scribbling

অজেয়

রাত্রি যেথায় ধরিল ঘিরিয়া, অমানিশার কালো,

মনের মাঝারে প্রজ্জ্বলিত বিজয়শিখার আলো ।


নীরবে সহিনু যাতনা যত বিশ্ব দিল মোরে,

আহত সত্তা সগর্বচিতে দাঁড়ায় উচ্চশিরে ।


দুঃখ-জ্বালার প্রহেলিকাঘেরা ভয়ের অন্ধকারা,

যুঝিয়া তাদের দলন করিনু, চিত্ত শঙ্কাহারা ।


কি বা সংকীর্ণতা, কি বা শাস্তি, রুখিবে কে মোরে আজ,

ভাগ্যরচনা স্বয়ংকল্প, শীর্ষে বিজয়তাজ ।

(Image Source: https://www.rulethemind.com/unconquered.jpg)