নাগরিক ঐক্য বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। দলটির জন্ম ২০১২ সালের ১ জুন। দলটির প্রতিষ্ঠাতা বাংলাদেশ আওয়ামী লীগ-এর সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না। দলটি ২০১২ সালে ৩ জন উপদেষ্টা ও ১৮৬ জনের কেন্দ্রীয় কমিটি নিয়ে আত্মপ্রকাশ করে। ৩ উপদেষ্টার মধ্যে একজন হলেন সাংবাদিক এবিএম মূসা, আরেকজন হলেন মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সরকার, অপর উপদেষ্টা হচ্ছেন সাবেক আওয়ামীলীগ নেতা, সাবেক সচিব ও সাংসদ এস এম আকরাম। দলটির প্রতিষ্ঠা কেন্দ্রীয় কমিটিতে ছিলেন, ড. পিয়াস করিম, সিনিয়র সাংবাদিক আবু সাঈদ খান, ড. তুহিন মালিক সহ আরো অনেক সিনিয়র নাগরিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা।