বইয়ের পাতাই যে খোকাটার পরম আশ্রয়
সেই খোকার ঘরে পড়ল দানো মিথ্যে রাজার ভয়।

ভূতের বেতালে জমে রাজসভা হাহাকার
রুদ্ধ দেয়ালে কাঁদে রোববার।
হিংস্র মানুষখেকো হামলায়-খাবলায়
চিৎকার-চিৎকার-চিৎকার!

একটা নিথর শীতল দেহ আমায় প্রশ্ন করে,
“কী অপরাধ ছিল আমার, সূর্য ডুবল ভোরে?”

মায়ের চোখ ভিজে যায় জলে
সে আপন মনে কাঁদে
তাঁর খোকাটা কখন আসে, কখন আসে ঘরে?

সত্যের ভয় নেই, জাগো হুঁশিয়ার
অটল অবিচল মুক্ত দুয়ার
উন্মত্ত এক গর্জনে এল এ জোয়ার।
জিরাফের গলা বড়, বালুতে মুখ লুকানো
উটপাখি, কচ্ছপ কান পেতে শোন-
এখানে কবিতা হবে, চৈত্রের রোদ হবে।
বৈশাখী ঝড় হবে ঈশাণের কোণ।

তোমাদের রাজ্যে আমার এ সময়
অন্ধ বন্ধ কেটে যাক ঘোর
দড়ি ধরে মারো টান – রাজা হবে খানখান
নিয়ে আয় প্রচণ্ড শব্দের ভোর।
নীল আকাশে ক্রন্দন।

(During Abrar Justice Movement, Dhaka 2019)