শিক্ষার বিকাশে অর্থ কোন বাধা নয়। এবার হবে স্বপ্ন পূরণ। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য এইসএসসি পরবর্তী কোচিং একটা বড় বিষয়। অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার পথকে সুগম করতে "অরুণ প্রাতের তরুণ দলের" পরবর্তী এই আয়োজন। হেল্প আন্ড স্টাডি কেয়ার নামক সংগঠন এর পরিকল্পনায় আগামী ২০ ডিসেম্বর সকাল ১০ টায় নাগেশ্বরী সরকারি কলেজে একটি পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে যোগ্যদের তালিকা।যাদের ৩ কাটাগরিতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।