ভবিষ্যতে যারা GCam গ্রুপের অ্যাডমিন প্যানেলে আসতে ইন্টারেস্টেড এই পেইজটি শুধু তাদের জন্য। এখানে অ্যাডমিন প্যানেলের সকল দায়িত্ত্ব, কাজের বর্ণনা সবকিছু রয়েছে। দায়িত্ত্ব পাওয়ার পর কি করতে হবে, কিভাবে করতে হবে বিস্তারিত এই পেইজে নিম্নে দেওয়া হয়েছে ।
🔴আমাদের গ্রুপে প্রতিদিন প্রচুর পরিমাণে পোস্ট হয়ে থাকে। তার মধ্যে বেশির ভাগ পোস্টই হয় Gcam লিংক চেয়ে। আর কিছু পোস্ট হয় Gcam এর বিভিন্ন সমস্যা নিয়ে। আর বাকিগুলো ফটোগ্রাফি পোস্ট। তাই দায়িত্ত্ব পাওয়ার প্রথম শর্ত হচ্ছে, মানুষকে হেল্প করার মানসিকতা থাকতে হবে এবং হেল্প চাওয়া পোস্ট গুলোতে হেল্প করতে হবে। কোন হেল্প চাওয়া পোস্ট approve করে সমাধান ছাড়া ফাঁকা ফেলে রাখা যাবে না। ২৪ ঘণ্টায় মিনিমাম ২০-২৫ জনকে হেল্প করার আগ্রহ বা ইচ্ছা থাকতে হবে। আর বেশি করলে সেটা সমস্যা নেই।
🔴দায়িত্ত্ব পাওয়ার পর যে কাজসমূহ করতে হবে সেগুলো হলো:
★. বেশিরভাগ ক্ষেত্রে মেম্বাররা লিংক চেয়ে পোস্ট করে থাকে। সেক্ষেত্রে আপনার কাজ হলো সেই পোস্ট এপ্রুভ করে সাথে সাথে কমেন্টে লিংক দেয়া । কোন লিংক চাওয়া পোস্ট যেন ফাঁকা পড়ে না থাকে, সেটা খেয়াল রাখবেন। (লিংকগুলো আগেই আমরা আপনাকে মেসেঞ্জারে দিয়ে দিবো)
★. লিংক চাওয়া ছাড়াও অনেক সময় Gcam এর বিভিন্ন সমস্যা নিয়ে পোস্ট করে। সেক্ষেত্রে সেটা approve করে অবশ্যই হেল্প করতে হবে। হেল্প পোস্ট ফাঁকা রাখা যাবে না। যদি কোন পোস্টের সমাধান জানা না থাকে সেক্ষেত্রে সেই পোস্ট approve করবেন না। প্যানেলে এক্সপার্ট অনেকেই আছে, যে পারে সে গিয়ে ঐ পোস্ট aporove করবে।
★. তাছাড়া যেকোন ফটো পোস্ট হলে ক্যাপশন চেক করে approve দিবেন। আর ক্যাপশনে যদি "ফোনের নাম বা Gcam নাম" এই ২ টার কোনটায় উল্লেখ না থাকে তাহলে সেই পোস্ট ডিলিট করবেন ফিডব্যাক দিয়ে। যদি ফোনের নাম বা ক্যামেরা নাম ছাড়া শুধু ক্যাপশন বা একবারে ফাঁকা ক্যাপশন হয় সেক্ষেত্রেও Decline করবেন পোস্ট। ফিডব্যাক ছাড়া কখনও কিছু ডিলিট করবেন না। (ফিডব্যাক বলতে বুঝায়, যে কারণে ডিলিট করা হলো সেটার কারণ মার্ক করে দেওয়া। পোস্ট করলে তখন 3 ডট অপশন পাবেন সেখানে গিয়ে ফিডব্যাক অপশন পাবেন) । আর অবশ্যই খেয়াল রাখবেন যেন নেগেটিভ ফটো না হয়।
★. অনেকেই ক্যাপশন এর সাথে তাদের অন্য কোন গ্রুপ বা পেজ বা ইউটিউব লিংক বা টেলিগ্রাম লিংক দিয়ে থাকে। সে সব লিংক থাকলে ওগুলো ডিলিট করবেন পোস্ট। তাই অবশ্যই approve দেওয়ার আগে ক্যাপশন ভালো করে চেক করে নিবেন।
★. অনেকেই কমেন্টে গালাগালি করে এবং তাদের গ্রুপ/পেজ/ইউটিউব/টেলিগ্রাম লিংক বিজ্ঞাপন হিসেবে দেয় , তাই গালাগালি গুলো গ্রুপের রোবটিক অ্যাকশনের দ্বারা অটো ডিলিট এবং মিউট হয়ে যাবে। তার বাইরেও যদি কখনো কোন বাজে ভাষা বা গালি সামনে পড়ে তখন তাদেরকে সাসপেন্ড/মিউট করবেন ৭/১৪/২৮ দিন করে (অপরাধ অনুযায়ী শাস্তি)। তারপর সেই বাজে কমেন্ট রিমুভ করবেন। আর বারবার কেও অন্য গ্রুপ/পেজ/চ্যানেল বা যেকোন বিজ্ঞাপন জাতীয় কিছু কমেন্টে দিলে তাকে আগে সাসপেন্ড/মিউট করবেন ২৮ দিন, তারপর সেই কমেন্টটা ডিলিট করবেন।
★. অনেক সময় কিছু পোষ্টে অযথা রিপোর্ট আসবে। সেক্ষেত্রে সেটা চেক করে দেখবেন বাজে কিছু আছে কিনা। যদি বাজে হয় তাহলে remove দিবেন, বাজে কিছু না পেলে keep করবেন।
