উমা সাজো প্রতিযোগিতা ২০২৫
প্রতিযোগিতার তারিখ: ২১/০৯/২০২৫
স্থান: জলপাইগুড়ি জিলা পরিষদ হল
সময়: বিকেল ৪:০০
নিয়মাবলী
বিভাগ ক
* দুই বছর থেকে ছয় বছর পর্যন্ত।
* প্রতিযোগীদের সেজে আসতে হবে।
* দুপুর চারটার মধ্যে এসে রিপোর্টিং করতে হবে।
* বয়সের প্রমাণপত্র এর জেরক্স নিয়ে আসতে হবে।
* বিচারকের সিদ্ধান্ত চূড়ান্ত বলে ঘোষণা করা হবে।
* আসন সংখ্যা সীমিত।
বিভাগ খ
* ৬+ থেকে ১০ বছর পর্যন্ত।
* প্রতিযোগীদের সেজে আসতে হবে।
* দুপুর চারটার মধ্যে এসে রিপোর্টিং করতে হবে।
* বয়সের প্রমাণপত্র এর জেরক্স নিয়ে আসতে হবে।
* বিচারকের সিদ্ধান্ত চূড়ান্ত বলে ঘোষণা করা হবে।
* আসন সংখ্যা সীমিত।
Date : 21/09/2025
Time : 4:00pm
Date : 21/09/2025
Time : 5:00pm