scribbling

চাঁদ, শুক্র, এবং অধরা প্রেম

অন্যদিনের মত আজও বিকেলে বাচ্চাকে নিয়ে পার্কে ঘুরছি । এক সহশিক্ষকও দেখি তাঁর বাচ্চাকে নিয়ে পার্কে হাজির । আমরা নিজেদের বাচ্চাদের দোলনায় বসিয়ে দোলাতে শুরু করেছি, আমি ওনাকে দেখলাম একটু উশখুশ করতে ।  আমি জিজ্ঞেস করলাম, 


"কি গুরু, কি ব্যাপার ? একটু অধৈর্য্য মনে হচ্ছে ?"

তিনি একটু চিন্তিত মুখে আমার দিকে তাকিয়ে বললেন, "আসলে বিকেল থেকে একটা প্রশ্ন মনের মধ্যে ঘুরঘুর করছে । সেটা নিয়েই ভাবছি ।"

"আরে প্রশ্ন-জাতীয় জিনিস পেটের মধ্যে জমে থাকলে গ্যাস-অম্বল-বুকজ্বালা হয় । চেপে না রেখে বলেই ফেলুন ।" আমি অভয় দিয়ে বললাম ।

তিনি একটু আশ্বস্ত হয়ে প্রশ্ন করলেন, "আচ্ছা, শুক্রগ্রহ তো গতকাল একেবারে চাঁদের পিছনে লেপ্টে ছিল, আজ একেবারে দূরে চলে গেছে । আমার কেমন অদ্ভূত লাগল ব্যাপারটা । কেসটা কি বলতো ? তোমার কি মনে হয় ?"

"আরে ওদেরও তো একটু-আধটু লজ্জাশরম আছে ।"

ভদ্রলোক একটু থতমত খেয়ে জিজ্ঞেস করলেন, "মানে ?"

আমি একটু দুঃখ-দুঃখ ভাব করে বললাম, "আরে, দুই বেচারা কতদিন পরে কাছাকাছি এসেছিলো, রাতের বেলায় শান্তিতে একটু প্রেম করতে । আর আমরা সারাক্ষণ ধরে তাদের ছবি তুলে তাদের প্রাইভেসির ইয়ে করে ছেড়ে দিলাম । তাই আজ শুক্র বেচারা লজ্জায় মুখ লুকিয়ে দূরে সরে গেল ।"


ভদ্রলোকের জন্য কালকে একটা জেলুসিল নিয়ে যাব । ভাল রকমের অম্বল বাধিয়েছেন ।