত বিশাল এক জনগোষ্ঠি বর্তমানে বেকারত্বের অতল গহবরে হাবুডুবু খাচ্ছে।
” Be a proud member of "ManStone Outsourcing BD", Join Freelancing, Build Jobless Bangladesh, Learn Digital Marketing, Qualify Yourself, Gain Experience & Skills, Earn Easy Money and Achieve Success Everywhere”
এই স্লোগানকে সামনে রেখে আমরা বাস্তব ও সময়োপযোগী ৭টি পদক্ষেপ গ্রহণ করেছি :
01. Freelancing Training,
02. Website & Graphic Design with SEO & Google Top Ranking,
03. Digital Marketing,
04. Forex Business Development,
05. IT Consulting and Training etc.
06. Career & Job Oriented Training
07. Business Development Training
পরিষেবা, সৃজনশীলতা এবং উদ্ভাবনী আইটি পরিষেবার অধীনে আমরা স্থানীয় থেকে দেশে এবং বিশ্বব্যাপী পৌঁছানোর বিভিন্ন উপায় সরবরাহ করার চেষ্টা করছি । বর্তমান শতাব্দীতে প্রযুক্তির চরম উন্নয়নের ধারায় প্রতিটি মানুষের প্রতিভা বিকাশ, জীবনে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন এবং যেকোন সমস্যার সম্ভাব্য সমাধান খুঁজে বের করার সব ধরনের নেতিবাচক পরিস্থিতি থেকে ইতিবাচক অবস্থায় রূপান্তর করার দৃঢ় পদক্ষেপ নিয়েছি।
Welcome from "ManStone Outsourcing BD" family and greeting to you blooming flowers :
"ManStone Outsourcing BD" is an online based virtual education institute for all people. Our beloved Motherland Bangladesh is a small country but has huge human resources.
However due to various reasons, this large population of talented and hardworking people is neglected in many ways. From the British rule till today, it has been used by different countries, ethnic groups and rulers. In the digital age, we are a backward nation even when the nations of the world are at the peak of development and are strong with the touch of technology .
In this age of globalization, despite the multifaceted education system, a major lack of technical and online education has pushed the nation far from the developed world. In this situation, even though the government and non-government have taken various measures, it is very little compared to the need. There are many other professions and businesses around the world, including outsourcing or freelancing and Forex business. Through which we can take the country forward economically by earning foreign currency.
The basic meaning of the word outsourcing is freelance. Out means outside source means different ways. In other words, outsourcing is what you earn from any external source. Freelancer means you don't work under anyone or you are free. You earn by working freely. Those who do outsourcing are called freelancer. Different types of work are done by different organization through offline or online or internet system. Outsourcing is the act of doing these things with someone other than your own organization. You can do outsourcing in one country or in another. That's why the name of the institute is "ManStone Outsourcing BD". Founder & CEO of the Institute Abdullah Al Mahmud (Freelancer Mahmud Sir).
If you want to work abroad, you need some media through which you will get outsourcing work. These media are Upwork, Fiverr, freelancer.com etc. They act as a bridge between buyers and freelancers. "ManStone Outsourcing BD" started its journey on January 1, 2020 with various steps of training in various aspects of outsourcing including Forex. Thanks.
"ManStone Outsourcing BD" হলো সকল মানুষের জন্য একটি অনলাইন ভিত্তিক ভার্চুয়াল শিক্ষা প্রতিষ্ঠান। । আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ছোট্ট একটি দেশ হলেও আছে বিশাল মানব সম্পদ। কিন্তু বিভিন্ন কারণে কর্মঠ ও পরিশ্রমী বিশাল এ মানবগোষ্ঠি বিভিন্নভাবে অবহেলিত। সেটা বৃটিশ শাসন থেকে শুরু করে আজ অবধি বিভিন্ন দেশ,জাতি -গোষ্ঠি, শাসক কর্তৃক অপরিকল্পিত নির্মম ব্যবহারের শিকার এজাতি। ডিজিটাল এযুগে বিশ্বব্যাপী বিভিন্ন জাতি-দেশ উন্নতির চরম শিখরে যখন প্রযুক্তির ছোয়ায় শক্তিশালী, ঠিক তখনও আমরা পিছিয়ে পড়া এক জাতি। বিভিন্নমুখী শিক্ষা ব্যবস্থা থাকলেও কারিগরি এবং অনলাইনভিত্তিক শিক্ষার দারুণ অভাব এজাতিকে সামনে এগিয়ে যাওয়া ধাবমান বিশ্ব থেকে অনেক দূরে ঠেলে দিয়েছে। এ অবস্থায় সরকারী - বেসরকারী বিভিন্নমুখী ব্যবস্থা নিলেও প্রয়োজনের তুলনায় একেবারেই সামান্য।