১) ব্যবহারের নিয়ম REGISTER NOW
সরাসরি Gmail অথবা Facebook দিয়ে লগিন করুন।
আপনার পরীক্ষা নির্বাচন করুন।
"রুটিন" বাটনে চেপে রুটিন দেখুন।
"সিলেবাস" বাটনে চেপে সিলেবাস দেখুন।
রুটিন অনুযায়ী নির্দিষ্ট দিনে "Enter Exam" বাটন দিয়ে পরীক্ষা দিন।
পরীক্ষার তারিখের পরের দিন “ফলাফল” বাটনে চেপে ফলাফল দেখুন।
রুটিন অনুযায়ী কোন পরীক্ষা দিতে না পারলে পরবর্তীতে “আর্কাইভ” থেকে প্রশ্ন দেখুন বা পরীক্ষা দিন। তবে, প্রতিযোগিতায় না থেকে আপনি নিজের যথাযথ অবস্থান জানতে পারবেন না। তাই, লাইভ পরীক্ষার কোন বিকল্প নেই।
২) পেমেন্টের নিয়ম
BKASH : 01955375501
NAGAD-01854550184
DUTCH BANGLA MOBILE BANK : 01854550184-4
----------------
অর্থাৎ আপনি একবার পেমেন্ট করে বারবার পরীক্ষা দিতে পারবেন।
আশা করি এখন আর পেমেন্ট করতে কোন সমস্যা হবে না।
৩)Qualify মার্ক কি?
প্রতিযোগিতামূলক পরীক্ষায় কোন নির্দিষ্ট নাম্বারের ভিত্তিতে পাশ করানো হয় না, আপনার অবস্থান কি তার উপর নির্ভর করে আপনি পাশ না ফেল।
যেমন, আগের পরিসংখ্যান বলে বিসিএস প্রিলিতে মোট পরীক্ষার্থীর ৩.৫% - ৫% এর মতো পাশ করানো হয়। অর্থাৎ, পাশ করতে হলে আপনাকে প্রথম ৫% এর মধ্যে থাকা উচিত।
আমরাও তাই একই নিয়মে নির্দিষ্ট পার্সেন্ট পরীক্ষার্থীকে পাশ করিয়ে থাকি। অর্থাৎ বিসিএস এর কোন মডেল টেস্টে যদি ১০০০ জন পরীক্ষা দেয় তাহলে আপনাকে ৫০ জনের মধ্যে থাকতে হবে।
এবং ৫০তম অবস্থানে যিনি থাকবেন তার প্রাপ্ত নাম্বারই হল “Qualify মার্ক”।
এই সাধারণ ব্যাপারটি অনেকেই জানেননা। তাই, মুল পরীক্ষার আগে মডেল টেস্টের বইয়ে পরীক্ষা দেন এবং একটি নির্দিষ্ট নাম্বার পেলেই ভাবেন যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কিন্তু, এই একই প্রশ্নে সবাই পরীক্ষা দিলে কে কত পাবেন এটা জানা যাচ্ছে না তাই কত পেলে পাশ হত এটা জানাও এভাবে সম্ভব নয়।
এই সমস্যার সমাধানে Mridul MCQ এর বিকল্প নেই। এখানে আপনি ঘরে বসেই, হাজারো প্রতিযোগীর মাঝে নিজের অবস্থান জানতে পারবেন এবং পরীক্ষার আগেই নিজের দুর্বলতাগুলো জেনে যথাযথ ব্যবস্থা নিতে পারবেন।
বিঃদ্রঃ BJS এবং NTRCA সহ কিছু পরীক্ষায় একটি নির্দিষ্ট নাম্বারকে পাশ মার্ক ধরা হয়। সেক্ষেত্রে, ঐ নাম্বারটিকেই পাশ মার্ক হিসেবে ধরা হবে।
কোন সাহায্য লাগলে যেকোনো সময়,
- আমাদের ফেসবুক পেজে (LIVE MCQ) সরাসরি মেসেজ দিন।
- আমাদের ইমেইল করুনঃmassbd6666@gamil.com
- আমাদের কল করুনঃ 01854550184