NOTICE  BOARD

Notice Date : 27/09/2023


The special attraction of JDPA Photo Video Expo is the Photo Exhibition.

👉 A photographer may submit only one photograph.

👉 Photo authenticity must be one's own.

👉 Image resolution should be 300 dpi, and the size should be 8 inches by 12 inches.

👉 No watermark or border is allowed.

👉 A fee of Rs. 50/- must be deposited for the exhibition.

👉 The last date for sending photos is October 6th, 2023.

👉 The picture should be sent to our email address: 📧 jdpa.reg.s0002353@gmail.com.

👉 For more details, please contact the following numbers:

📱 80160 96584, 98514 48800, and 93821 90744.

Notice Date : 31/12/2022

🛑জরুরী নোটিশ🛑

৩০/১২/২২বোর্ড মিটিং এর সিদ্ধান্ত 

১) আগামী ১২ মাসে ১২ টি ফটো আড্ডা হবে । এর মধ্যে কিছু আড্ডা মেম্বার দের নিয়ে, কিছু আড্ডা বিভিন্ন স্কুলের ক্লাস 9 থেকে 12 এর ছাত্র ছাত্রী দের নিয়ে ।
২) ১২ টি Jal চিত্র প্রতিযোগিতা হবে । ( কিছু open to all )
৩)  ১৫ ই জানুয়ারি ফটো আড্ডা, সকাল ৮.৩০ , ১ নং স্পার এ।
৪) সরস্বতী পুজো ও বিয়ের কাজ এর জন্য লোক  অভাবে ২৬ জানুয়ারির পতাকা উত্তোলন হবে না ।
৫) রক্ত দান শিবির এর সম্ভাব্য তারিখ ১৬ ই এপ্রিল ।
৬) আর্ট কম্পিটিশন এর সম্ভাব্য তারিখ ২০শে আগস্ট ।

ধন্যবাদসৌরভ সাহা সহ সম্পাদকজলপাইগুড়ি জেলা ফটোগ্রাফিক সংগঠন ।

Notice Date : 29/12/2022

🛑জরুরী নোটিশ🛑

আশা করি সকলের কাজের চাপ কিছুটা হলেও কম 

কিছু বিষয়ের উপর আলোচনা জন্য আমাদের একটি সভার প্রয়োজন। সবাই মিলে যদি একটা দিন নির্ধারণ করা যায়,  সকল বোর্ড মেম্বারদের কে নিয়ে একটি মিটিংয়ের আয়োজন করা যেতে পারে।

🎯নিম্মে উল্লেখিত দুটি দিনের মধ্যে একটি দিন নির্ধারণ করুন।

A)Date 30/12/2022 Time  8:00 pmVenue: Office Address.
B)Date 31/12/2022 Time  4:00 pmVenue: Office Address.

🎯আলোচনার বিষয় বস্তু  নিম্নরূপ:-

1) নতুন বছর ২০২৩ এর জে ডি পি এর পক্ষ থেকে সারা বছরের কর্মসূচির একটি ক্যালেন্ডার তৈরি করা।

2) প্রতিটি মাসে Jal চিত্র ফটোগ্রাফি কনটেস্ট এর আয়োজন।

3) ভিডিওগ্রাফি এবং ভিডিও এডিটরদের কে নিয়ে কনটেস্টের আয়োজন।

4) প্রতিমাসে একটি করে ফটো আড্ডা আয়োজন।

5) প্রতিটি  কমিটির সাথে তাদের বিষয় নিয়ে মিটিং এর দিন নির্ধারণ ।

6) আগামী বছরে ব্লাড🩸 ডোনেশনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা।

7) আগামী বছরের 🏞আর্ট কম্পিটিশনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা।

8) সংগঠনের বিগত কাজ কর্ম গুলোর উপর পর্যালোচনা করে নতুন কিছু সিদ্ধান্ত বের করা।

📌* JDPA এর প্রতিটি কমিটির সেক্রেটারি এবং তাদের টিম মেম্বারদের অবশ্যই এই মিটিং এ উপস্থিত থাকতে হবে। 


ধন্যবাদসৌরভ সাহা সহ সম্পাদকজলপাইগুড়ি জেলা ফটোগ্রাফিক সংগঠন ।

Notice Date : 10/10/2022

জরুরি বিজ্ঞপ্তি 

আনন্দ সংবাদ    আনন্দ সংবাদ

নিয়ম অনুসারে মা দশভূজা মাত্র ৪ দিনের জন্য মর্তে আসেন । এই আনন্দঘন সময় দিন ও রাত গুলি যেন  মুহুর্তের মধ্যে শেষ হয়ে আসে  বিষাদের সুর । বিজয়া দশমী ।

