শ্রাফা, ভিটগেনস্টাইন এবং গ্রামশি

অমর্ত্য সেন




চলতি বছরের ফেব্রুয়ারিতে Accademia Nationale dei Lincei পিয়ের শ্রাফার বিশতম মৃত্যুবার্ষিকীতে রোমে একটি বড় কনফারেন্সের আয়োজন করে। তাঁরা আসলে উৎযাপন করছিলেন অসাধারণ এক বিদ্বজ্জনের স্মৃতি, যার প্রকাশিত কাজ খুবই কম কিন্তু সমসাময়িক অর্থশাস্ত্র, দর্শনশাস্ত্র ও সমাজবিদ্যায় উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করেছিলেন। শ্রাফার বুদ্ধিবৃত্তিক প্রভাবের মধ্যে রয়েছে অর্থনীতির তত্ত্বের ক্ষেত্রে কতগুলো নতুন উন্মোচন এবং সেইসাথে রাজনৈতিক অর্থনীতির ইতিহাসের একটি পুনর্মূল্যায়ন (যা শুরু হয়েছে ডেভিড রিকার্ডোর কাজ ধরে)। সমসাময়িক দর্শনের গুরুত্বপূর্ণ প্রস্থান বা দিক-পরিবর্তনের একটি আনয়নেও তাঁর গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে; যেমন ট্রাকটেটাস (ভিটগেনস্টাইন, ১৯২১)-এর লুডভিগ ভিটগেনস্টাইনের আদি অবস্থান হতে পরবর্তীকালে ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন্স (ভিটগেনস্টাইন, ১৯৫৪)-এ গুরুত্বপূর্ণ যাত্রা।


"অর্থনীতিবিদ শ্রাফা"কে সবসময় তাঁর অন্য সকল ভূমিকা হতে আলাদা করে রাখা হয়েছে। সেটা অংশত এই কারণে যে, শ্রাফা পেশাগতভাবে একজন অর্থনীতিবিদ ছিলেন এবং একারণেও যে তাঁর অর্থনীতির অবদানগুলোকে — অন্তত ভাসাভাসাভাবে — তাঁর দর্শনগত ধারণাগুলো থেকে বিচ্ছিন্ন মনে হয়। যদিও ডেভিড রিকার্ডোর কাজের সম্পাদনার বাইরে তিনি অল্পসংখ্যক প্রবন্ধ এবং একটি মাত্র বই প্রকাশ করেছেন, তবুও শ্রাফা অর্থশাস্ত্রে বহুল-উদ্ধৃত লেখক।....