Gcam অন্যসব অ্যান্ড্রয়েড অ্যাপস এর মতই একটি অ্যাপস। Gcam এমন একটি অ্যাপস, যা সমস্ত ক্যামেরা প্রেমী বা যারা ফটো প্রেমী মানুষ তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এই Gcam দিয়ে ফোনে থাকা ডিফল্ট ক্যামেরা থেকেও বহুগুণ ভালো ফটো তোলা যায়। Human, Nature, Portrait, Macro ছবি অসাধারণ হয়ে থাকে। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো রাতের ফটো। Gcam এর মাধ্যমে রাতের অন্ধকারেও কোন ফ্ল্যাশ ছাড়াই আকাশের চাঁদ তারা সহ ক্যাপচার করা যায়।
বর্তমানে ফটোগ্রাফি লাভারদের কাছে Gcam এমন একটি চাহিদার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে, এখন কেউ মোবাইল কেনার পূর্বে সবার আগে জেনে নেয় Gcam সাপোর্ট করবে কিনা।
Gcam সাপোর্ট করার জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনটি অবশ্যই Camera 2API Enable থাকতে হবে। সাথে মোবাইলের চিপসেট Snapdragon 650+ অথবা মিডিয়াটেক G সিরিজ হতে হবে। তাহলে প্রায় সব কোয়ালিটির Gcam ইউজ করা সম্ভব।
এর বাইরেও কিছু ফোনে চললেও সেগুলো পরিপূর্ন ভাবে সাপোর্টেড নয়।
Gcam নির্ভর করে ফোনের আপডেটের উপর। তাই একই ফোন, একই মডেল হওয়া সত্বেও একেক ফোনে একেকটা ভালো রেজাল্ট দেয়। তাই কোনটা বেস্ট সেটা আপনাকেই ট্রাই করে দেখতে হবে। আমরা যেগুলো সাপোর্ট করে সেগুলো সাজেস্ট করি, আর আপনার নিজেকেই সেগুলো টেস্ট করে দেখতে হবে ।
আরেকটা সহজ উপায় হলো, আমাদের ফেইসবুক গ্রুপের কভার ফটোর উপর দেখবেন সার্চ অপশন আছে। সেখানে আপনার ফোনের নাম লিখে সার্চ করবেন। তারপর দেখবেন গ্রুপে আপনার ডিভাইসের অন্য ইউজাররা কোন Gcam দিয়ে ফটো তুলে আপলোড দিয়েছে। তারপর আমাদের দেওয়া লিস্ট থেকে সেগুলো ট্রাই করবেন।
✓ প্রথমত আপনার মোবাইলটি অবশ্যই camera2api সাপোর্টেড হতে হবে।
✓ Camera 2API চেক করার এই ভিডিওটি দেখুন।
✓ মোবাইলের চিপসেট Snapdragon 650 বা তার বেশি, এবং মিডিয়াটেক হলে G সিরিজ হতে হবে।
✓ চিপসেট চেক করতে চাইলে এখানে গিয়ে ফোনের নাম সার্চ করে দেখুন ।
✓ Exynos চিপসেট , Kirin চিপসেট এবং আইফোন হলে সেগুলোতে Gcam সাপোর্ট করবে না।
✓ অ্যান্ড্রয়েড ভার্সন অবশ্যই 9 বা তার বেশি হতে হবে।