মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি
প্রকাশ: ২০ আগস্ট ২০২২,
নিজস্ব প্রতিবেদক,
বিচারপ্রক্রিয়া শেষে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির সঙ্গে আলোচনার বিষয়টি বিবেচনা করা হতে পারে। দেশটির সামরিক সরকারের (জান্তা) প্রধান মিন অং হ্লাইং এ কথা জানিয়েছেন। সেনা অভ্যুত্থানের ঘটনায় সৃষ্ট সংকটের অবসানে এমনটা জানালেন তিনি। খবর এএফপির।
এক বিবৃতিতে জান্তাপ্রধান বলেন, ‘আইন মেনে তাঁর (সু চি) বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাঁর মনোভাবের ওপর ভিত্তি করে আমরা আলোচনার বিষয়টি বিবেচনা করতে যাচ্ছি।
’গত বছরের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন ৭৭ বছর বয়সী সু চি। এর পর থেকে তাঁকে বন্দী করে রাখা হয়েছে। অভ্যুত্থানের মধ্য দিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির স্বল্প সময়ের গণতান্ত্রিক শাসনের অবসান ঘটে।
বেশ কয়েকটি অভিযোগে জান্তা পরিচালিত রুদ্ধদ্বার আদালতে সু চির বিচার চলছে। এখন পর্যন্ত একাধিক মামলায় তাঁর ১৭ বছরের কারাদণ্ড হয়েছে। তবে এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলছে মানবাধিকার সংগঠনগুলো।
বাকি মামলাগুলোয় দোষী সাব্যস্ত হলে কয়েক দশক সাজা হতে পারে গণতন্ত্রপন্থী এই নেত্রীর। সু চির বিরুদ্ধে চলমান এসব মামলার শুনানিতে সাংবাদিকদের অংশগ্রহণ নিষিদ্ধ। মামলার বিষয়ে তাঁদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে তাঁর আইনজীবীর ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এসব মামলা কবে নাগাদ শেষ হবে, সে বিষয়েও কোনো ইঙ্গিত দেয়নি জান্তা।
গত জুলাই মাসে সামরিক সরকারের মুখপাত্র জাও মিন তুন এএফপিকে বলেন, এই অস্থিতিশীল পরিস্থিতির অবসানে সু চির সঙ্গে সরকারের আলোচনায় বসার বিষয়টি ‘অসম্ভব নয়’। তিনি আরও বলেন, ‘এটা অসম্ভব, আমরা বলতে পারি না।’