আবর্তিত পৃথিবীর নিয়ম অনুসারে কিছুই থেমে থেকে না । তাই আবার নিজের কাজে ফেরার পালা । 

এর মাঝেই নিজেদের মধ্যে কুশল বিনিময় ও সৌভ্রাতৃত্ব বজায় রাখার জন্য জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন তাদের বিজয়া সম্মেলন এর ব্যবস্থা করেছে ।


তারিখ - ১৫/১০/২২স্থান - স্বপ্ন তরী ভবন ( ৩ নং ঘুমটি )সময় - ৩.০০

সদস্যদের পরিবার সহ আমন্ত্রণ ।

Cultural Committee Secretory Bijoy Guha Neogi

Notice Date 09/03/2021

Work Schedule  : 21/03/2021 , Sunday , 

1)  Id card Distribution .

2 ) Membership Collection .

3) New Member Joining  Program.

4) JDPA Important Meeting .

5) WORKSHOP / PHOTO ADDA 

Venue and time shortly update 

২১/০৩/২০২১ সাধারণ সভার স্থান - নেতাজী সুভাষ ফাউন্ডেশন, তিস্তা উদ্যান এর নিকটে, জলপাইগুড়ি।

Notice Date 09/03/2021

Nikon Photography Workshop

16/03/2021  Venue: Union Club , Oodlabari  Mal Block

17/03/2020  Venue : Prantik  Bhawan , Haldibari 

Notice Date : 31/10/2021

জরুরি বিজ্ঞপ্তি 

জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন এর সিদ্ধান্ত অনুসারে আগামী ১লা নভেম্বর ২০২০ থেকে পাসপোর্ট ছবি ১২ কপির দাম ৪০/- থেকে বৃদ্ধি করে ৫০/- করা হলো ।



Notice Date : 24/07/2020

জরুরি বিজ্ঞপ্তি 

           আজ আমাদের সংগঠন এর বোর্ড মিটিং এ সিদ্ধান্ত হয়েছে -  সংগঠনের তরফ থেকে সদস্যদের নিজ নিজ নামের ইন্সুরেন্স করা হবে ও   আইডেন টিটি কার্ড দেওয়া হবে সংগঠনের বিভিন্ন কাজের পাশাপাশি এই কাজ করতে অনেক অর্থের প্রয়োজন তাই যে সকল সদস্যদের মাসিক সদস্য শুল্ক জুলাই মাস পর্যন্ত দেওয়া আছে বা আগামী ৫ ই সেপ্টেম্বর এর মধ্যে যারা জুলাই মাস পর্যন্ত সদস্য শুল্ক জমা করবেন তারাই ইন্সুরেন্স ও আই কার্ড এর সুবিধা নিতে পারবেন । 


আই কার্ড এর জন্য আমাদের ওয়েব সাইডে দেওয়া ফর্ম পূরন করতে হবে ।

ইন্সুরেন্স এর জন্য অন্য একটি ফর্ম পূরণ করতে হবে । ( আগামী ১লা আগস্ট থেকে ফর্মটি রাখা থাকবে ২ টি জায়গায় ।


১) অঙ্কিতা ডিজিটাল স্টুডিও ( কদমতলা বালিকা বিদ্যালয় এর বিপরীতে )

২) ফটোশপ ডিজিটাল স্টুডিও ( কদমতলা বিমলা ইমেজিং সেন্টারের বিপরীতে )


ইন্সুরেন্সের জন্য আপনার ও আপনার নমিনি এর আঁধার কার্ড এর ফটোকপি সাথে আনতে হবে । 

সদস্য শুল্ক ছাড়া ইন্সুরেন্স ও আই কার্ড এর জন্য কোনো টাকা লাগবে না ।

ধন্যবাদ 

 JDPA  


Notice Date : 12/07/2020

জরুরি বিজ্ঞপ্তি 


             সকল মেম্বারদের অনুরোধ করা হচ্ছে,  সবাই নিজেদের মেম্বারশিপ আস্তে আস্তে ক্লিয়ার করে দেবার জন্য , যত তাড়াতাড়ি সম্ভব ।

      আগামী মাস গুলিতে সংগঠনের অনেক অর্থ প্রয়োজন  আছে । সংগঠন অনেক গুলি প্রজেক্ট এর উপর কাজ করতে চলেছে । 

        1)  19 July অরণ্য সপ্তাহ

        2) 15 August Flag Hoisting

        3) 19 August Blood Donation Camp , 

       4) 19 August World Photography Day

       5) 19 August Photo Contest & Exhibition 

        6) 19 August Short Film Contest & Exhibition 

        7) 19 August Facilitation of Corona Warriors.

