scribbling

প্রশ্নবাণ

অর্থনীতি নিয়ে কাজ করছি বলে আমার অনেক পরিচিতের ধারণা হল আমার কাছে দেশ-বিদেশের অর্থনীতির যাবতীয় সমস্যার সমাধান থাকবে । এই জন্য মাঝে মাঝেই এই ধরণের কিছু উদ্ভট দাবীর সম্মুখীন হতে হয়:


১. "এলন মাস্ক মঙ্গলগ্রহে নিয়ে যেতে কত নিতে পারে আন্দাজ করতে পারিস ?"

২. "জিম্বাবোয়ের কি এখন ডিফেন্সে পয়সা ঢালা উচিৎ ?"

৩. "ব্যাঙ্ক অফ আমেরিকার বন্ড কিনেছি, ডুবে যাবে না তো রে ?"

৪. "ভাই, স্টক মার্কেটটা কাল কোনদিকে যাবে বল তো ?"

৫. "বিটকয়েনে ইনভেস্ট করলে কেমন রিটার্ন দিচ্ছে রে ?"


এবং এই ধরণের সবক'টি প্রশ্ন শেষে একটি অবধারিত উক্তি, "তুই তো অর্থনীতি নিয়ে পড়েছিস, বলতে পারবি না ?" তাদেরকে হাজারবার বলেও বোঝানো যায় না যে আমার কাজ Environmental Economics-এ, Financial বা Monetary Economics-এর উপরে নয় । আবার উত্তর দিতে না পারলেও অযথা প্যাঁক খেতে হয় । তাই ভেবেচিন্তে এর একটা উপায় বের করলাম । যেহেতু এই প্রশ্নগুলো প্রধানতঃ আইটি সেক্টরে কর্মরত জনতার কাছ থেকে আসে, তাই তাদের জন্য কয়েকটা পাল্টা প্রশ্নবাণ তৈরী করলাম :


১. "আচ্ছা, নেহা কক্করের গানের সাউন্ড ওয়েভকে Bi-Wavelet Transform করলে কি রেজাল্টটা টনি কক্করের গানের মত লাগবে ?"

২. "বুর্জ খলিফার ভিতটা কতফুট গভীর হবে বল তো ?"

৩. "Adamantium-এর ফর্মূলাটা কি বল তো ?"

৪. "একটা ৪ কিলোমিটার গভীর লোহার খনিকে ভরাট করার জন্য কত কুইন্ট্যাল বালি লাগবে ?"


এই প্রতিটা প্রশ্নের শেষে একটি বক্তব্য লেজুরের মত জুড়ে দি, এবং সেটি হ'ল "তুই তো ইঞ্জিনিয়ার, তোর তো জানার কথা ।"এই পাল্টা প্রশ্নগুলো শুনে অনেকেই হয়ত আর প্রশ্ন করে না, অথবা মানে মানে কেটে পড়ে ।


তো কেসটা কি হ'ল, সম্প্রতি আমার এক কিঞ্চিৎ জ্ঞানসম্পন্ন পরিচিত ব্যক্তি প্রশ্ন করেছিলেন, "তুই তো শুনলাম Environment নিয়ে কাজ করিস ?"

আমি বললাম, "হ্যাঁ, তা করি ।"

আমার উত্তর শুনে তাঁর কটাক্ষভরা প্রশ্ন ছিল, "এই মাসের শেষ দিকে কি বৃষ্টি হবে নাকি রে ? একটু ভেবে বল তো, Environment নিয়েই তো কাজ করিস "

আমি একটু ভেবে দেখলাম, এই মালকে Environmental Economics আর Environmental Science-এর মধ্যে পার্থক্য বোঝাতে যাওয়ার কোন প্রয়োজন নেই । বরং আমি উল্টে একটা প্রশ্ন ছুঁড়ে দিলাম, "তুই তো কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছিস ?"

উক্ত ব্যক্তিটি একটু গর্বের সাথেই বললেন, "একদম তাই ।"

আমি বললাম, "তাহলে আমার একটা প্রশ্নের আগে উত্তর দিবি ?"

সে বেশ আত্মবিশ্বাস এবং তাচ্ছিল্যের সাথেই উত্তর দিল, "নিশ্চয়ই দেব, কি এমন কঠিন প্রশ্ন করবি ।"

আমি মুচকি হেসে তাকে জিজ্ঞেস করলাম, "চার্লস ব্যাবেজ মারা যাওয়ার আগে কি খেয়েছিল বল তো ? তুই তো কম্পিউটার সায়েন্সের পাবলিক, তোর তো জানা উচিৎ"


মাইরি বলছি, হেব্বি শান্তিতে আছি, কেউ জ্বালাতে আসছে না ।

(Image Source: https://i.pinimg.com/originals/83/42/b6/8342b6e4bec1ad98fdd3de9e072cac4a.jpg)