scribbling

পিসি-কালচার

সান্যালদা রবিবারের বাজারে পাবদা মাছ কিনছেন । আমি গুটিগুটি পায়ে পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, "সান্যালদা, পাবদা কত করে দিচ্ছে ?"

"আরে অভীক নাকি ? নিয়ে নাও, ভালো জিনিস, দাম নিয়ে অত ভাবতে নেই ।"

"সে তো নিয়ে নেব, কিন্তু বিপদটা কোথায় জানেন সান্যালদা, আমরা মাছ খাচ্ছি বলেই পিসি আমাদের রাজ্যটাকে খেয়ে নিল ।"

সান্যালদা হাতে একটা গোটা পাবদা নিয়ে একটু ভ্যাবাচ্যাকা খেয়ে জিজ্ঞেস করলেন, "মানে ? পিসির সাথে আমাদের মাছ খাওয়ার কি সম্পর্ক ?"

আমি মুচকি হেসে বললাম, "এই রে, ভুলে গেছো দেখছি । স্কুলে জীবনবিজ্ঞানে মাছচাষকে কি বলা হত ?"

"শালা, সক্কাল সক্কাল কালচারাল শক" বলে সান্যালদা হো-হো করে হেসে আবার পাবদার দরদাম করতে লেগে গেলেন ।