“মেঠো পথ হাঁটা ওই ভেজা মাটি,
যাচ্ছে সে তো নদীর উজান ভাটি;
হাঁটছে তাহার রেখে পায়ের চিহ্ন,
হাসছে সুহাসিনী শরতের মেঘ বর্ণ!”
স্মৃতির বাক্সে: এ্যানি
স্বত্বাধিকারী Jiffy Studio
“নিয়ন আলো কিংবা মরিচবাতি;
তবুও আকর্ষণে শুধু তোমারই আঁখি।
তুমি আর আমি মিলে, আজ আমরা…”
স্মৃতির বাক্সে: নাবিদ এবং মেহেদী
স্বত্বাধিকারী Jiffy Studio
“হয়েছে দুজন মিলে অর্পা-সুজন
স্বপ্ন বেঁধেছে সেথাই যেন বিজন।”
স্মৃতির বাক্সে: অর্পা এবং সুজন
স্বত্বাধিকারী Jiffy Studio
“হলুদ ছোঁয়ায় হলুদাভ সে;
শুভেচ্ছায় সিক্ত সবার যে!”
স্মৃতির বাক্সে: নাদিরা জামান অনু
স্বত্বাধিকারী Jiffy Studio