         8) "29 September AGM

        আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনাদের বকেয়া মেম্বারশিপ গুলো ক্লিয়ার কোরে দিন সেপ্টেম্বর মাসের মধ্যে ।

 যাদের বাকি থাকবে, তাদের নিম্ন সুবিধা গুলো আমাদের পক্ষে দেওয়া সম্ভব হবেনা । 

 সংগঠনের ID Card .

a) Insurance Policy সুবিধা. 

b)  আমাদের সংগঠন এখন জলপাইগুড়ি  Trade  Union  এর সাথে যুক্ত হয়েছে তাই ফটোগ্রাফি ব্যবসা জন্য সার্টিফিকেট ।

c) আরো অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে পারে ।

     তাই সবাই নিজেদের বকেয়া মেম্বারশিপ এর ব্যাপারে জয়দীপ এর সাথে যোগাযোগ করে নিবেন। 'ফটোশপ' ডিজিটাল ষ্টুডিও কদমতলা, জলপাইগুড়ি

মোবাইল - 9832059782

ধন্যবাদ 

     JDPA   

Our Bank Details are below :-

Account Holder : JALPAIGURI DISTRICT PHOTOGRAPHIC ASSOCIATION

Bank Name: Canara Bank .

Bank Branch : JALPAIGURI, Pandapara Main Road,

Account No. 3268101004665

IFSC Code: CNRB0003268 

Date : 05/06/2020

বিজ্ঞপ্তি

    আনন্দের সঙ্গে আপনাদের একটা খবর ভাগ করে নিচ্ছি..... আমাদের প্রিয় সংগঠন (JDPA ) একটি সাপ্তাহিক ফটো প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে। প্রতি সপ্তাহে নির্দিষ্ট একটি বিষয় থাকবে যা আপনাদের দু একদিন এর মধ্যেই জানানো হবে। যেহেতু আমরা ওয়েডিং ফটোগ্রাফার তাই বিষয় ওয়েডিং সম্পর্কিতই হবে তাই আপনাদের স্টক ছবিই কাজে লেগে যাবে। এই প্রতিযোগিতার সাফল্য সম্পূর্ণ ভাবে আপনাদের সক্রিয় অংশগ্রহণ এর মাধ্যমেই সম্ভব।  তাই যেমন সুন্দর সুন্দর ছবি পাঠাবেন তেমনই ওই প্রতিযোগিতাটির খবর নিজেদের ফেসবুক ওয়ালে প্রচুর শেয়ার করে একে আন্তর্জাতিক মানে  নিয়ে যাবেন তা এই আলোকচিত্র প্রতিযোগিতা কমিটির বিশ্বাস। আরো চমক আছে। অপেক্ষা করুন।  লকডাউন এর নিস্তরঙ্গ জীবনে কিছুটা তরঙ্গ পাবেন এটা হলফ করে বলতে পারি। তাই চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে আর হোয়াটস আপ গ্রুপে।

-: নিয়মাবলী :-

-: ছবি যারা পাঠাবেন :-

1) যারা ছবি পোস্ট করবেন, নির্দিষ্ট বিষয়ে উপর একজন একটি মাত্র ছবি পোস্ট করতে পারবেন। একাধিক ছবি পোস্ট করলে সাপ্তাহিক ভাবে প্রতিযোগিকে বাতিল করা হবে।

2) ছবি পোস্টের সঙ্গে আপনার নাম ও ফোন নাম্বার অবশ্যই দিতে হবে। ক্যাপশন , আর ফটোর ডিটেলস (exif) দেবেন ।

3) ছবির সম্পূর্ণ স্বত্বাধিকার নিজের থাকতে হবে( সংগঠন এই ছবি ফ্লেক্স বা কোন বিজ্ঞাপন এর কারনে ব্যবহার করতে পারে)

