রাসূলুল্লাহ (সা) বলেছেন,
খাবার খেয়ে শুকরিয়া আদায়কারী রোজাদারদের ন্যায় মর্যাদাপ্রাপ্ত হবে।
তিরমিজি ২৪৮৬।
রাসূলুল্লাহ (সা) বলেছেন,
খাবার খেয়ে শুকরিয়া আদায়কারী রোজাদারদের ন্যায় মর্যাদাপ্রাপ্ত হবে।
তিরমিজি ২৪৮৬।
কুমিল্লা নগরের ঠাকুরপাড়া বাগানবাড়ি এলাকায় শখের বসে লাগানো বিশ্বের ‘সবচেয়ে দামি’ চারাপিতা মরিচগাছে মরিচ ধরেছে। কৃষক আহমেদ জামিলের তিনটি গাছে কয়েক শ মরিচ ধরেছে। দেখতে গোলাকার এ মরিচ কাঁচা অবস্থায় সবুজ রঙের হলেও পাকলে হলুদ হয়ে যায়। কৃষক জামিল যুক্তরাষ্ট্র থেকে চারাপিতা জাতের মরিচের বীজ এনে শখের বসে নিজের বাড়িতে লাগান। দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে আবাদ হওয়া এ জাতের মরিচে ঝাল কম। এটি সুগন্ধিজাতীয় মরিচ।
কৃষক জামিলের দাবি, চারাপিতা মরিচ পৃথিবীর সবচেয়ে দামি মরিচ। এক কেজি মরিচের দাম ২৬ হাজার ডলার। অত্যন্ত সুগন্ধি এই মরিচ ধনীরা ব্যবহার করেন। আরব দেশের রাজা-বাদশাহরা তাঁদের খাবারে এই মরিচ ব্যবহার করতেন। মক্কার অনেক দামি হোটেলেও এটি ব্যবহার হয়।