LIVE MCQ কেন ব্যবহার করবেন?
বাংলাদেশের কয়েকটি চাকরির পরীক্ষা (যেমন, NTRC, BJS) ছাড়া বাকি প্রায় সব চাকরির প্রিলি পরীক্ষা প্রতিযোগিতামূলক।
অর্থাৎ চাকরির পরীক্ষায় SSC বা HSC এর মতো আপনি নিজের মতো করে ফলাফল পাচ্ছেন না। আপনি পড়াশুনা করলেন, মডেল টেস্টের বইতে পরীক্ষা দিয়ে ভাল নাম্বার পেলেন আর ভাবলেন যে কাট মার্কতো এমনই থাকে তাই প্রস্তুতি ঠিক আছে। আসলেই কি তাই?
পরিসংখ্যান বলে, চাকরিভেদে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করতে হলে আপনাকে প্রথম ৫-১০% এর মধ্যে থাকতে হবে। কিন্তু, চূড়ান্ত পরীক্ষার আগে আপনি কোনভাবেই নিজের অবস্থান জানতে পারছেন না। কারন, আপনি কখনোই প্রিলি পরীক্ষার আগে আপনার প্রতিদ্বন্দ্বীদের সাথে পরীক্ষা দেয়ার সুযোগ পাচ্ছেন না।
যেমন, বিসিএসের প্রিলির জন্য আপনি একা একা মডেল টেস্ট দিয়ে যে প্রশ্নে ১05 পেলেন এবং আগের বছরের qality মার্কগুলো দেখে নিশ্চিতে ভেবে বসলেন যে প্রস্তুতি ঠিক আছে। আদতে দেখা যাবে, সেই একই প্রশ্নে পরীক্ষা হলে, ৩ লাখ পরীক্ষা দিলে, ১৫ হাজার পাবেন ১২০ এর উপরে। নির্ভর করছে প্রশ্ন কঠিন না সহজ হল তার উপর। অর্থাৎ এই প্রশ্নে পরীক্ষা হলে আপনার পাশ করার কোন সম্ভাবনা নেই বললেই চলে।
অর্থাৎ আপনার প্রস্তুতির প্রকৃত অবস্থান জানতে আপনাকে পরীক্ষা দিতে হবে আপনি যাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঠিক তাদের সাথেই।
LIVE MCQ আপনাকে সেই সুযোগটি করে দিয়েছে। LIVE MCQ ব্যবহার করে, আপনি-
চূড়ান্ত পরীক্ষার মত একটি নির্দিষ্ট সময়ে হাজারো পরীক্ষার্থীর সাথে পরীক্ষায়/মডেল টেস্টে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।
একই ‘মডেল টেস্টে’ সকল প্রতিযোগির সাপেক্ষে আপনার প্রস্তুতি এবং অবস্থান সম্পর্কে জানতে পারবেন।
কোন প্রকার আলাদা পরিশ্রম ও সময় ব্যয় না করে প্রতিটি পরীক্ষার বিস্তারিত ফলাফল লাভ করবেন।
আপনি যে কোন সময় পুরনো প্রশ্নপত্র দেখতে ও পড়তে পারবেন।
এবং প্রতিযোগিতায় থেকে মূল পরীক্ষার জন্য ধাপে ধাপে নিজের উন্নতি করে যথাযথ প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন।
LIVE MCQ এর অন্যতম বৈশিষ্ট্যসমূহঃ
প্রকৃত প্রতিযোগিদের সাথে একই সময়ে LIVE মডেল টেস্ট।
পুরোপুরি বিজ্ঞাপনমুক্ত (Ad Free)
চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন হওয়ার পূর্ব পর্যন্ত নিয়মিত মডেল টেস্ট।
সহজে ব্যবহার উপযোগি অ্যাপ এবং ওয়েবসাইট।
ওয়েবসাইটঃ www.massbd.org
আমরা বিশ্বাস করি যে, LIVE MCQ আপনার প্রস্তুতিকে একধাপ এগিয়ে নিয়ে আপনার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দিতে সহযোগিতে করবে।
আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা ও অকৃত্রিম ভালোবাসা রইল