4) ইন্টারনেটে ডাউনলোড করা ছবি পোষ্ট করা যাবে না।

5) বিচারক মহাশয়গণ প্রয়োজন অনুভব করলে ক্যামেরায় তোলা সফ্ট কপি পাঠাতে হবে।

6) JDPA এর মেম্বার ছাড়া সাপ্তাহিক প্রতিযোগিতায় কেউ অংশগ্রহণ করতে পারবে না।

7) বিজয়ী প্রার্থী মেল করার সময় ছবি যেন JPG ফরম্যাট এ থাকে আর 12/18 সাইজ আর 300DPI থাকে এটা দেখে নিতে হবে।

8) ছবির বিষয় জানানো হবে প্রতি রবিবার ফেসবুক লাইভ এ ,

9) ছবি জমা দেয়া যাবে JDPA এর ফেসবুক পেজে সোমবার থেকে শনিবার দুপুর 3 টা পর্যন্ত।

10) রবিবার 7 টায় ফেসবুক লাইভ এ জেলার বাইরের বিচারক দ্বারা বিজয়ী ছবির নাম ঘোষণা করা হবে।

11) অশ্লীল আর রাজনৈতিক ছবি পোস্ট করা যাবে না ।

12) ক্রপ , সাধারণ আলো বাড়ানো কমানো ছাড়া অন্য কোন রকম বিশেষ এডিটিং করা যাবে না। ছবিতে কোন ওয়াটার মার্ক থাকবে না ।

13) বিচারকের সিদ্ধান্তই চূড়ান্ত ।

14) Social media তে পোস্টের ক্ষেত্রে প্রতিযোগীর কাছে সম্মতিপত্র থাকতে হবে।  

15) এই সপ্তাহ থেকে ছবি আপলোড এর সময় অন্য সব বিষয়ের সঙ্গে সংগঠন এর নিজস্ব id নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

👉1  যদি কোনো কেপশন দিতে চান দেবেন।

👉 2 ছবির ডিটেইলস ।

👉3 Very Important 👇

এটা সবসময় একদম নিচে লিখবেন ।

নাম: xyz

ফোন: 000000000

Member I'd: JDPA000

JDPA Official Group  link : https://www.facebook.com/groups/248480396261902/?ref=share

বিস্তারিত বিষয়ে জানতে যোগাযোগ করুন : - 

8016096584 , 8927482343 ,9832578949 , 9641072428 , 9641512377 & 9832096670

Notice Date : 16/03/2020 - North Bengal Photo Expo, 2020- Event Date Change.


Dear All JDPA Member's

          You must have been aware of the fact that the insurgence of Novel Corona Virus has caused havoc through out the world. In this situation any sorts of public gathering is likely to cause severe health issues. Central as well as State Government have also come out with various directives restricting any public programmer.

        In these circumstances, we are forced to postponed our North Bengal Photo Expo, 2020 temporarily. We had a detailed discussion about the situation and finally came to the conclusion to held the event on 12th & 13th of September, 2020. 

        We hope that the support and cooperation received so far will be continued to make the event a great success.

Thanks and regards.

S. Samanta

President, 

WBPWA


বেঙ্গল ফটোগ্রাফি সংগঠনের             একটি জরুরী ঘোষনা     বিষয়- নর্থ বেঙ্গল এক্সপো.........................................সমস্ত জেলা কমিটি সদস্যদের উদ্দেশ্যে গভীর উদ্বেগের সহিত একটি খবর জানানো হচ্ছে  বর্তমানে করোনা ভাইরাসের প্রভাব বিস্তার রোধে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের  "  জমায়েতের  " উপর কিছু নির্দেশিকা জারি হওয়ায় বাধ্য হয়ে আমরা উত্তরবঙ্গের ফেয়ার  সাময়িক পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এইজন্য হয়তো আমাদের সংগঠনের ও কিছু  সদস্যদের আর্থিক ক্ষতির সম্মুখিন হতে হবে।কিন্তু কোন উপায়  না থাকা ও পারমিশন না পাওয়া এই কারলে  আলোচনার মাধ্যমে এই জরুরী কালীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী  ক্ষেত্রে   সব জেলাগুলির  সাথে আলোচনা করে আগামীকাল পুনরায় নতুন দিন  ঘোষনা করা হবে।   এই বিষয়ে সকল জেলার সহযোগীতা  নিয়ে বেঙ্গল সংগঠনের  আগামী দিনের এই কর্মসূচি  আমরা সফল করবই..           সুবীর সামন্ত      সভাপতি ( WBPWA)

Notice Date : 12/03/2020  -  North Bengal Photo Fare 2020 Invitation

VID-20190929-WA0009.mp4

1st AGM NOTICE