★. হেল্প চাওয়া পোষ্টে বা ভালো কোন ফটো ভিডিও বা কথায় কেও যদি হাহা রিয়েক্ট দেয় অথবা হাস্য ব্যাঙ্গাত্মক মূলক কমেন্ট করে সেক্ষেত্রে তাকে ২৮ দিন সাসপেন্ড করবেন। আর যদি ক্যাপশন বা ফটোর অঙ্গভঙ্গির জন্য কেও হাহা করে বা ব্যাঙ্গাত্মক কমেন্ট করে তখন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার দরকার নেই।
🔴ফটো অ্যাপ্রুভের ক্ষেত্রে যে বিষয় গুলো খেয়াল রাখবেন :
★. যেকোন ভালো ফটো approve করবেন। সেটা যেকোন ফোন বা DSLR দিয়ে তুলা হলেও approve করবেন। তবে অবশ্যই ক্যাপশনে লিখা থাকলে করবেন, কোনকিছু লিখা না থাকলে ফিডব্যাক দিয়ে ডিলিট করবেন।
★. ডিভাইসের নাম বা Gcam এর নাম উল্লেখ ছাড়া ফটো পোস্ট করলে সেটা approve করবেন না। মিনিমাম যেকোন একটা লিখা থাকতে হবে। (ডিভাইস বা Gcam নাম)
★. (নেগেটিভ ফটো, সেক্সুয়াল ফটো, বাচ্চাদের উলঙ্গ ফটো, বাচ্চাদের খালি গায়ের ফটো, পোকা মাকড়ের সেক্স্যুয়াল ফটো, নেশা জাতীয় দ্রব্য, বিড়ি সিগারেট, গাঁজা, রক্তাত্ব ফটো, রক্ত লাগবে, সাহায্য চাই, ফোন কিনবো, দারুন অফার, ঘরে বসে আয় করুন ) এই জাতীয় পোস্ট বা অন্য যেকোন প্রকার বাজে ফটো হলে ডিলিট করবেন।
★. অস্পষ্ট কোন ফটো বা অর্থবোধক নয় এমন কোন ফটো তুলে আপলোড করলে ডিলিট করবেন। যেমন জঙ্গলের ফটো, ড্রেনের ফটো বা কোন ফটোগ্রাফীর পর্যায়ে পড়ে না এমন টাইপের হলে সেগুলো ডিলিট করবেন।
★. ফটোর ক্যাপশনে অন্য কোন গ্রুপ/পেজ/বা অন্যান্য বিজ্ঞাপন জাতীয় লিংক থাকলে ডিলিট করবেন।
★. কোন ফটোতে বাজে কমেন্ট এর আভাস পেলে সেই পোস্টের কমেন্ট অফ করে দিবেন। আর বাজে কমেন্ট গুলো রিমুভ করবেন। যাদের অপরাধ থাকবে তাদের মিউট করবেন। বিশেষ করে মেয়েদের পার্সোনাল ফটো হলে সেগুলোর কমেন্টে খেয়াল রাখবেন।
🔴যেসব ফোনে Gcam চলবে না সেগুলো দেখে নিন। কেউ এসব ফোনের Gcam চাইলে Gcam go সাজেস্ট করবেন -
Iphone, Symphony, Walton, infinix, techno, Huawei, sony এসব ফোনে চলবে না।
এমনকি যেসব ফোনের চিপসেট Snapdragon নয় বা Exynos, kirin, helio চিপসেট সেগুলোতেও চলবে না।
🔴আর দায়িত্ত্ব পেলে চেষ্টা করবেন ২৪ ঘণ্টায় যেনো ২০-২৫ টা পোষ্টে হেল্প করতে। দিন শেষে এক্টিভিটিস হিসেবে আপনার নামের পাশে যেনো ২০-২৫ টা হেল্প করেছেন এমন দেখা যায়।
🔴কোন কারণ ছাড়ায় গ্রুপে আপনার এক্টিভিটিস কমে গেলে সেক্ষেত্রে GCUB টীম আপনাকে দায়িত্ত্ব থেকে অব্যাহতি দিতে পারে। তাই চেষ্টা করবেন দিনে অন্তত ২০-২৫ টা হেল্প করার। একান্ত কোন ব্যস্ততা বা ব্যাক্তিগত কোন সমস্যা বা পারিবারিক ব্যস্ততা বা লেখাপড়া জনিত কোন ব্যস্ততা থাকলে বা সাময়িক ছুটির দরকার হলে MAHMUDUL HASAN RIYAN কে ইনবক্সে জানিয়ে রাখবেন।
🔴আগে আপনি ছিলেন মেম্বার হিসেবে। এখন আপনাকে অ্যাডমিন প্যানেলের একজন হিসেবে আনা হচ্ছে। তাই এখন আপনাকে সবাই চিনবে জানবে। তাই মেম্বারদের কারো সাথে তর্কে জড়াবেন না। এমনকি কেউ গালি দিলেও না। ব্যাক্তিগত ভাবে গালি দিলে সাসপেন্ড বা মিউট বা ব্যান করবেন । তবুও কারো সাথে তর্কে গিয়ে নিজের সম্মান কমাবেন না।
যতটা সম্ভব বিনয়ী ও উদার হবেন।
আর ভরসা করে দায়িত্ত্ব দেয়া হচ্ছে, সেই ভরসার মূল্যটা রাখবেন আশা করি ❤️
♨️উপরোক্ত লিখার বাইরেও অনেক সময় পরিস্থিতি অনুযায়ী অনেক কিছু জানার থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে ওখানে জিজ্ঞেস করবেন বা পার্সোনালি গ্রুপ ডিরেক্টরদের ইনবক্সে জিজ্ঞেস করবেন। ।