Indranil Ghosh taking Dipankar Ray to the doctor on January 17, 2019
Indranil Ghosh taking Dipankar Ray to the doctor on January 17, 2019
রবিবার বিকেল চারটয় গণিত বিজ্ঞানী ও প্রচারবিমুখ বিজ্ঞানকর্মী ড. দীপংকর রায়ের স্মরণসভার আয়োজন করা হয়। সভাটি আহ্বায়ক- দীপক কুমার দাঁ (গোবরডাঙা গবেষণা পরিষৎ)। সভাটি সঞ্চালনা করেেন সাংবাদিক সুকুমার মিত্র।
সভাটির একটি ছোট অংশ এখানে দেখতে পাবেন
বিজ্ঞানী ও গণিতবিদ দীপঙ্কর রায় ছিলেন জনবিজ্ঞান আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তিনি কখনো প্রথাগত চেয়ার, পদ ও সম্মান পেতে আগ্রহী ছিলেননা। নীরবে, নিভৃতে জনবিজ্ঞান আন্দোলনকে সমৃদ্ধি করে গেছেন।
তিনি ছেলেবেলা থেকে অনন্য সাধারণ মেধার অধিকারী ছিলেন। স্কটিশ চার্চ স্কুলে পড়াশোনা। সেখানকার শিক্ষকরা তাঁকে 'নিউটন 'বলে ডাকত। সহপাঠীরা এই নামে বেশি করে চিনতো। মৌলানা আবুল কালাম থেকে আইএসসি পাস করেন। প্রেসিডেন্সি কলেজ থেকে গণিতে বিএসসি (অনারস) ডিগ্রি লাভ করেন।
ফলিত গণিতে এমএসসি কলকাতা বিশ্ববিদ্যালয়-এ। ওই বিশ্ববিদ্যালয়-এ কিছুকাল ফলিত গণিতে গবেষণাও করেন। পরে উচ্চতর গবেষণার জন্য নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে আমেরিকায় পাড়ি দেন। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যায় এমএস ও পরে পিএইচডি ডিগ্রি লাভ করেন। পিএইচডি ডিগ্রি লাভ করার দু-এক মাসের মধ্যে তিঁনি তাঁর নয়টি গবেষণাপত্রে র একটি সংকলন থিসিস এর আকারে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করেন, যার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তাঁকেডিএসসি ডিগ্রি প্রদান করা হয়।
Dipankar Ray stayed here from 2017 to 2020
Ekante Old Age Home, Kuthighat, Barahnagar
3 Rai Mathura Nath Choudhuri Street, Kolkata 700036
Map: https://goo.gl/maps/cYSFrPgTSeR3VRc29
Just behind Peerless Milan Tirtha
(10 minutes from Sinthir more)