আল্লাহকে খুব বেশি স্মরণ কর, যাতে তোমরা সফলকাম হও।
আল জুমু'আহ -১০
আল্লাহকে খুব বেশি স্মরণ কর, যাতে তোমরা সফলকাম হও।
আল জুমু'আহ -১০
রাসূল (সা) বলেছেন, আমার প্রত্যেক উম্মতের গুনাহ মাফ হবে, তবে যে গুনাহ করে অন্যের কাছে বলে বেড়ায়, তার গুনাহ মাফ হবে না।
(সহিহ বুখারী: ৫৬৪৩)
হতাশ হয়ো নাহ, আল্লাহ তোমাকে এতো বেশি দিবেন তুমি যা কল্পনাও করতে পারবেনা।
রাসূলুল্লাহ (সা) বলেছেন, আমি যা জানি, তা যদি তোমরা জানতে, তাহলে খুব কমই হাসতে এবং প্রচুর কাঁদতে।
(সুনানে ইবনে মাজাহ ৪১৯১)
যে ব্যক্তি আল্লাহর সাথে ভালো সম্পর্ক করে নেয়, আল্লাহ তাকে মানুষের সাথে ভালো সম্পর্ক করিয়ে দেন।
রাসূলুল্লাহ (সা) বলেছেন, যে ব্যক্তি লা -ইলাহা ইল্লাল্লাহু'র উপর দৃঢ় বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে।
(সহিহ মুসলিমঃ ৪৩)
ফিতনার যুগে যে ব্যক্তি রাসূল (সা) এর সুন্নাহ আঁকড়ে ধরবে সে ৫০ জন সাহাবীর সমান সওয়াব অর্জন করবে। (তিরমিজি ৩০৫৮)
সবরের চেয়ে উত্তম ও ব্যাপক নেয়ামত কাউকে দেওয়া হয় নি। (সহিহ বুখারী ১৪৬৯)
যে ব্যক্তি ১২ বছর আজান দিবেন, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। (ইবনে মাজাহ ৭২৮)