অনলাইনভিত্তিক বিভিন্নমুখী হাতে কলমে প্রশিক্ষনের ব্যবস্থা করতে পারলে অচিরেই আমরা উন্নত জাতিতে পরিণত হতে পারব বলে আমাদের বিশ্বাস। বিশ্বব্যাপী আউটসোর্সিং তথা ফ্রিল্যান্সিং এবং ফরেক্স বিজনেসসহ আরো নানা রকম পেশা এবং ব্যবসা রয়েছে। যার মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে নিতে পারি। আউটসোর্সিং তথা ফ্রিল্যান্সিং শব্দের মূল অর্থ হল মুক্ত পেশা। আউট মানে বাহির সোর্স মানে উৎস। অর্থাৎ বাহিরের কোন উৎস থেকে কোন কাজ নিয়ে আয় করলে, সেটাই হল আউটসোর্সিং। ফ্রীল্যাঞ্চার মানে আপনি কারো অধিনে কাজ করেন না বা আপনি মুক্ত। আপনি মুক্তভাবে কাজ করে আয় করেন। আউটসোর্সিং যারা করে তাদেরকেই বলা হচ্ছে ফ্রীল্যাঞ্চার।
অফ লাইন অথবা অনলাইন বা ইন্টারনেটের ব্যাবস্থার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের কাজ করিয়ে নেয়। নিজ প্রতিষ্ঠানের বাইরে অন্য কাউকে দিয়ে এসব কাজ করানোকে আউটসোর্সিং বলে। আউটসোর্সিং আপনি দেশে করতে পারেন আবার অন্য দেশেও করতে পারেন।
বাহিরের দেশ এর কাজ করতে হলে আপনার কিছু মিডিয়া দরকার, যাদের মাধ্যমে আপনি আউটসোর্সিং এর কাজ পাবেন। এইসব মিডিয়া হল Upwork, Fiverr, freelancer.com etc. এরাই মূলত বায়ার আর ফ্রীল্যাঞ্চারদের মধ্যে সংযোগ স্থাপন করে দেয়। এভাবে ফরেক্সসহ আউটসোর্সিংয়ের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের নানামুখী পদক্ষেপকে সামনে নিয়ে ২০২০ সালের ০১জানুয়ারী যাত্রা শুরু করে ManStone Outsourcing BD.
আলহামদুলিল্লাহ্ ,
২০২০ সাল থেকে আমরা আউটসোসিং, ফ্রিল্যান্সিং ও ফরেক্স বিজনেসসহ অনলাইনভিত্তিক কর্মসংস্থানমূলক বিভিন্নমূখী কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছি । আমিও, ফাইভার সহ অন্যান্য মার্কেটপ্লেসে একজন পেশাদার এবং সফল ডিজিটাল মার্কেটার।
আমি তাদের জন্য কিছু করতে চাই, যারা অনলাইন জগতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চান ( শিক্ষিত কম হোক বা বেশী হোক কোন সমস্যা নেই), কম্পিউটার শিক্ষাসহ যদি আপনি ফাইভার সহ অন্যান্য মার্কেটপ্লেসে ডিজিটাল মাকেটিং এর উপরে স্কিল্ড হয়ে অনলাইনে কাজ করতে আগ্রহী থাকেন তবে আজই যোগাযোগ করুন আমাদের পেজে (ManStone Outsourcing BD )। প্রতিষ্ঠানের ফাউন্ডার আব্দুল্লাহ আল মাহমুদ ( Freelancer Mahmud Sir) নিজেই সকল ক্লাস নেন ।
যতভাবে, যত উপায়ে অনলাইনে আয় করা যায় তার সবকিছু আমাদের অনলাইন লাইভ ক্লাসে শিখানো হয় । আপনার যে কোনো সমস্যা আমাদের সাথে শেয়ার করলে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে সহযোগীতা করবো ইনশাআল্লাহ ।
বেকারত্ব দূর করতে বেছেনিন ডিজিটাল মার্কেটিং । ফ্রীলান্সিং জগতে গড়ে তুলুন নিজের ক্যারিয়ার। ডিজিটাল মার্কেটিং এমন একটি অনলাইন আউটসোর্সিং সেক্টর, যেখানে খুব অল্প সময়ে দক্ষতা অর্জন করেই কাজ শুরু করে নিজের বেকারত্ব দূর করতে পারবেন।
"Be a proud member of "ManStone Outsourcing BD", Join Freelancing, Build Jobless Bangladesh, Learn Digital Marketing, Qualify Yourself, Gain Experience & Skills, Earn Easy Money and Achieve Success Everywhere" -
Abdullah Al Mahmud
( Freelancer Mahmud Sir)
🌺 Professional Skilled and High Educated Trainer.
🌺 "ManStone Outsourcing BD" training center .
🌺 Web Development and Graphics Training Center since 2020.
🌺 Online Based Virtual Institute in Bangladesh.
🌺 Expert In WordPress , WordPress Theme Development and Web Design-Ranking.
🌺 Digital marketing, Social Media Marketing and SEO Training For Beginner - Professional .
🌺 Professional Institute In Best Graphics Training, Graphic Design Courses, Learning Graphic Design, Best Graphics Training
In Bangladesh And Best Info Graphic Content Developer;
🌺 Professional Freelancing In Bangladesh, Best Freelancing Training In Khulna, Freelance Websites, Freelance Site, Freelance Work.
We Are The Best Online Training Center In Khulna, Experienced Online In Bangladesh, Online Training In Bangladesh,
Online Training Professional, Online Training In Khulna, Outsourcing Site In Bangladesh;
An online class is a course conducted over the Internet. They are generally conducted through a learning management system, in which students can view their course syllabus and academic progress, as well as communicate with fellow students and their course instructor.